বাংলাদেশে মূল্য সংযোজন কর চালু হয় কবে থেকে?
A
২ জুলাই, ১৯৯৫ সালে
B
১ জুলাই, ১৯৯১ সালে
C
৩০ জুন, ১৯৯৬ সালে
D
৫ মার্চ, ১৯৯৭ সালে
উত্তরের বিবরণ
মূল্য সংযোজন কর বা ভ্যাট হলো এমন এক ধরনের পরোক্ষ কর, যা কোনো পণ্য বা সেবার উৎপাদন ও বণ্টনের প্রতিটি ধাপে সংযোজিত মূল্যের ওপর আরোপ করা হয়।
-
এটি একটি পরোক্ষ কর, যা বাংলাদেশে চালু হয় ১ জুলাই ১৯৯১ সালে
-
সকল পণ্য ও সেবার ওপর ১৫% মূল্য সংযোজন কর আরোপিত হয়
-
আমদানি ও সরবরাহের ক্ষেত্রেও ১৫% ভ্যাট কার্যকর থাকে
-
কোনো পণ্য বা সেবার সর্বশেষ ভোক্তাই মূলত ভ্যাট প্রদানকারী
-
রপ্তানির ক্ষেত্রে ভ্যাট ০% নির্ধারিত, যাতে আন্তর্জাতিক বাণিজ্যে প্রতিযোগিতামূলক সুবিধা বজায় থাকে
0
Updated: 1 month ago
বর্তমানে দেশে সরকারিভাবে মোট কয়টি স্থলবন্দর রয়েছে? [আগস্ট, ২০২৫]
Created: 2 months ago
A
১৬টি
B
২০টি
C
২২টি
D
২৪টি
বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ (বিএসবিক)
-
লক্ষ্য:
স্থলপথে পণ্য আমদানি ও রপ্তানি সহজতর ও উন্নত করা। -
স্থলবন্দর সংখ্যা:
-
দেশে মোট ২৪টি স্থলবন্দর সরকারিভাবে বিদ্যমান।
-
চলমান স্থলবন্দর সংখ্যা: ১৬টি।
-
চলমান স্থলবন্দরসমূহ
-
বাস্থবক পরিচালিত (১১টি):
বেনাপোল, ভোমরা, আখাউড়া, বুড়িমারী, নাকুগাঁও, তামাবিল, সোনাহাট, গোবড়াকুড়া-কড়ইতলী, বিলোনিয়া, শেওলা, ধানুয়াকামালপুর। -
BOT ভিত্তিতে পরিচালিত (৫টি):
সোনামসজিদ, হিলি, টেকনাফ, বাংলাবান্ধা, বিবিরবাজার। -
চালুর অপেক্ষায় (২টি):
রামগড়, বাল্লা।
প্রতিষ্ঠান সম্পর্কিত তথ্য
-
প্রতিষ্ঠা সাল: ২০০১
-
স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান: হ্যাঁ, নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে
উৎস: বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ ওয়েবসাইট
0
Updated: 2 months ago
চৌসার যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল?
Created: 1 month ago
A
শের খান ও বাবর
B
হুমায়ুন ও শের খান
C
শের শাহ ও আকবর
D
হুমায়ুন ও জাহাঙ্গীর
চৌসার যুদ্ধ ১৫৩৯ সালের ২৬ জুন বিহারের চৌসাতে সংঘটিত হয়, যেখানে মুঘল সম্রাট হুমায়ুন এবং আফগান নেতা শের খান (পরে শের শাহ সূরি) এর মধ্যে সংঘর্ষ ঘটে। এই যুদ্ধের ফলাফল এবং তাৎপর্যপূর্ণ ঘটনা নিম্নরূপ:
-
শের খান বিজয়ী হন এবং সম্রাট হুমায়ুনকে পালিয়ে যেতে বাধ্য করা হয়।
-
এর ফলে মুঘল শাসনের পতন শুরু হয় এবং সূরি বংশের উত্থান ঘটে।
-
সম্রাট হুমায়ুন গৌড় পরিত্যাগ করার পূর্বে জাহাঙ্গীর কুলী বেগকে বাংলার শাসনভার অর্পণ করেন।
-
হুমায়ুন তাঁর বিশাল সৈন্যবাহিনী নিয়ে আগ্রা অভিমুখে যাত্রা শুরু করেন, কিন্তু বক্সারের নিকটবর্তী চৌসায় শের খান ও তাঁর আফগান অনুচররা প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
-
১৫৩৯ খ্রিস্টাব্দের ২৬ জুন চৌসায় দুইপক্ষের মধ্যে তীব্র যুদ্ধ সংঘটিত হয়।
-
এই যুদ্ধ ভারতীয় উপমহাদেশের ইতিহাসে চৌসার যুদ্ধ নামে পরিচিত।
-
হুমায়ুন শোচনীয়ভাবে পরাজিত হন।
-
শের খানের জয়লাভের ফলে তাঁর রাজ্য পশ্চিমে কনৌজ থেকে পূর্বে আসাম ও চট্টগ্রাম এবং উত্তর থেকে দক্ষিণে বীরভূম পর্যন্ত বিস্তৃত হয়।
-
শেরখান পরে শেরশাহ উপাধি গ্রহণ করেন, নিজ নামে মুদ্রা প্রচলন এবং পাঠের নির্দেশ প্রদান করেন।
-
এই যুদ্ধে হুমায়ুনের পরাজয় মুঘলদের সামরিক ও কূটনৈতিক দুর্বলতা প্রকাশ করে।
উৎস:
0
Updated: 1 month ago
'গ্রাম সরকার' ব্যবস্থার প্রবক্তা ছিলেন -
Created: 1 month ago
A
জিয়াউর রহমান
B
তাজউদ্দিন আহমদ
C
বিচারপতি আবদুস সাত্তার
D
হুসেইন মুহম্মদ এরশাদ
বাংলাদেশে স্থানীয় সরকার ব্যবস্থার বিকাশে গ্রাম সরকার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ ধারণা প্রবর্তন করেন, যার লক্ষ্য ছিল গ্রামীণ জনগণকে স্বনির্ভর করে তাদের উন্নয়ন কার্যক্রমে সরাসরি সম্পৃক্ত করা।
-
গ্রাম সরকার ব্যবস্থার প্রবক্তা ছিলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
-
তিনি ব্রিটিশ আমলের চৌকিদার মডেলের ভিত্তিতে গ্রাম পুলিশ গঠন করেন।
-
গ্রামে গ্রামে গিয়ে জনগণকে উদ্বুদ্ধ করেন এবং তাদের নেতৃত্ব, সততা ও কর্মস্পৃহা দেখে ‘স্বনির্ভর গ্রাম সরকার’ গঠনের সিদ্ধান্ত নেন।
-
এই ব্যবস্থায় জনগণ নিজেরাই তাদের সমস্যা নির্ধারণ, পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের দায়িত্ব পালন করত।
-
গ্রাম সরকারে মোট ১৪ জন সদস্য থাকতেন, এর মধ্যে ৬ জন নারী সদস্য ছিলেন।
-
পরবর্তীতে ১৯৮২ সালে জেনারেল এরশাদ থানাকে উপজেলায় উন্নীত করে উপজেলা পরিষদ গঠন করেন, যা স্থানীয় সরকার ব্যবস্থায় নতুন কাঠামো তৈরি করে।
0
Updated: 1 month ago