'e-TIN' চালু করা হয় কত সালে?
A
২০১২ সালে
B
২০১৩ সালে
C
২০১৫ সালে
D
২০১০ সালে
উত্তরের বিবরণ
ই-টিআইএন বা e-TIN হলো আয়কর নিবন্ধনের একটি আধুনিক পদ্ধতি যা করদাতাদের অনলাইনে সহজে নিবন্ধন পাওয়ার সুযোগ করে দেয়।
-
e-TIN এর পূর্ণরূপ হলো Electronic Tax Identification Number
-
এটি আয়কর নিবন্ধনের আধুনিক সংস্করণ
-
ই-টিআইএন নম্বরটি ১২ ডিজিটের হয়ে থাকে
-
২০১৩ সালে এটি চালু করা হয়
-
করদাতারা যেন সহজে, ঘরে বসে অনলাইনে নিবন্ধন করতে পারেন সে উদ্দেশ্যে এই ব্যবস্থা চালু করা হয়েছে
0
Updated: 1 month ago
মহাকাশযাত্রার প্রথম পদক্ষেপটির সূচনা হয়েছিল কত সালে?
Created: 2 months ago
A
১৯৬১ সালে
B
১৯৫৭ সালে
C
১৯৫১ সালে
D
১৯৬৫ সালে
মহাকাশযাত্রার প্রথম পদক্ষেপ
-
মহাকাশযাত্রার সূচনা হয়েছিল ১৯৫৭ সালের ৪ অক্টোবর।
-
এই যাত্রার সূচনা করে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন।
-
তারা স্পুটনিক-১ নামক কৃত্রিম উপগ্রহ মহাকাশে উৎক্ষেপণ করে।
-
"স্পুটনিক" শব্দের অর্থ হলো ভ্রমণসঙ্গী বা সহযাত্রী।
-
একই বছর ২ নভেম্বর, তারা স্পুটনিক-২ নামক আরেকটি কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠায়।
উল্লেখযোগ্য তথ্য:
-
প্রথম মার্কিন কৃত্রিম উপগ্রহ: এক্সপ্লোরার-১
-
উৎক্ষেপণ তারিখ: ২ ফেব্রুয়ারি ১৯৫৮।
-
-
প্রথম মানুষবাহী কৃত্রিম উপগ্রহ: ভস্টক-১ (সোভিয়েত ইউনিয়ন)।
-
প্রথম মহাকাশযাত্রী: ইউরি গ্যাগারিন (সোভিয়েত ইউনিয়ন)।
-
তিনি ১৯৬১ সালের ১২ এপ্রিল ভস্টক-১ এ চড়ে পৃথিবী প্রদক্ষিণ করেন।
-
উৎস: সাধারণ বিজ্ঞান, অষ্টম শ্রেণি।
0
Updated: 2 months ago
রপ্তানি উন্নয়ন ব্যুরো কোন মন্ত্রণালয়ের আওতাভুক্ত?
Created: 1 month ago
A
বাণিজ্য মন্ত্রণালয়
B
অর্থ মন্ত্রণালয়
C
শিল্প মন্ত্রণালয়
D
পররাষ্ট্র মন্ত্রণালয়
স্বাধীনতা উত্তর বাংলাদেশের ১৯৭২ সালে বাণিজ্য মন্ত্রণালয় গঠিত হয় এবং দেশের বাণিজ্য নীতি ও রপ্তানি-আমদানি কার্যক্রম সমন্বয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
-
বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাভুক্ত সংস্থাসমূহ:
-
রপ্তানি উন্নয়ন ব্যুরো (EPB)
-
বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন
-
আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর
-
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
-
যৌথমূলধন কোম্পানী ও ফার্ম সমূহের নিবন্ধকের কার্যালয়
-
বাংলাদেশ চা বোর্ড
-
ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (TCB)
-
বাংলাদেশ ট্যারিফ কমিশন ইত্যাদি
-
0
Updated: 1 month ago
বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে 'কাস্টিং ভোট' সম্পর্কে বলা হয়েছে?
Created: 1 month ago
A
৭১ নং
B
৭২ নং
C
৭৩ নং
D
৭৫ নং
কাস্টিং ভোট (Casting Vote) হলো সংসদে স্পীকারের বিশেষ ভোটাধিকার, যা সংবিধানের ৭৫ (১) নং অনুচ্ছেদ অনুযায়ী প্রযোজ্য।
-
সংসদে কোনো বিষয়ে দুই পক্ষের ভোট সমান হলে স্পীকার নিজের ভোট প্রয়োগ করে সংসদের অচলাবস্থা দূর করেন।
-
অন্যভাবে বলতে গেলে, কোনো বিলের ভোটাভুটিতে যখন পক্ষে ও বিপক্ষে সমান ভোট পড়ে, তখন স্পীকার তার নির্ণায়ক ভোট প্রয়োগ করেন।
-
সাধারণ ক্ষেত্রে স্পীকার নিজের ভোটাধিকার ব্যবহার করতে পারেন না; কেবল সমসংখ্যক ভোটের অবস্থায়ই এটি প্রযোজ্য।
-
এই বিশেষ ভোটকে ‘কাস্টিং বা নির্ণায়ক ভোট’ বলা হয়।
অন্য সংবিধানিক প্রাসঙ্গিক অনুচ্ছেদ:
-
৭১ নং অনুচ্ছেদ: দ্বৈত-সদস্যতায় বাধা
-
৭২ নং অনুচ্ছেদ: সংসদের অধিবেশন
-
৭৩ নং অনুচ্ছেদ: সংসদে রাষ্ট্রপতির ভাষণ ও বাণী
উৎস:
0
Updated: 1 month ago