দেশে প্রতিবন্ধী ভাতা চালু হয় কোন অর্থবছর থেকে?
A
২০০৬-২০০৭ অর্থবছর
B
২০০৪-২০০৫ অর্থবছর
C
২০০৫-২০০৬ অর্থবছর
D
২০০৮-২০০৯ অর্থবছর
উত্তরের বিবরণ
বাংলাদেশে প্রতিবন্ধী ভাতা কর্মসূচি ও সংক্রান্ত আইন প্রণয়ন দেশের প্রতিবন্ধী জনগোষ্ঠীর অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে গৃহীত গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
-
অসচ্ছল প্রতিবন্ধী ভাতা চালু হয় ২০০৫-২০০৬ অর্থবছরে
-
বর্তমান সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের সমঅধিকার ও সমমর্যাদা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ
-
বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ আইন ২০০১ প্রণয়ন করা হয়
-
পরবর্তীতে এই আইন বাতিল করে ‘প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩’ প্রবর্তন করা হয়
উল্লেখ্য:
-
১৯৯৭-৯৮ অর্থবছরে অনগ্রসর মানুষের কল্যাণ ও উন্নয়নের জন্য বয়স্ক ভাতা চালু হয়
-
১৯৯৮-৯৯ অর্থবছরে বিধবা ও স্বামী নিগৃহীত মহিলা ভাতা চালু করা হয়

0
Updated: 1 day ago
’শিখা চিরন্তন’ কোথায় অবস্থিত?
Created: 1 week ago
A
ঢাকা সেনানিবাস
B
বঙ্গভবন
C
সোহরাওয়ার্দী উদ্যানে
D
গণভবন
শিখা চিরন্তন
-
প্রতিষ্ঠা: ১৯৯৭ সালের ২৬শে মার্চ
-
অবস্থান: ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে
-
উদ্দেশ্য: মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহিদদের অমর স্মৃতি চিরজাগ্রত রাখা
-
ঐতিহাসিক প্রেক্ষাপট:
-
১৯৭১ সালের ৭ই মার্চ শেখ মুজিবুর রহমান এখানে স্বাধীনতা সংগ্রামের ডাক দিয়েছিলেন
-
১৬ই ডিসেম্বর পাকিস্তানি দখলদার বাহিনী আত্মসমর্পণ করেছিল সোহরাওয়ার্দী উদ্যানে
-
-
উল্লেখযোগ্যতা: বাংলাদেশের স্বাধীনতার রজতজয়ন্তী উপলক্ষে স্থাপিত

0
Updated: 1 week ago
মোস্ট-ফেভারড-নেশন (MFN) নীতি কোন সংস্থার সাথে সংশ্লিষ্ট?
Created: 2 weeks ago
A
জাতিসংঘ
B
বিশ্ব বাণিজ্য সংস্থা
C
আন্তর্জাতিক মুদ্রা তহবিল
D
বিশ্ব ব্যাংক
মোস্ট-ফেভারড-নেশন (Most-Favored-Nation, MFN) নীতি মূলত বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO)-র সঙ্গে সম্পর্কিত।
-
নীতির মূল বক্তব্য: কোনো দেশ তার বাণিজ্যিক অংশীদারদের সঙ্গে বৈষম্যহীন আচরণ করবে। অর্থাৎ, একটি দেশকে যে সুবিধা দেওয়া হবে, অন্য সব দেশকেও সেই একই সুবিধা দিতে হবে।
-
WTO-এর অধীনে, MFN নীতি সদস্য দেশগুলোর মধ্যে বৈষম্যহীন বাণিজ্য নিশ্চিত করে।
বিস্তারিত দিক:
-
নীতি বিভিন্ন রাষ্ট্রসমূহের মধ্যে সমতা স্থাপন করে।
-
চুক্তিভূক্ত কোনো দেশকে বিশেষ সুবিধা প্রদান করা হয় না।
-
চুক্তিভূক্ত দেশের সামগ্রীকে একই পর্যায়ে বিবেচনা করা হয়।
-
এর মাধ্যমে বাণিজ্যিক বৈষম্য কমানো এবং আন্তর্জাতিক বাণিজ্যের সমতা প্রতিষ্ঠিত হয়।
-
প্রাথমিকভাবে, MFN নীতি GATT (General Agreement on Tariffs and Trade) চুক্তির অধীনে কার্যকর ছিল, পরে এটি WTO-এর আওতায় চলে আসে।

0
Updated: 2 weeks ago
কোন জেলায় কাগমারী সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল?
Created: 1 week ago
A
ময়মনসিংহ
B
ঢাকা
C
কুষ্টিয়া
D
টাঙ্গাইল
কাগমারী সম্মেলন হলো পূর্ব বাংলার (বর্তমান বাংলাদেশের) ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সাংস্কৃতিক সম্মেলন, যা টাঙ্গাইল জেলার সন্তোষে অনুষ্ঠিত হয়।
-
সময় ও স্থান: ১৯৫৭ সালের ফেব্রুয়ারি, টাঙ্গাইল জেলার সন্তোষে।
-
আহ্বায়ক: মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
-
প্রধান অতিথি: হোসেন শহীদ সোহরাওয়ার্দী
-
উল্লেখযোগ্য দিক: কাগমারী সম্মেলন পূর্ব বাংলার প্রথম আন্তর্জাতিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সম্মেলনে রূপান্তরিত হয়।
-
ফলাফল: সম্মেলনের কয়েক মাসের মধ্যে মাওলানা ভাসানীর নেতৃত্বে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) প্রতিষ্ঠিত হয়, যা তখনকার আওয়ামী লীগ থেকে পৃথক হয়ে আসে।

0
Updated: 1 day ago