বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে অপ্রচলিত বাজারে শীর্ষে কোন দেশ? [আগস্ট, ২০২৫]
A
কানাডা
B
নরওয়ে
C
জাপান
D
অস্ট্রেলিয়া
উত্তরের বিবরণ
বাংলাদেশের তৈরি পোশাক শিল্প রপ্তানিতে অপ্রচলিত বাজারগুলোর মধ্যে জাপান শীর্ষে অবস্থান করছে এবং সম্প্রতি উল্লেখযোগ্য প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে।
-
শীর্ষ অপ্রচলিত বাজার: জাপান
-
চলতি অর্থবছরের মে পর্যন্ত ১১ মাসে জাপানে রপ্তানি আয়: ১১২ কোটি ডলার, যা গত বছরের একই সময়ের চেয়ে ১০.৩২% বেশি
-
দ্বিতীয় অবস্থান অপ্রচলিত বাজারে: অস্ট্রেলিয়া
-
তৃতীয় অবস্থান অপ্রচলিত বাজারে: রাশিয়া
0
Updated: 1 month ago
'ভিজিএফ' কোন মন্ত্রণালয়ের অধীন একটি ত্রাণ কর্মসূচি?
Created: 1 month ago
A
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
B
খাদ্য মন্ত্রণালয়
C
সমাজকল্যাণ মন্ত্রণালয়
D
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়
ভিজিএফ (VGF) হলো দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন একটি ত্রাণ ও মানবিক সহায়তা কর্মসূচি, যা দরিদ্র ও দুর্বল জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে পরিচালিত হয়।
VGF এর পূর্ণরূপ: Vulnerable Group Feeding
কর্মসূচির বাস্তবায়ন:
-
দুর্যোগকালীন, দুর্যোগ পরবর্তী ও কৃষি ক্ষেত্রে কর্মহীন সময়ের মানবিক সহায়তা প্রদান।
-
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মাধ্যমে দেশব্যাপী খাদ্য সহায়তা কার্যক্রম বাস্তবায়ন।
উদ্দেশ্য:
-
দরিদ্র ও দুঃস্থ জনগণের দুর্যোগ ঝুঁকি প্রশমন এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা।
-
শিশু ও পীড়িত জনগণের রোগ প্রতিরোধে সহায়তা।
-
মন্দার সময়ে কর্মহীন জনগণের মধ্যে খাদ্য সরবরাহ করা।
-
উপকারভোগীদের সাময়িক সহায়তার মাধ্যমে দারিদ্র্য হ্রাস এবং বিশেষ করে অতি দরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখা।
উপকারভোগী:
-
ভূমিহীন ব্যক্তি, যাদের বসতভিটা ব্যতীত অন্য কোনো জমি নেই।
-
দরিদ্র ও অতি দরিদ্র পরিবার, যারা দৈনন্দিন দুই বেলা খাবার নিশ্চিত করতে অক্ষম।
-
প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার, যারা তীব্র খাদ্য ও অর্থ সংকটে রয়েছে।
-
বেকারত্বের কারণে খাদ্যসংকটের শিকার পরিবার।
-
বিশেষ পেশায় নিয়োজিত অতি দরিদ্র ব্যক্তি/পরিবার, যাদের জনস্বার্থে পেশা থেকে অব্যাহতি দেওয়া প্রয়োজন।
-
প্রাথমিক বিদ্যালয়গামী শিশুরা, যারা অপুষ্টিতে ভুগছে।
0
Updated: 1 month ago
বাংলাদেশের হস্তলিখিত মূল সংবিধানের লেখক কে ছিলেন?
Created: 1 month ago
A
শিল্পাচার্য জয়নুল আবেদীন
B
ড. কামাল হোসেন
C
ড. আনিসুজ্জামান
D
আব্দুর রউফ
বাংলাদেশের সংবিধান রাষ্ট্রের সর্বোচ্চ আইন হিসেবে স্বীকৃত। এটি ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর থেকে কার্যকর হয় এবং স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো ও শাসন ব্যবস্থার ভিত্তি স্থাপন করে। বাংলাদেশের প্রথম সংবিধানটি বিশেষ বৈশিষ্ট্যমণ্ডিত ছিল, কারণ এটি হাতে লিখে গ্রন্থাকারে প্রকাশ করা হয়েছিল।
-
১৯৭২ সালের ১৬ ডিসেম্বর থেকে বাংলাদেশের সংবিধান কার্যকর হয়।
-
প্রথম সংবিধানটি হাতে লিখে প্রকাশিত হয়েছিল।
-
হস্তলিখিত সংবিধানের মূল লেখক ছিলেন এ. কে. এম আব্দুর রউফ।
-
সংবিধানের প্রচ্ছদে শীতলপাটির উপর লেখা হয়েছিল "গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান"।
-
সংবিধানের অঙ্গসজ্জা কার্যক্রমের প্রধান তত্ত্বাবধায়ক ছিলেন শিল্পাচার্য জয়নুল আবেদিন।
-
সংবিধান প্রণয়নের মাধ্যমে বাংলাদেশ একটি সার্বভৌম, গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে তার আইনি কাঠামোকে আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত করে।
0
Updated: 1 month ago
ফিফার সর্বশেষ র্যাঙ্কিংয়ে বাংলাদেশ নারী ফুটবল দলের অবস্থান কততম? [আগস্ট, ২০২৫]
Created: 2 months ago
A
১০০তম
B
১০২তম
C
১০৪তম
D
১০৭তম
ফিফা র্যাঙ্কিং (নারী ফুটবল)
-
নারী ফুটবলে ফিফার সর্বশেষ হালনাগাদ র্যাঙ্কিংয়ে বাংলাদেশ ২৪ ধাপ এগিয়েছে।
-
১১৭৯.৮৭ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ ১০৪তম স্থানে অবস্থান করছে।
-
বাংলাদেশের মেয়েদের রেটিং পয়েন্ট বেড়েছে +৮০.৫১।
-
ফিফা জানিয়েছে, এবারের হালনাগাদ র্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি এগোনো দল বাংলাদেশ এবং সর্বাধিক পয়েন্ট (+৮০.৫১) অর্জন করেছে বাংলাদেশ দল।
উল্লেখযোগ্য:
-
গত জুনে মিয়ানমার সফরে যাওয়ার সময় ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ ছিল ১২৮তম।
-
এরপর ২৯ জুন বাহরাইনকে হারায় (৩৬ ধাপ এগিয়ে থাকা) এবং ২ জুলাই মিয়ানমারকে হারায় (৭৩ ধাপ এগিয়ে থাকা)।
-
প্রথমবারের মতো ইতিহাস গড়ে এশিয়ান কাপের মূল পর্বে নাম লেখায় পিটার বাটলারের দল।
-
এগিয়ে থাকা এই দুই দলের সঙ্গে জেতায় র্যাঙ্কিংয়ে এমন উন্নতি হয়েছে বাংলাদেশের।
তথ্যসূত্র: পত্রিকা প্রতিবেদন [Link]
0
Updated: 2 months ago