অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুযায়ী, সার্বিকভাবে জিডিপিতে অর্থনৈতিক খাত কয়টি?
A
১৯ টি
B
২১ টি
C
১৫টি
D
২০ টি
উত্তরের বিবরণ
বাংলাদেশের জিডিপি বিভিন্ন খাতের সমন্বয়ে গঠিত এবং উৎপাদন ভিত্তিতে প্রধান তিনটি খাতের মাধ্যমে দেশের অর্থনীতির প্রধান অবদান আসে।
-
সার্বিকভাবে জিডিপি ১৯টি খাত নিয়ে গঠিত
-
এই ১৯টি খাতের মধ্যে ৩টি বৃহৎ খাত অন্তর্ভুক্ত
-
৬টি খাত উপখাতে বিভক্ত
-
প্রধান তিনটি বৃহৎ খাত: কৃষিখাত, শিল্পখাত, সেবাখাত
জিডিপিতে খাত অনুযায়ী অবদান:
-
কৃষিখাত: ১১.১৯%
-
শিল্পখাত: ৩৭.৩৭%
-
সেবাখাত: ৫১.৪৪%
0
Updated: 1 month ago
ধীরেন্দ্রনাথ দত্ত কোন রাজনৈতিক দলের সদস্য ছিলেন?
Created: 2 months ago
A
কংগ্রেস
B
স্বরাজ দল
C
কৃষক প্রজা পার্টি
D
মুসলিম লীগ
ধীরেন্দ্রনাথ দত্ত
-
জন্ম ও পরিবার: ধীরেন্দ্রনাথ দত্ত ১৮৮৬ সালের ২ নভেম্বর (১২৯৩ বাংলা সালের ১৬ কার্তিক) ব্রাহ্মণবাড়িয়ার রামরাইল গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা জগবন্ধু দত্ত ছিলেন মুনসেফ কোর্টের সেরেস্তাদার।
-
শিক্ষা:
-
১৯০৪ সালে নবীনগর হাই স্কুল হতে প্রবেশিকা।
-
১৯০৮ সালে কলকাতা রিপন কলেজ হতে বি.এ।
-
১৯১০ সালে একই কলেজ হতে বি.এল।
-
-
কর্মজীবন ও সামাজিক কর্মকাণ্ড:
-
১৯১১ সালে কুমিল্লা জেলা বারে যোগদান।
-
১৯০৭ সালে ত্রিপুরা হিতসাধনী সভার সেক্রেটারি নির্বাচিত হন।
-
-
রাজনৈতিক ভূমিকা:
-
১৯৪৮ সালে গণপরিষদের অধিবেশনে কংগ্রেস দলীয় সদস্য হিসেবে উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলাকেও রাষ্ট্রভাষার দাবিতে উত্থাপন করেন।
-
১৬ ফেব্রুয়ারি, ১৯৫৬ সালে পাকিস্তানের জাতীয় পরিষদে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
-
১৯৫৬ সালের সংবিধানে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
-
তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি ও বাংলাপিডিয়া
0
Updated: 2 months ago
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪ অনুযায়ী, আউশ ধান উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
Created: 1 month ago
A
ময়মনসিংহ
B
দিনাজপুর
C
কুমিল্লা
D
বরিশাল
ধান উৎপাদন সংক্রান্ত তথ্য:
-
বাংলাদেশের প্রায় ৮০-৮৫% জমিতে ধান চাষ করা হয়।
-
জেলা অনুসারে সর্বোচ্চ ধান উৎপাদন: ময়মনসিংহ জেলা
-
বিভাগ অনুসারে সর্বোচ্চ ধান উৎপাদন: রংপুর বিভাগ
ধানের প্রকারভেদ অনুযায়ী শীর্ষ উৎপাদনকারী জেলা:
-
আউশ ধান: কুমিল্লা জেলা
-
আমন ধান: দিনাজপুর জেলা
-
বোরো ধান: ময়মনসিংহ জেলা
তথ্যসূত্র:
0
Updated: 1 month ago
CPD এর পূর্ণরূপ কী?
Created: 1 month ago
A
Centre for Political Development
B
Council for People’s Democracy
C
Centre for Policy Dialogue
D
Committee for Public Discussion
CPD (Center for Policy Dialogue) হলো বাংলাদেশের একটি বেসরকারি গবেষণা সংস্থা, যা সরকারি নীতিমালা ও বাণিজ্যিক পদক্ষেপের জবাবদিহিতা নিশ্চিতকরণে কাজ করে।
-
প্রতিষ্ঠাতা: অর্থনীতিবিদ রেহমান সোবহান
-
প্রতিষ্ঠা: ১৯৯৩
-
সদর দপ্তর: ধানমন্ডি, ঢাকা
-
লক্ষ্য:
-
নাগরিক সমাজের ক্রমবর্ধমান চাহিদা পূরণে চাহিদা-চালিত ও জবাবদিহিমূলক উন্নয়ন প্রক্রিয়া গঠন
-
তথ্যবহুল বিতর্ক উদ্দীপনা
-
জ্ঞান সৃষ্টি ও নীতি নির্ধারণে প্রভাব
-
গবেষণা, সংলাপ, প্রচার ও সমর্থনের মাধ্যমে নীতি প্রভাবিত করা
-
0
Updated: 1 month ago