বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে অপ্রচলিত বাজারে শীর্ষে কোন দেশ? [আগস্ট, ২০২৫]
A
কানাডা
B
নরওয়ে
C
জাপান
D
অস্ট্রেলিয়া
উত্তরের বিবরণ
বাংলাদেশের তৈরি পোশাক শিল্প রপ্তানিতে অপ্রচলিত বাজারগুলোর মধ্যে জাপান শীর্ষে অবস্থান করছে এবং সম্প্রতি উল্লেখযোগ্য প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে।
-
শীর্ষ অপ্রচলিত বাজার: জাপান
-
চলতি অর্থবছরের মে পর্যন্ত ১১ মাসে জাপানে রপ্তানি আয়: ১১২ কোটি ডলার, যা গত বছরের একই সময়ের চেয়ে ১০.৩২% বেশি
-
দ্বিতীয় অবস্থান অপ্রচলিত বাজারে: অস্ট্রেলিয়া
-
তৃতীয় অবস্থান অপ্রচলিত বাজারে: রাশিয়া

0
Updated: 1 day ago
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুযায়ী, দেশের দ্রুত বর্ধনশীল খাত-
Created: 1 day ago
A
সেবা খাত
B
শিল্প খাত
C
কৃষি খাত
D
পর্যটন খাত
বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুযায়ী দেশের জিডিপি গঠনে বিভিন্ন খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং এগুলোর অবদান ও প্রবৃদ্ধির ধরণ ভিন্ন ভিন্ন।
-
উৎপাদন ভিত্তিতে ৩টি বৃহৎ খাত রয়েছে
-
সার্বিকভাবে মোট ১৯টি খাত বিদ্যমান
-
বাংলাদেশের দ্রুত বর্ধনশীল খাত হলো শিল্পখাত
অন্যদিকে,
-
জিডিপিতে সর্ববৃহৎ অবদান রাখছে সেবা খাত
-
সবচেয়ে ছোট খাত হলো কৃষি খাত
-
তবে কর্মসংস্থানের ক্ষেত্রে বৃহত্তম খাত কৃষি খাত

0
Updated: 1 day ago
পাক-বাহিনীর আত্মসমর্পণে অস্থায়ী সরকারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কে?
Created: 1 week ago
A
এম. এ. জি. ওসমানী
B
এ .কে. খন্দকার
C
কর্নেল আবু তাহের
D
ব্রিগেডিয়ার মীর শওকত আলী
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ইতিহাসে ১৬ ডিসেম্বর একটি ইতিহাসচিহ্নিত দিন, যখন পাকিস্তানি বাহিনী আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে এবং বাংলাদেশ স্বাধীনতার পথে নিশ্চিত অগ্রগতি অর্জন করে।
-
সময়: ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর।
-
স্থান: ঢাকার রেসকোর্স ময়দান (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান)।
-
পাকিস্তান ইস্টার্ন কমান্ডের প্রধান লে. জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজী আত্মসমর্পণ করেন।
-
আত্মসমর্পণকালে পাকিস্তানি বাহিনী ৯৩ হাজার সৈন্য ও অস্ত্র-শস্ত্রসহ ভারতীয় ইস্টার্ন কমান্ডের প্রধান লে. জেনারেল জগজিৎ সিং অরোরার নিকট সমর্পিত হয়।
-
নিয়াজী পাকিস্তান সরকার ও সেনাবাহিনীর পক্ষ থেকে যৌথ কমান্ডের কাছে আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করেন।
-
বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন গ্রুপ ক্যাপ্টেন এ. কে. খন্দকার।

0
Updated: 15 hours ago
বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
Created: 3 weeks ago
A
ঢাকা
B
ফরিদপুর
C
গাজীপুর
D
চাঁদপুর
বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (BTRI)
-
অবস্থান: ঢাকা, মানিক মিয়া এভিনিউ, শেরে বাংলা নগর।
-
প্রতিষ্ঠা:
-
১৯৫১ সালে পাট উন্নয়ন গবেষণার জন্য প্রতিষ্ঠিত।
-
স্বাধীনতার পর ১৯৭৪ সালে আইনসঙ্গতভাবে (Act) পুনঃপ্রতিষ্ঠা।
-
-
উদ্দেশ্য ও কার্যক্রম:
-
পাট ও পাটজাত আঁশ ফসলের কৃষি গবেষণা।
-
কারিগরি গবেষণা।
-
পাট থেকে টেক্সটাইল পণ্য উদ্ভাবন সংক্রান্ত গবেষণা।
-
-
ঐতিহাসিক পটভূমি:
-
১৯০৪ সালে স্যার আর.এস. ফিনলো নেতৃত্বে ঢাকায় প্রথম পাট গবেষণা শুরু।
-
-
গবেষণা কেন্দ্রসমূহ:
-
কেন্দ্রীয় কেন্দ্র: মানিকগঞ্জে পাটের কেন্দ্রীয় কৃষি পরীক্ষণ স্টেশন।
-
আঞ্চলিক কেন্দ্র: রংপুর, ফরিদপুর, কিশোরগঞ্জ, চান্দিনা (কুমিল্লা)।
-
উপকেন্দ্র: তারাবো (নারায়ণগঞ্জ), মনিরামপুর (যশোর), কলাপাড়া (পটুয়াখালী)।
-
বীজ উৎপাদন ও গবেষণা কেন্দ্র: নশিপুর (দিনাজপুর)।
-
উৎস: বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট ওয়েবসাইট

0
Updated: 3 weeks ago