একক দেশ হিসেবে, তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ বিশ্বে কততম? [ আগস্ট, ২০২৫]
A
প্রথম
B
দ্বিতীয়
C
তৃতীয়
D
চতুর্থ
উত্তরের বিবরণ
বিশ্ববাজারে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হলেও সাম্প্রতিক সময়ে কিছু পরিবর্তন লক্ষ্য করা গেছে।
-
একক দেশ হিসেবে বাংলাদেশ রপ্তানিতে দ্বিতীয় অবস্থানে রয়েছে
-
বাংলাদেশের বাজার হিস্যা ০.৪৮ শতাংশীয় পয়েন্ট কমেছে
-
তৃতীয় অবস্থানে আছে ভিয়েতনাম
-
শীর্ষ অবস্থানে রয়েছে চীন, যার বাজার হিস্যা ২ শতাংশীয় পয়েন্ট কমেছে
0
Updated: 1 month ago
মারমারা কোন কোন জেলায় বেশি বসবাস করে?
Created: 1 month ago
A
কক্সবাজার ও সিলেট
B
বান্দরবান ও খাগড়াছড়ি
C
সুনামগঞ্জ ও নেত্রকোনা
D
ময়মনসিংহ ও নেত্রকোনা
মারমা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম আদিবাসী জনগোষ্ঠী, যারা পার্বত্য চট্টগ্রামের তিনটি জেলায় বসবাস করে এবং তাদের নিজস্ব ভাষা, ধর্ম ও সামাজিক প্রথা রয়েছে। সাংগ্রাই উৎসব মারমা সম্প্রদায়ের প্রধান ধর্মীয় ও সামাজিক উৎসব হিসেবে বিশেষ গুরুত্ব বহন করে।
প্রধান তথ্যগুলো হলো:
-
আদিবাসী সংখ্যা অনুযায়ী স্থান: দ্বিতীয় বৃহত্তম
-
বাসস্থান: রাঙ্গামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ি জেলায়
-
ভাষা: নিজস্ব ভাষা
-
ধর্ম: বৌদ্ধ
-
সর্ববৃহৎ উৎসব: সাংগ্রাই, যা মূলত বৌদ্ধ নববর্ষ উদ্যাপনের রূপ এবং এপ্রিল মাসে পালিত হয়
-
প্রথাগত প্রশাসনিক ব্যবস্থা:
-
গ্রাম পর্যায়ের প্রধান: কারবারি
-
মৌজা পর্যায়ের প্রধান: হেডম্যান
-
সার্কেল পর্যায়ের প্রধান: রাজা
-
0
Updated: 1 month ago
বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভের সময় জাতিসংঘের মহাসচিব কে ছিলেন?
Created: 1 month ago
A
কুর্ট ওয়াল্ডহেইম
B
উ থান্ট
C
ড. বুট্রোস বুট্রোস ঘালি
D
ট্রিগভেলী
বাংলাদেশ ও জাতিসংঘ
-
সম্পর্কের সূচনা: ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের প্রাথমিক পর্যায়ে।
-
মহাসচিব: বাংলাদেশের সদস্যপদ লাভের সময় জাতিসংঘের মহাসচিব ছিলেন কুর্ট ওয়াল্ডহেইম।
গুরুত্বপূর্ণ ঘটনাপ্রবাহ:
-
১৯৭১ সালের এপ্রিল:
-
ভারত সরকার জাতিসংঘের কাছে শরণার্থীদের মানবিক সহায়তা প্রদানের অনুরোধ করে।
-
তৎকালীন মহাসচিব কুর্ট ওয়াল্ডহেইম উদ্যোগী হন।
-
উ থান্ত মুক্তিযুদ্ধ চলাকালীন গণহত্যাকে মানব ইতিহাসের অন্ধকার অধ্যায় হিসেবে ঘোষণা করেন।
-
-
১৯৭২ সালের আগস্ট:
-
৮ আগস্ট: বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ আবেদনের জন্য আবেদন জমা দেয়।
-
১১ আগস্ট: নিরাপত্তা পরিষদে বিবেচনার জন্য ২১ আগস্ট পর্যন্ত আবেদন স্থগিত রাখার সিদ্ধান্ত।
-
২৩ আগস্ট: সদস্যপদ প্রস্তাব নিরাপত্তা পরিষদে উপস্থাপন করা হয় (যুক্তরাজ্য, ভারত, সোভিয়েত ইউনিয়ন, যুগোস্লাভিয়ার সমর্থন)।
-
২৫ আগস্ট: চীনের ভেটোর কারণে তখন বাংলাদেশ সদস্যপদ পায়নি।
-
-
১৯৭৪ সালের জুন:
-
পুনরায় আবেদন করা হয়।
-
১০ জুন: নিরাপত্তা পরিষদে সদস্যপদ প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়; চীন ভোটে অংশগ্রহণ থেকে বিরত থাকে।
-
১৭ সেপ্টেম্বর: জাতিসংঘ সাধারণ পরিষদ বাংলাদেশের সদস্যপদ অনুমোদন করে।
-
ফলাফল: বাংলাদেশ জাতিসংঘের ১৩৬তম সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়।
-
মহাসচিব সংক্রান্ত তথ্য:
-
উ থান্ত (১৯৬১-১৯৭১): মুক্তিযুদ্ধ চলাকালীন দায়িত্বে।
-
কুর্ট ওয়াল্ডহেইম (১৯৭২-১৯৮১): বাংলাদেশের সদস্যপদ লাভের সময় দায়িত্বে।
0
Updated: 1 month ago
ভারত ছাড় আন্দোলন কবে শুরু হয়েছিল?
Created: 1 month ago
A
১৯৩৯ সালে
B
১৯৪০ সালে
C
১৯৪১ সালে
D
১৯৪২ সালে
ভারত ছাড় আন্দোলন মহাত্মা গান্ধীর নেতৃত্বে সংগঠিত হয় এবং ১৯৪২ সালে এটি শুরু হয়। এটি ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে শ্বেতাঙ্গ-বিরোধী মনোভাবের বহিঃপ্রকাশ এবং প্রথম স্বতঃস্ফূর্ত ব্যাপক আন্দোলন হিসেবে পরিচিত। আন্দোলন সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিম্নরূপ:
-
ইংরেজ সরকার কোনোভাবেই ভারতীয়দের হাতে ক্ষমতা ছেড়ে দিতে রাজি ছিল না।
-
সরকার এই আন্দোলন দমনে দৃঢ় প্রতিজ্ঞা রাখে।
-
আন্দোলনের শুরুতে মধ্যরাতে কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, যেমন গান্ধীজি, আবুল কালাম আজাদ, জওহরলাল নেহরু, গ্রেফতার হন।
-
কংগ্রেসকে বেআইনি ঘোষণা করা হয় এবং এক সপ্তাহের মধ্যে প্রায় সব নেতা কারাগারে বন্দি হন।
-
নেতৃবৃন্দের গ্রেফতারের কারণে অহিংস আন্দোলন ভয়াবহ সহিংস আন্দোলনে পরিণত হয়।
-
১৯৪২ সালের ৮ আগস্ট, নিখিল ভারত কংগ্রেস কমিটির (বোম্বাই) অধিবেশনে বিখ্যাত ভারত ছাড় আন্দোলনের প্রস্তাব পাস হয়।
-
পরপরই যতদূর সম্ভব ব্যাপকভাবে অহিংস পথে গান্ধীর নেতৃত্বে আন্দোলনের ডাক দেওয়া হয়।
উৎস:
0
Updated: 1 month ago