কর্ণফুলী নদীর উৎস ভারতের কোন রাজ্যে?
A
ত্রিপুরা
B
মিজোরাম
C
মনিপুর
D
মেঘালয়
উত্তরের বিবরণ
কর্ণফুলী নদী
-
কর্ণফুলী বাংলাদেশের দক্ষিণ-পূর্ব অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ নদী।
-
এটি ভারতের মিজোরামের লুসাই পাহাড় থেকে উৎপত্তি লাভ করে পার্বত্য চট্টগ্রাম ও চট্টগ্রাম জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতেঙ্গা এলাকায় যুক্ত হয়।
-
নদীর মোহনাস্থলে অবস্থিত দেশের প্রধান সমুদ্র বন্দর, চট্টগ্রাম বন্দর।
-
কর্ণফুলী নদীর মোট দৈর্ঘ্য প্রায় ৩২০ কিলোমিটার।
-
এটি চট্টগ্রাম ও রাঙামাটি অঞ্চলের প্রধান জলস্রোত।
-
কর্ণফুলী নদী বাংলাদেশের সবচেয়ে দ্রুতগতির নদী হিসেবে পরিচিত।
-
এর গুরুত্বপূর্ণ উপনদীগুলোর মধ্যে রয়েছে কাসালং, হালদা এবং বোয়ালখালী নদী।
-
কাপ্তাই এলাকায় বাঁধ নির্মাণের মাধ্যমে কর্ণফুলী নদীর জল ব্যবহার করে পানিবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে।
তথ্যসূত্র: জাতীয় তথ্য বাতায়ন ও নবম-দশম শ্রেণির ভূগোল ও পরিবেশ পাঠ্যক্রম।
0
Updated: 3 months ago
'দক্ষিণ তালপট্টি' দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত?
Created: 5 months ago
A
বালেশ্বর
B
হাড়িয়াভাঙ্গা
C
রূপসা
D
ভৈরব
দক্ষিণ তালপট্টি দ্বীপ
-
দক্ষিণ তালপট্টি দ্বীপের আরেক নাম হলো পূর্বাশা দ্বীপ।
-
এটি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার অন্তর্গত একটি উপকূলবর্তী দ্বীপ, যা বঙ্গোপসাগরের অগভীর সামুদ্রিক মহীসোপান এলাকায় অবস্থিত।
-
বাংলাদেশের সাতক্ষীরা জেলা এবং ভারতের পশ্চিমবঙ্গের ২৪ পরগণা জেলার বশীরহাট থানার মধ্যে বয়ে যাওয়া হাড়িয়াভাঙ্গা নদীর মোহনায় দক্ষিণে অবস্থিত এই ছোট দ্বীপটি গড়ে উঠেছে।
-
দ্বীপটির আকৃতি প্রায় গোলাকার হলেও ভাটার সময় সমুদ্রের পানি নেমে গেলে এটি অর্ধচন্দ্রাকৃতির মতো দেখতে লাগে।
-
দক্ষিণ তালপট্টির উত্তরে বাংলাদেশের মূল ভূখণ্ড তালপট্টি এবং দক্ষিণ দিকে বিস্তৃত বঙ্গোপসাগর অবস্থিত।
-
দ্বীপটির মোট আয়তন প্রায় ১০ বর্গকিলোমিটার, তবে জোয়ার-ভাটার পরিবর্তনের কারণে এর আয়তন ৭ থেকে ১৪ বর্গকিলোমিটারের মধ্যে ওঠানামা করে।
-
১৯৭০ সালের নভেম্বর মাসে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় গাঙ্গেয় বদ্বীপাঞ্চলের দক্ষিণ অংশে আঘাত হানার পর এই দ্বীপটি প্রথমবার দৃষ্টিগোচর হয়।
তথ্যসূত্র: বাংলাপিডিয়া।
0
Updated: 5 months ago
সিলেট কোননদীর তীরে অবস্থিত?
Created: 3 months ago
A
আড়িয়াল খাঁ
B
সুরমা
C
চন্দনা
D
রূপসা
সিলেট:
- সিলেটের উত্তরে ভারতের খাসিয়া-জৈন্তিয়া পাহাড়, দক্ষিণে মৌলভীবাজার জেলা, পূর্বে ভারতের কাছাড় ও করিমগঞ্জ জেলা, পশ্চিমে সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলা।
- সিলেট জেলা ১৭৭২ সালের ১৭ মার্চ প্রতিষ্ঠিত হয়।
- সুলতানী আমলে সিলেটের নাম ছিল জালালাবাদ।
উল্লেখ্য,
⇒ সিলেট সুরমা নদীর তীরে অবস্থিত।
- সিলেটের প্রধান ও দীর্ঘতম নদী সুরমা, অপর বৃহৎ নদী হলো কুশিয়ারা।
- এ জেলায় ছোট বড় মিলিয়ে মোট ৮২টি হাওর-বিল রয়েছে। এগুলোর মধ্যে সিংগুয়া বিল (১২.৬৫ বর্গ কিমি), চাতলা বিল (১১.৮৬ বর্গ কিমি) উল্লেখযোগ্য।
উৎস: সিলেট জেলা ওয়েবসাইট।
0
Updated: 3 months ago
টেকনাফ কোন নদীর তীরে অবস্থিত?
Created: 3 months ago
A
পদ্মা
B
যমুনা
C
নাফ
D
কর্ণফুলী
টেকনাফ ও নাফ নদী
টেকনাফ বাংলাদেশের একদম দক্ষিণে অবস্থিত একটি উপজেলা, যা কক্সবাজার জেলার অন্তর্গত। এটি মায়ানমার সীমান্তে নাফ নদীর পাশে অবস্থিত।
নাফ নদী কক্সবাজার জেলার দক্ষিণ-পূর্ব দিক দিয়ে বয়ে গেছে এবং এটি মায়ানমারের আরাকান অঞ্চল থেকে এসে বাংলাদেশ ও মায়ানমারকে আলাদা করেছে। এই নদী পাহাড়ি এলাকা থেকে উৎস হয়ে বঙ্গোপসাগরে মিলেছে।
টেকনাফ উপজেলা নাফ নদীর ডান পাশে (বাংলাদেশের দিকে), আর মায়ানমারের আকিয়াব বন্দর নদীর বাম পাশে (মায়ানমারের দিকে) অবস্থিত।
উৎস: টেকনাফ উপজেলা ওয়েবসাইট ও বাংলাপিডিয়া।
0
Updated: 3 months ago