বাংলাদেশ সরকারের অর্থবছরের সময়কাল-
A
জুন-জুলাই
B
জুলাই-জুন
C
জানুয়ারি- ডিসেম্বর
D
মার্চ- ফেব্রুয়ারি
উত্তরের বিবরণ
বাংলাদেশের বাজেট ব্যবস্থাপনা নির্দিষ্ট অর্থবছরকে কেন্দ্র করে পরিচালিত হয় এবং এটি ঘাটতি বাজেট হিসেবে পরিচিত।
-
বাংলাদেশের আর্থিক বছর জুলাই থেকে জুন পর্যন্ত স্থায়ী হয়
-
অর্থবছর শুরু হয় ১ জুলাই থেকে
-
বাংলাদেশের বাজেট সবসময়ই ঘাটতি বাজেট
-
জাতীয় সংসদে বাজেট অর্থমন্ত্রী পেশ করেন
-
বাজেট কার্যকর হয় ১ জুলাই থেকে
-
১৯৭২ সালের ৩০ জুন জাতীয় সংসদে প্রথম বাজেট উপস্থাপন করা হয়
-
এই বাজেটটি ছিল ১৯৭২-৭৩ অর্থবছরের জন্য, যা যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের প্রথম বাজেট

0
Updated: 1 day ago
সুশাসনের পথে প্রধান অন্তরায় কোনটি?
Created: 3 weeks ago
A
আইনের শাসন
B
জবাবদিহিতা
C
স্বজনপ্রীতি
D
ন্যায়পরায়ণতা
স্বজনপ্রীতি ও দুর্নীতি সুশাসনের পরিপন্থী, কারণ এগুলো মেধা ও যোগ্যতার পরিবর্তে ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণকে উৎসাহিত করে। এর ফলে সমতা, ন্যায়পরায়ণতা ও স্বচ্ছতার নীতি লঙ্ঘিত হয়।
সুশাসন:
-
সুশাসন একটি সামাজিক ধারণা।
-
সুশাসন বলতে বোঝায় যথাযথভাবে শাসন বা ভালোভাবে শাসন।
-
সুশাসনের পূর্বশর্ত হলো স্বচ্ছতা ও জবাবদিহিতা।
-
স্বচ্ছতা ও জবাবদিহিতা ব্যতীত দুর্নীতি প্রতিরোধ এবং সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়।
-
অংশগ্রহণ ও ই-গভর্ন্যান্স সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
-
স্বজনপ্রীতি, দুর্নীতি, অস্বচ্ছতা ও স্বেচ্ছাচারিতা সুশাসনের অন্তরায়।
-
বাংলাদেশে উন্নয়ন ও সুশাসনের অন্যতম বড় অন্তরায় হলো দুর্নীতি।
সূত্র: পৌরনীতি ও সুশাসন ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, মো: মোজাম্মেল হক।

0
Updated: 3 weeks ago
সর্বোচ্চ কত শতাংশ মন্ত্রী সংসদ সদস্য না হয়েও নিয়োগ পেতে পারেন?
Created: 1 week ago
A
৫%
B
৮%
C
১০%
D
১৫%
বাংলাদেশের সংবিধানে মন্ত্রিপরিষদের গঠন নিয়ে সুনির্দিষ্ট বিধান রয়েছে। এর মূল উদ্দেশ্য হলো, রাষ্ট্র পরিচালনায় জনগণের প্রত্যক্ষভাবে নির্বাচিত প্রতিনিধিদের প্রাধান্য নিশ্চিত করা। সংবিধানের অনুচ্ছেদ ৫৬(২) অনুযায়ী মন্ত্রিপরিষদের অধিকাংশ সদস্য সংসদ সদস্যদের মধ্য থেকে নিয়োগ পেতে হবে।
-
সংবিধানের ৫৬(২) অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রীসহ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপ-মন্ত্রীদের অন্তত নয়-দশমাংশ (৯০%) সংসদ সদস্য হতে হবে।
-
এভাবে নিশ্চিত করা হয় যে তাঁরা নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে জনগণের প্রত্যাশা প্রতিফলিত করবেন।
-
মন্ত্রিপরিষদের বাকি সর্বোচ্চ দশ শতাংশ (১০%) সদস্য হতে পারেন এমন ব্যক্তি, যারা সরাসরি সংসদ সদস্য নন কিন্তু সংসদে নির্বাচিত হওয়ার যোগ্যতা রাখেন।

0
Updated: 1 week ago
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুযায়ী, দেশের দ্রুত বর্ধনশীল খাত-
Created: 1 day ago
A
সেবা খাত
B
শিল্প খাত
C
কৃষি খাত
D
পর্যটন খাত
বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুযায়ী দেশের জিডিপি গঠনে বিভিন্ন খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং এগুলোর অবদান ও প্রবৃদ্ধির ধরণ ভিন্ন ভিন্ন।
-
উৎপাদন ভিত্তিতে ৩টি বৃহৎ খাত রয়েছে
-
সার্বিকভাবে মোট ১৯টি খাত বিদ্যমান
-
বাংলাদেশের দ্রুত বর্ধনশীল খাত হলো শিল্পখাত
অন্যদিকে,
-
জিডিপিতে সর্ববৃহৎ অবদান রাখছে সেবা খাত
-
সবচেয়ে ছোট খাত হলো কৃষি খাত
-
তবে কর্মসংস্থানের ক্ষেত্রে বৃহত্তম খাত কৃষি খাত

0
Updated: 1 day ago