নিচের কোনটি কর বহির্ভূত রাজস্ব?
A
রেলওয়ের আয়
B
ভূমি রাজস্ব
C
আয়কর
D
আমদানি শুল্ক
উত্তরের বিবরণ
বাংলাদেশ সরকারের আয় প্রধানত দুটি প্রধান উৎস থেকে সংগৃহীত হয়: কর রাজস্ব ও কর-বহির্ভূত রাজস্ব, যা সরকারের কার্যক্রম ও উন্নয়ন প্রকল্পের অর্থায়নে ব্যবহৃত হয়।
-
কর-বহির্ভূত রাজস্বের উৎস:
-
লভ্যাংশ ও মুনাফা
-
রেলওয়ে আয়, ডাক আয় ইত্যাদি
-
সরকারের অআর্থিক সম্পদ বিক্রয় থেকে প্রাপ্ত আয়
-
সুদ ও ভাড়া
-
বিপননযোগ্য প্রতিষ্ঠান কর্তৃক বিক্রয় থেকে প্রাপ্ত আয়
-
প্রশাসনিক ফি
-
জরিমানা
-
দণ্ড ও বাজেয়াপ্ত অর্থ
-
কুয়াসি-কর্পোরেশনের উদ্বৃত্ত আয়
-
-
কর রাজস্বের প্রধান উৎস:
-
ভূমি রাজস্ব
-
আয়কর
-
আমদানি শুল্ক
-

0
Updated: 1 day ago
URL এর পূর্ণরূপ-
Created: 3 weeks ago
A
Uniform Resource Link
B
Universal Resource Link
C
Uniform Resource Locator
D
Unified Resource Locator
URL (Uniform Resource Locator)
-
পূর্ণরূপ: Uniform Resource Locator
-
সংজ্ঞা: কোনো ওয়েবসাইট বা ওয়েবপেজের পূর্ণাঙ্গ ঠিকানাকে URL বলে।
-
অংশসমূহ: একটি URL সাধারণত তিনটি প্রধান অংশে বিভক্ত—
১) প্রটোকল নাম (Protocol name): কোন প্রোটোকল ব্যবহার করে রিসোর্সে প্রবেশ করা হবে (যেমন:http
,https
,ftp
)।
২) হোস্টনেইম (Hostname): যে সার্ভারে ওয়েবসাইট হোস্ট করা আছে তার ডোমেইন নাম বা আইপি ঠিকানা।
৩) ফাইলের নাম/পাথ (File name/Path): সার্ভারের ভেতরে নির্দিষ্ট ফাইল বা রিসোর্সের অবস্থান।
উদাহরণ:http://www.google.com/maps
-
http:
→ প্রটোকল নাম -
www.google.com
→ হোস্টনেইম -
maps
→ ফাইলের নাম/পাথ
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

0
Updated: 3 weeks ago
বাংলাদেশ কোন দলের বিপক্ষে তার শততম টেস্ট খেলে?
Created: 1 week ago
A
ভারত
B
শ্রীলঙ্কা
C
কেনিয়া
D
কোনটি নয়
বাংলাদেশের টেস্ট ক্রিকেট সংক্রান্ত তথ্য:
-
টেস্ট মর্যাদা প্রাপ্তি: ১০ নভেম্বর ২০০০
-
প্রথম টেস্ট ম্যাচের অধিনায়ক: নাইমুর রহমান
-
শততম টেস্ট ম্যাচ: শ্রীলঙ্কার বিপক্ষে
-
প্রথম টেস্ট জয়: ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে, চট্টগ্রামে
-
প্রথম টেস্ট সেঞ্চুরি: আমিনুল ইসলাম বুলবুল
-
প্রথম হাজার রান সংগ্রাহক: হাবিবুল বাশার

0
Updated: 1 week ago
সংসদ-কক্ষের সামনের দিকের আসনগুলোকে কী বলা হয়?
Created: 1 week ago
A
মিডিয়া বেঞ্চ
B
সরকারি বেঞ্চ
C
পাবলিক বেঞ্চ
D
ট্রেজারি বেঞ্চ
ট্রেজারি বেঞ্চ হলো সংসদের সামনের সারির আসন, যেখানে সরকারি দলের মন্ত্রী ও নেতৃস্থানীয় ব্যক্তিগণ বসেন। এটি সংসদ কক্ষে স্পীকারের আসনের ডানদিকে অবস্থিত এবং সরকারি দলের গুরুত্বপূর্ণ সদস্যদের জন্য সংরক্ষিত।
-
সংসদ কক্ষের সামনের দিকের আসনগুলোকে ট্রেজারি বেঞ্চ বলা হয়।
-
সরকারি দলের মন্ত্রী ও নেতৃস্থানীয় ব্যক্তিগণ সামনের সারিতে বসেন।
-
ট্রেজারি বেঞ্চকে ফ্রন্ট বেঞ্চ হিসেবেও উল্লেখ করা হয়।
-
এর বিপরীত দিকে, সামনের সারিতে বসেন বিরোধী দলের নেতা, উপনেতা, হুইপ ও অন্যান্য নেতৃবৃন্দ।
-
সংসদে সরকারি ও বিরোধী দলের যে সদস্যরা পেছনের সারিতে বসেন, তাদের বলা হয় ব্যাকবেঞ্চার।
-
এই সদস্যগণ সরকারি দলের মন্ত্রী বা গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত নয় এবং বিরোধী দলের নেতৃস্থানীয়ও নয়।
-
তাই সংসদের আসন ব্যবস্থায় তাঁরা পেছনের সারিতে বসেন।
-

0
Updated: 1 day ago