নিচের কোনটি কর বহির্ভূত রাজস্ব?
A
রেলওয়ের আয়
B
ভূমি রাজস্ব
C
আয়কর
D
আমদানি শুল্ক
উত্তরের বিবরণ
বাংলাদেশ সরকারের আয় প্রধানত দুটি প্রধান উৎস থেকে সংগৃহীত হয়: কর রাজস্ব ও কর-বহির্ভূত রাজস্ব, যা সরকারের কার্যক্রম ও উন্নয়ন প্রকল্পের অর্থায়নে ব্যবহৃত হয়।
-
কর-বহির্ভূত রাজস্বের উৎস:
-
লভ্যাংশ ও মুনাফা
-
রেলওয়ে আয়, ডাক আয় ইত্যাদি
-
সরকারের অআর্থিক সম্পদ বিক্রয় থেকে প্রাপ্ত আয়
-
সুদ ও ভাড়া
-
বিপননযোগ্য প্রতিষ্ঠান কর্তৃক বিক্রয় থেকে প্রাপ্ত আয়
-
প্রশাসনিক ফি
-
জরিমানা
-
দণ্ড ও বাজেয়াপ্ত অর্থ
-
কুয়াসি-কর্পোরেশনের উদ্বৃত্ত আয়
-
-
কর রাজস্বের প্রধান উৎস:
-
ভূমি রাজস্ব
-
আয়কর
-
আমদানি শুল্ক
-
0
Updated: 1 month ago
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪ এর রিপোর্ট অনুযায়ী, চার ফসলি জমির পরিমাণ কত হেক্টর?
Created: 1 month ago
A
১৯,০০০ হেক্টর
B
২৩,০০০ হেক্টর
C
২৭,০০০ হেক্টর
D
৩১,০০০ হেক্টর
এই তথ্যগুলো কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ-২০২৪ (BBS) অনুযায়ী আদৌ করা হয়েছে; নিচের সংখ্যাগুলো সেই প্রতিবেদনের প্রতিলিপি — মূল তথ্য অপরিবর্তিত রাখা হয়েছে। (BBS Portal)
-
আবাদযোগ্য নয় এমন জমি: ৮৩,৫৮,০০০ একর।
-
মোট আবাদযোগ্য জমি: ৩,৯২,৯৬,০০০ একর (১,৫৯,০৩,০০০ হেক্টর)।
-
এক ফসলি জমি: ৫০,৪৯,০০০ একর (২০,৪৪,০০০ হেক্টর)।
-
দুই ফসলি জমি: ১,০১,৪০,০০০ একর (৪১,০৫,০০০ হেক্টর)।
-
তিন ফসলি জমি: ৪৫,৯৩,০০০ একর (১৮,৫৯,০০০ হেক্টর)।
-
চার ফসলি জমি: ৪৭,০০০ একর (১৯,০০০ হেক্টর)।
তথ্যসূত্র: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ-২০২৪ (Bangladesh Bureau of Statistics) এবং কৃষি মন্ত্রণালয়ের সামারি পাতা। (BBS Portal)
(আপনি চাইলে আমি এই সংখ্যাগুলো আরও সাম্প্রতিক প্রকাশনা বা অন্য উৎস দিয়ে যাচাই করে সংক্ষেপ-টীকা যোগ করতে পারি।)
0
Updated: 1 month ago
কত সালে বঙ্গভঙ্গ হয়?
Created: 2 months ago
A
১৯০৩ সালে
B
১৯০৫ সালে
C
১৯০৯ সালে
D
১৯১১ সালে
১৯০৫ সালে লর্ড কার্জন প্রশাসনিক কারণ দেখিয়ে বাংলাকে দুটি প্রদেশে বিভক্ত করেন, যা ইতিহাসে বঙ্গভঙ্গ নামে পরিচিত।
বঙ্গভঙ্গ:
-
১৯০৫ সালের ১৬ অক্টোবর ভারতের গভর্নর লর্ড কার্জন বাংলাকে ভাগ করেন। এই বিভাজনকে ইতিহাসে বঙ্গভঙ্গ বলা হয়।
-
বাংলার মুসলমানরা নবাব সলিমুল্লাহর নেতৃত্বে বঙ্গভঙ্গকে স্বাগত জানায়।
-
অন্যদিকে, হিন্দু সম্প্রদায়ের মধ্যে তীব্র বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়।
-
ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্বে হিন্দু সম্প্রদায় বঙ্গভঙ্গের বিরুদ্ধে সুদৃঢ় ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলে।
-
রাজা পঞ্চম জর্জ ভারত সফরে এসে দিল্লির দরবারে বঙ্গভঙ্গ রদ করার ঘোষণা দেন।
-
বঙ্গভঙ্গ রদের পর হিন্দু সম্প্রদায় খুশি, কিন্তু মুসলমান সম্প্রদায় মর্মাহত ও হতাশ হয়।
-
অবশেষে ১৯১১ সালে বঙ্গভঙ্গ রদ করা হয়।
সূত্র:
0
Updated: 2 months ago
মাতৃপ্রধান পরিবার ব্যবস্থার প্রচলন কোন জাতিসত্তায় রয়েছে?
Created: 1 month ago
A
চাকমা
B
মারমা
C
বম
D
গারো
গারো একটি আদিবাসী সম্প্রদায়, যারা ভারত ও বাংলাদেশের নির্দিষ্ট অঞ্চলে বসবাস করে। তাদের ভাষা, সংস্কৃতি ও সামাজিক প্রথা অনন্য বৈশিষ্ট্য বহন করে এবং মাতৃতান্ত্রিক সমাজব্যবস্থা এদের বড় বৈশিষ্ট্য।
প্রধান তথ্যগুলো হলো:
-
গারোরা মূলত ভারতের মেঘালয় রাজ্যের গারো পাহাড় এবং বাংলাদেশের বৃহত্তর ময়মনসিংহ জেলায় বসবাস করে।
-
ভাষাগতভাবে তারা বোডো-মঙ্গোলীয় ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত।
-
জাতিগত পরিচয়ের ক্ষেত্রে অনেক গারো নিজেদেরকে মান্দি বলে পরিচয় দেন।
-
তাদের সমাজে প্রচলিত পরিবার কাঠামো হলো মাতৃতান্ত্রিক, অর্থাৎ বংশ ও সম্পত্তির উত্তরাধিকার নারীর দিক থেকে নির্ধারিত হয়।
-
গারোদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সামাজিক উৎসবের নাম ওয়ানগালা, যা মূলত ধান কাটার পর কৃতজ্ঞতা প্রকাশের উৎসব।
-
এই উৎসব সাধারণত আশ্বিন মাসে পালিত হয় এবং সামর্থ্যানুযায়ী কোনো গ্রামে তিন দিন থেকে সাত দিন পর্যন্ত স্থায়ী হতে পারে।
-
তাদের আদি ধর্মের নাম সাংসারেক, যদিও বর্তমানে অনেক গারো খ্রিস্টধর্ম অনুসরণ করে।
0
Updated: 1 month ago