২০২৫-২০২৬ অর্থবছরের বাজেট অনুযায়ী, মহিলা বা ৬৫ তদূর্ধ্ব ব্যক্তির জন্য বার্ষিক করমুক্ত আয়সীমা কত?
A
৩,৫০,০০০ টাকা
B
৫,০০,০০০ টাকা
C
৪,০০,০০০ টাকা
D
৪,৭৫,০০০ টাকা
উত্তরের বিবরণ
বাংলাদেশে করমুক্ত আয় সীমা বিভিন্ন শ্রেণির ব্যক্তির জন্য নির্ধারিত, যা তাদের আয়কর দায়বদ্ধতা কমাতে সহায়তা করে।
-
সাধারণ ব্যক্তির করমুক্ত আয় সীমা: ৩৫০,০০০ টাকা
-
নারী ও ৬৫ বছর বা তদূর্ধ্ব ব্যক্তির করমুক্ত আয় সীমা: ৪,০০,০০০ টাকা
-
প্রতিবন্ধী ব্যক্তির করমুক্ত আয় সীমা: ৪৭৫,০০০ টাকা
-
গেজেটভুক্ত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধার করমুক্ত আয় সীমা: ৫০০,০০০ টাকা
-
তৃতীয় লিঙ্গের ব্যক্তির করমুক্ত আয় সীমা: ৪৭৫,০০০ টাকা
উল্লেখ্য, ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থবছরে নারী এবং ৬৫ বছর বা তদূর্ধ্ব ব্যক্তির করমুক্ত আয় সীমা বৃদ্ধি পেয়ে হবে ৪,২৫,০০০ টাকা।

0
Updated: 1 day ago
সবচেয়ে দীর্ঘ আন্তর্জাতিক স্থল সীমান্ত রয়েছে কোন দুই দেশের মধ্যে?
Created: 3 weeks ago
A
ভারত ও চীন
B
যুক্তরাষ্ট্র ও কানাডা
C
রাশিয়া ও যুক্তরাষ্ট্র
D
বাংলাদেশ ও ভারত
কানাডা-যুক্তরাষ্ট্র সীমান্ত
-
কানাডা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ।
-
কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিশ্বের সবচেয়ে দীর্ঘ আন্তর্জাতিক স্থলসীমান্ত রয়েছে।
-
সীমান্তের একটি অংশ হলো যুক্তরাষ্ট্রের মূলভূখণ্ডের সঙ্গে কানাডার সীমান্ত,
এবং অপর অংশ হলো আলাস্কার সঙ্গে উত্তর কানাডার সীমান্ত। -
এই যৌথ সীমান্ত বরাবর কানাডার ৮টি প্রদেশ (Provinces) এবং যুক্তরাষ্ট্রের ১৩টি অঙ্গরাজ্য (States) অবস্থিত।
-
কানাডা-যুক্তরাষ্ট্র স্থলসীমান্তের মোট দৈর্ঘ্য ৮,৮৯৩ কিলোমিটার।
-
সেন্ট লরেন্স নদী ও গ্রেট লেকস দুই দেশের মধ্যে সীমান্তের একটি গুরুত্বপূর্ণ অংশ গঠন করেছে।
উৎস: World Atlas

0
Updated: 3 weeks ago
'শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা' হলো বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনার -
Created: 1 week ago
A
নীতি
B
বিধি
C
ঘোষণা
D
অঙ্গীকার
বাংলাদেশের সংবিধান রাষ্ট্র পরিচালনার সর্বোচ্চ আইন, যেখানে রাষ্ট্রের কাঠামো, মূলনীতি, নাগরিক অধিকার ও দায়িত্ব নির্ধারণ করা হয়েছে। এটি বাংলাদেশের স্বাধীনতা-পরবর্তী রাজনৈতিক ও সামাজিক বাস্তবতার প্রতিফলন।
প্রধান তথ্যগুলো হলো:
-
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে মোট ১৫৩টি অনুচ্ছেদ রয়েছে।
-
সংবিধান বিভক্ত হয়েছে ১১টি ভাগ বা অধ্যায়ে।
-
এতে মোট ৭টি তফসিল রয়েছে।
-
৪টি মূলনীতি সংবিধানে স্থান পেয়েছে।
-
সংবিধান ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে গৃহীত হয় এবং ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর কার্যকর হয়।
অতিরিক্ত তথ্য:
-
বাংলাদেশের সংবিধানে রয়েছে ১টি প্রস্তাবনা।
-
প্রস্তাবনাটি আবার ৫টি ভাগে বিভক্ত:
-
১ম: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রতিষ্ঠা
-
২য়: মূলনীতি গ্রহণ (অঙ্গীকার)
-
৩য়: শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা (অঙ্গীকার)
-
৪র্থ: সংবিধানের প্রাধান্য অক্ষুন্ন রাখা (ঘোষণা)
-
৫ম: গণপরিষদে সংবিধান গৃহীত হওয়ার নিশ্চয়তা
-

0
Updated: 1 week ago
বাংলাদেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল কোথায় অবস্থিত?
Created: 3 weeks ago
A
সাভার, ঢাকা
B
মিরসরাই, চট্টগ্রাম
C
আড়াইহাজার, নারায়ণগঞ্জ
D
মাধবরাম, কুড়িগ্রাম
জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল (National Special Economic Zone – NSEZ)
-
অবস্থান: চট্টগ্রাম জেলার মিরসরাই ও সীতাকুন্ড উপজেলা এবং ফেনী জেলার সোনাগাজী উপজেলার উপকূলীয় এলাকা, বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেলের পাশে।
-
মোট আয়তন: প্রায় ১৩৭ বর্গকিলোমিটার (৩৩,৮০৫ একর)
-
৪১% (১৪,০০০ একর) – শিল্পকারখানা
-
৫৯% – খোলা জায়গা, বনায়ন, বন্দর সুবিধা, আবাসন, স্বাস্থ্য, প্রশিক্ষণ ও বিনোদন কেন্দ্র
-
-
গঠন: ৩টি ইকোনমিক জোন এবং মোট ১২টি পৃথক অঞ্চলে বিভক্ত
-
বেপজা অর্থনৈতিক অঞ্চল
-
পোশাক (বিজিএমইএ) শিল্পপার্ক
-
ভারতীয় অর্থনৈতিক অঞ্চল
-
এসবিজি (শিকদার, বসুন্ধরা ও গ্যাসমেন গ্রুপ) অর্থনৈতিক অঞ্চল ইত্যাদি
-
-
উদ্দেশ্য ও সম্ভাবনা:
-
পুরো অঞ্চল চালু হলে আগামী ১৫ বছরে প্রায় ১৫ লাখ লোকের কর্মসংস্থান
-
প্রতিবছর রপ্তানি আয় প্রায় ১,৫০০ কোটি ডলার
-
-
উদ্বোধন: ২০১৬ সালে মিরসরাই অর্থনৈতিক অঞ্চল নামে
উৎস: জাতীয় তথ্য বাতায়ন ও বেপজা ওয়েবসাইট

0
Updated: 3 weeks ago