চিরন্তন মূল্যবোধের পরিপন্থী নয় কোনটি?
A
অসহিষ্ণুতা
B
সার্থকতা
C
সৌজন্যবোধ
D
শঠতা
উত্তরের বিবরণ
সৌজন্যবোধ কোনো অবস্থাতেই চিরন্তন মূল্যবোধের পরিপন্থী নয়। মূল্যবোধ মানুষের আচার-আচরণ ও কর্মকাণ্ডের মূল নিয়ন্ত্রক হিসেবে কাজ করে এবং সমাজে নৈতিকতা ও শিষ্টাচারের মান বজায় রাখতে সহায়তা করে।
-
মূল্যবোধ (Value) হলো সেই চিন্তা, লক্ষ্য, উদ্দেশ্য, সংকল্প ও আদর্শের সমষ্টি যা মানুষের সামগ্রিক আচরণ ও কর্মকাণ্ডকে পরিচালিত ও নিয়ন্ত্রিত করে।
-
মূল্যবোধের মাধ্যমে ভালো-মন্দ, ন্যায়-অন্যায়, নৈতিকতা-অনৈতিকতা, সততা, সৌজন্যবোধ, শিষ্টাচার, সহনশীলতা ও সহমর্মিতা মূল্যায়িত হয়।
-
আমাদের চিরন্তন মূল্যবোধ হলো সত্য ও ন্যায়।
-
সার্থকতা, শঠতা, অসহিষ্ণুতা ইত্যাদি চিরন্তন মূল্যবোধের পরিপন্থী।

0
Updated: 23 hours ago