কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪ অনুযায়ী প্রধান তথ্যগুলো হলো:
-
আলু উৎপাদনে শীর্ষ জেলা: রংপুর
-
আলু উৎপাদনে শীর্ষ বিভাগ: রংপুর
-
ধান উৎপাদনে শীর্ষ জেলা: ময়মনসিংহ
-
গম উৎপাদনে শীর্ষ জেলা: ঠাকুরগাঁও
বাংলাদেশ সরকাররের রাজস্বের প্রধান উৎস-
A
রেমিটেন্স
B
কর রাজস্ব
C
বৈদেশিক বানিজ্য
D
চামড়া শিল্প
উত্তরের বিবরণ
বাংলাদেশ সরকারের আয়ের উৎস হলো সেই সমস্ত উৎস যেখান থেকে সরকার তার বার্ষিক রাজস্ব ও উন্নয়ন ব্যয়ের জন্য প্রয়োজনীয় সম্পদ সংগ্রহ করে। এই আয়ের উৎস প্রধানত দুটি ভাগে বিভক্ত: কর রাজস্ব এবং কর বহির্ভূত রাজস্ব, যার মধ্যে কর রাজস্ব সরকারের প্রধান রাজস্ব উৎস।
কর রাজস্বের প্রধান উৎস:
আয় ও মুনাফা কর
আমদানি শুল্ক
মূল্য সংযোজন কর (ভ্যাট)
আবগারি শুল্ক
সম্পূরক শুল্ক
যানবাহন কর
ভূমি রাজস্ব
0
Updated: 1 month ago
কত সালে দেশের প্রথম অর্থনৈতিক শুমারি অনুষ্ঠিত হয়েছে?
Created: 1 month ago
A
১৯৭৪ সালে
B
১৯৭৭ সালে
C
১৯৮২ সালে
D
১৯৮৬ সালে
বাংলাদেশে স্বাধীনতা অর্জনের পর বিবিএস-এর সেন্সাস উইং দশকভিত্তিক তিনটি শুমারি পরিচালনার দায়িত্বে থাকে: জনশুমারি ও গৃহগণনা, কৃষি শুমারি, এবং অর্থনৈতিক শুমারি। দেশটিতে প্রথম জনশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হয় ১৯৭৪ সালে, প্রথম কৃষি শুমারি ১৯৭৭ সালে, এবং প্রথম অর্থনৈতিক শুমারি পরিচালিত হয় ১৯৮৬ সালে।
প্রথম অর্থনৈতিক শুমারির শিরোনাম ছিল ‘Census on Non-Farm Economic Activities and Disabled Persons’। এটি ১৯৮৬ সালের ২৭-২৯ ডিসেম্বর দেশে ব্যাপকভাবে পরিচালিত হয়। শুমারির আওতায় ছিল সকল প্রতিষ্ঠান এবং খানা যারা অর্থনৈতিক কর্মকাণ্ডে নিযুক্ত, তবে কৃষি খানা এতে অন্তর্ভুক্ত করা হয়নি।
এরপরের অর্থনৈতিক শুমারি অনুষ্ঠিত হয়:
২য় শুমারি: ২০০১ (শহর) এবং ২০০৩ (পল্লী)
৩য় শুমারি: ২০১৩
৪র্থ শুমারি: ২০২৪
অর্থনৈতিক শুমারি হলো নির্দিষ্ট সময়ে সুনির্ধারিত অর্থনৈতিক বৈশিষ্ট্যের ভিত্তিতে একটি নির্দিষ্ট সমগ্রকের সকল অর্থনৈতিক ইউনিটের পূর্ণাঙ্গ গণনা পদ্ধতি। এর মূল লক্ষ্য হলো দেশের অর্থনীতিতে সময়ের বিবর্তনের সাথে যে কাঠামোগত পরিবর্তন ঘটে, তার সম্যক ধারণা লাভ করা। অর্থনৈতিক শুমারির মাধ্যমে কৃষি বহির্ভূত অর্থনৈতিক কর্মকাণ্ডের তথ্য সংগ্রহ করা হয়। পরিসংখ্যান আইন ২০১৩ অনুযায়ী, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এই শুমারি সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করে থাকে।
0
Updated: 1 month ago
কৃষি পরিসংখ্যান বর্ষ গ্রন্থ ২০২৪ অনুযায়ী, আলু উৎপাদনে শীর্ষ জেলা-
Created: 1 month ago
A
মুন্সিগঞ্জ
B
রংপুর
C
নীলফামারী
D
ফরিদপুর
0
Updated: 1 month ago
জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন কে?
Created: 1 month ago
A
দ্যাগ হ্যামারশোল্ড
B
পল-হেনরি স্পাক
C
ট্রিগভেলী
D
লেস্টার বি. পিয়ারসন
জাতিসংঘ সাধারণ পরিষদ (UN General Assembly)
প্রকৃতি: জাতিসংঘের প্রধান অঙ্গ সংস্থা
সদস্য সংখ্যা: ১৯৩টি দেশ
আইনগত ভিত্তি: জাতিসংঘ সনদের চতুর্থ অধ্যায় (ধারা ৯–২২)
অধিবেশন: বার্ষিক সাধারণ অধিবেশন, সাধারণত সেপ্টেম্বর মাসে নিউইয়র্কে অনুষ্ঠিত হয়
প্রথম অধিবেশন:
তারিখ: ১০ জানুয়ারি, ১৯৪৬
স্থান: লন্ডন
প্রতিনিধি: ৫১টি দেশ
সভাপতি: বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী পল-হেনরি স্পাক
0
Updated: 1 month ago