কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪ অনুযায়ী, মিঠা পানিতে মৎস্য উৎপাদনে শীর্ষ বিভাগ-
A
ঢাকা
B
চট্টগ্রাম
C
ময়মনসিংহ
D
রংপুর
উত্তরের বিবরণ
মিঠা পানিতে মৎস্য উৎপাদনে বাংলাদেশের শীর্ষবিভাগ ও জেলা নির্ধারিত, যা দেশীয় মৎস্য খাতের প্রধান কেন্দ্র হিসেবে বিবেচিত।
-
মিঠা পানিতে মৎস্য উৎপাদনে শীর্ষবিভাগ: চট্টগ্রাম
-
মিঠা পানিতে মৎস্য উৎপাদনে শীর্ষ জেলা: ময়মনসিংহ
-
মিঠা পানিতে মৎস্য উৎপাদনে দ্বিতীয় শীর্ষবিভাগ: খুলনা
-
মিঠা পানিতে মৎস্য উৎপাদনে দ্বিতীয় শীর্ষ জেলা: কুমিল্লা
0
Updated: 1 month ago
সর্বশেষ কৃষি শুমারি কোন সালে অনুষ্ঠিত হয়? (সেপ্টেম্বর-২০২৫)
Created: 2 months ago
A
২০১৯ সালে
B
২০১৭ সালে
C
২০২১ সালে
D
২০১৮ সালে
কৃষি শুমারি
-
স্বাধীনতার পর প্রথম কৃষি শুমারি: ১৯৭৭ সালে
-
স্বাধীনতার পূর্বে (তৎকালীন পূর্ব পাকিস্তান): ১৯৬০ সালে সর্বপ্রথম অনুষ্ঠিত
-
কৃষি শুমারিতে অন্তর্ভুক্ত বিষয়: ৩ টি — শস্য, মৎস্য ও প্রাণিসম্পদ
-
মোট কৃষি শুমারি বাংলাদেশে: ৬ টি
-
সর্বশেষ কৃষি শুমারি: ২০১৯ সালে
-
স্লোগান: "কৃষি শুমারি সফল করি সমৃদ্ধ বাংলাদেশ গড়ি"
-
পরিচালনা: পরিসংখ্যান ব্যুরো, বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার গাইডলাইন অনুসারে
উৎস: কৃষি মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং বিবিএস
0
Updated: 2 months ago
বাংলাদেশের সংবিধানের মোট অনুচ্ছেদ সংখ্যা কত?
Created: 1 month ago
A
১০৩টি
B
১৩৩টি
C
১৪৩টি
D
১৫৩টি
বাংলাদেশের সংবিধান সংক্ষেপে:
-
গৃহীত: ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে।
-
কার্যকর: ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর, বিজয় দিবস থেকে।
-
গঠন: সংবিধানে ১১টি ভাগ এবং মোট ১৫৩টি অনুচ্ছেদ রয়েছে।
-
পরিবর্তন: ৫০ বছরে সংবিধান ১৭ বার সংশোধিত হয়েছে (২০২৫ সালের আগস্ট পর্যন্ত)।
-
প্রথম সংশোধনী: ১৯৭৩ সালের ১৫ জুলাই পাস হয়, মূল উদ্দেশ্য যুদ্ধাপরাধের বিচার নিশ্চিত করা।
0
Updated: 1 month ago
ভাষা শহিদ আবুল বরকত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের ছাত্র ছিলেন?
Created: 2 months ago
A
রাষ্ট্রবিজ্ঞান
B
বাংলা
C
অর্থনীতি
D
ইতিহাস
শহীদ আবুল বরকত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এম.এ. ক্লাসের ছাত্র।
-
তিনি ১৯২৭ সালের ১৩ জুন (মতান্তরে ১৬ জুন) মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার বাবলা গ্রামে জন্মগ্রহণ করেন।
-
ভারত বিভাগের পর ১৯৪৮ সালে ঢাকায় আসেন।
-
১৯৫১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক (সম্মান) ডিগ্রি লাভ করেন এবং এম.এ. শেষ পর্বে ভর্তি হন।
-
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলাকে পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকা মেডিক্যাল কলেজ হোস্টেল প্রাঙ্গণে বিক্ষোভরত ছাত্র-জনতার উপর পুলিশের গুলিবর্ষণে তিনি গুলিবিদ্ধ হন।
-
এই ঘটনায় তিনি মৃত্যুবরণ করেন এবং ভাষা আন্দোলনের এক গুরুত্বপূর্ণ শহীদ হিসেবে স্মরণীয় হয়ে থাকেন।
সূত্র:
0
Updated: 2 months ago