বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে কোন দেশে? [আগস্ট,২০২৫]
A
যুক্তরাষ্ট্র
B
ভারত
C
ভুটান
D
পাকিস্তান
উত্তরের বিবরণ
২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের রপ্তানি প্রবণতা বিশ্লেষণ করলে দেখা যায় যে প্রধান রপ্তানি বাজার যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বিভিন্ন দেশ।
-
বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে যুক্তরাষ্ট্রে
-
দ্বিতীয় সর্বোচ্চ রপ্তানি গন্তব্য জার্মানি
-
তৃতীয় সর্বোচ্চ যুক্তরাজ্য
-
চতুর্থ সর্বোচ্চ স্পেন
এছাড়াও,
-
একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি অংশীদার
-
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সবচেয়ে বেশি বাণিজ্যিক উদ্বৃত্ত রয়েছে এবং কোনো বাণিজ্য ঘাটতি নেই
-
জার্মানি, ফ্রান্সসহ ইউরোপের কয়েকটি দেশের সঙ্গেও বাণিজ্যিক উদ্বৃত্ত বিদ্যমান
-
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য হলো তৈরি পোশাক (RMG)

0
Updated: 1 day ago
জাতিসংঘের মহাসচিব কফি আনান কত সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে?
Created: 2 weeks ago
A
১৯৬১ সালে
B
১৯৭৭ সালে
C
১৯৯৭ সালে
D
২০০১ সালে
কফি আনান ছিলেন জাতিসংঘের সপ্তম মহাসচিব।
-
জাতীয়তা: ঘানা
-
অফিস: আফ্রিকা মহাদেশ থেকে নিয়োগপ্রাপ্ত দ্বিতীয় মহাসচিব
-
নোবেল শান্তি পুরস্কার: ২০০১ সালে লাভ
-
বিশেষ তথ্য: জাতিসংঘের দুইজন মহাসচিবই নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত; তারা হলেন দ্যাগ হ্যামারশোল্ড এবং কফি আনান

0
Updated: 2 weeks ago
নিচের কোনটি স্থানীয় প্রশাসনের অন্তর্ভুক্ত নয়?
Created: 1 week ago
A
বিভাগীয় প্রশাসন
B
জেলা প্রশাসন
C
উপজেলা প্রশাসন
D
জেলা পরিষদ
স্থানীয় প্রশাসন (Local Administration) – বাংলাদেশ
১. সংজ্ঞা
স্থানীয় শাসন বলতে সাধারণত স্থানীয় পর্যায়ের প্রশাসন বোঝানো হয়, যা বিভাগ, জেলা এবং উপজেলা পর্যায়ে কার্যকর হয়।
-
মূল উদ্দেশ্য: প্রশাসনের সুবিধার্থে কেন্দ্রীয় শাসন ও নিয়ন্ত্রণকে নিম্নস্তর পর্যন্ত নেওয়া।
-
মুখ্য কাজ: আইনশৃঙ্খলা রক্ষা, রাজস্ব আদায়, এবং সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন।
-
এই ব্যবস্থায় সংশ্লিষ্ট কর্মকর্তারা সরকারের এজেন্ট বা প্রতিনিধি হিসেবে কাজ করেন।
২. স্থানীয় প্রশাসনের অন্তর্ভুক্ত নয়
-
জেলা পরিষদ স্থানীয় প্রশাসনের অংশ নয়।
-
এটি একটি স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, যা স্থানীয় সরকার হিসেবে কাজ করে।

0
Updated: 1 week ago
WTO-এর সদস্য দেশের সংখ্যা কত? [আগস্ট, ২০২৫]
Created: 2 weeks ago
A
১৬৪টি
B
১৬৬টি
C
১৯১টি
D
১৯৩টি
WTO (World Trade Organization) হলো বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক সংস্থা।
-
প্রতিষ্ঠিত: ১ জানুয়ারি, ১৯৯৫
-
বর্তমান সদস্য দেশ: ১৬৬টি
-
সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড
-
মহাপরিচালক: এনগোজি ওকোনজো ইওয়েলা
-
প্রতিষ্ঠাকালীন নাম: General Agreement on Tariffs and Trade (GATT)
-
সর্বশেষ যোগ হওয়া দেশগুলো: ১৬৫তম দেশ – কমোরোস, ১৬৬তম দেশ – পূর্ব তিমুর

0
Updated: 2 weeks ago