রপ্তানি উন্নয়ন ব্যুরো কোন মন্ত্রণালয়ের আওতাভুক্ত?
A
বাণিজ্য মন্ত্রণালয়
B
অর্থ মন্ত্রণালয়
C
শিল্প মন্ত্রণালয়
D
পররাষ্ট্র মন্ত্রণালয়
উত্তরের বিবরণ
স্বাধীনতা উত্তর বাংলাদেশের ১৯৭২ সালে বাণিজ্য মন্ত্রণালয় গঠিত হয় এবং দেশের বাণিজ্য নীতি ও রপ্তানি-আমদানি কার্যক্রম সমন্বয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
-
বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাভুক্ত সংস্থাসমূহ:
-
রপ্তানি উন্নয়ন ব্যুরো (EPB)
-
বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন
-
আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর
-
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
-
যৌথমূলধন কোম্পানী ও ফার্ম সমূহের নিবন্ধকের কার্যালয়
-
বাংলাদেশ চা বোর্ড
-
ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (TCB)
-
বাংলাদেশ ট্যারিফ কমিশন ইত্যাদি
-

0
Updated: 1 day ago
বর্তমানে দেশে পরিবেশবান্ধব কারখানা কয়টি?[আগস্ট, ২০২৫]
Created: 1 week ago
A
২৫৫টি
B
২৬০টি
C
২৪৮টি
D
২৪০টি
পরিবেশবান্ধব কারখানা হলো এমন কারখানা যা পরিবেশের ওপর প্রভাব কমিয়ে টেকসই ও সবুজ প্রযুক্তি ব্যবহার করে পরিচালিত হয়।
সংক্রান্ত তথ্য:
-
যুক্তরাষ্ট্রের US Green Building Council থেকে সম্প্রতি নতুন চারটি কারখানা পরিবেশবান্ধব সনদ পেয়েছে।
-
দেশের মোট পরিবেশবান্ধব কারখানার সংখ্যা এখন ২৪৮টি।
-
এর মধ্যে:
-
১০৫টি কারখানা প্লাটিনাম সনদপ্রাপ্ত
-
১২৯টি কারখানা গোল্ড সনদপ্রাপ্ত
-
১০টি কারখানা সিলভার সনদপ্রাপ্ত
-
৪টি কারখানা সার্টিফায়েড সনদপ্রাপ্ত
-
-
বিশ্বের শীর্ষ ১০০টি পরিবেশবান্ধব কারখানার মধ্যে ৬৮টি কারখানা বর্তমানে বাংলাদেশে অবস্থিত।

0
Updated: 1 day ago
বাংলাদেশের সংবিধানে প্রথম সংশোধনীর মাধ্যমে নতুন কোন অনুচ্ছেদ সংযোজন করা হয়?
Created: 1 week ago
A
৪৭ক
B
৪৮ক
C
৫১ক
D
৫৩ক
বাংলাদেশের সংবিধান: প্রথম সংশোধনী (১৯৭৩)
-
প্রবর্তন: ১৯৭৩ সালের ১৫ জুলাই, সংবিধান (প্রথম সংশোধনী) আইন, ১৯৭৩।
-
মূল উদ্দেশ্য: যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে বিচার ও শাস্তি নিশ্চিত করা।
-
সংশোধনের বিষয়বস্তু:
-
সংবিধানের ৪৭ অনুচ্ছেদে অতিরিক্ত একটি দফা সংযোজন।
-
সংযোজনের মাধ্যমে বলা হয়েছে যে, গণহত্যা, মানবতার বিরুদ্ধে অপরাধ, যুদ্ধাপরাধ এবং আন্তর্জাতিক আইনে অন্যান্য অপরাধের জন্য যে কোনো ব্যক্তিকে বিচার ও শাস্তি দেওয়া যাবে।
-
৪৭ক অনুচ্ছেদ সংযুক্ত করা হয়েছে, যাতে স্পষ্টভাবে বলা হয়েছে যে, এই অপরাধসমূহের ক্ষেত্রে নির্দিষ্ট মৌলিক অধিকার প্রযোজ্য হবে না।
-

0
Updated: 1 week ago
অধ্যাপক হল্যান্ডের মতে নিচের কোনটি আইনের উৎস নয়?
Created: 3 weeks ago
A
প্রথা
B
ধর্ম
C
জনমত
D
বিচারকের রায়
-
অধ্যাপক হল্যান্ড আইনের ৬টি উৎস উল্লেখ করেছেন।
-
তিনি জনমতকে সরাসরি আইনের উৎস হিসেবে অন্তর্ভুক্ত করেননি।
অধ্যাপক হল্যান্ডের মতে আইনের উৎসগুলো হলো:
১. প্রথা
২. ধর্ম
৩. বিচারকের রায়
৪. ন্যায়বিচার
৫. বিজ্ঞানসম্মত আলোচনা
৬. আইনসভা
ওপেনহাইমের মতে আইনের উৎস ৭টি:
১. প্রথা
২. ধর্ম
৩. বিচারকের রায়
৪. ন্যায়বিচার
৫. বিজ্ঞানসম্মত আলোচনা
৬. আইনসভা
৭. জনমত
উৎস: পৌরনীতি ও সুশাসন ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।

0
Updated: 3 weeks ago