বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে কোন দেশে? [আগস্ট,২০২৫]
A
যুক্তরাষ্ট্র
B
ভারত
C
ভুটান
D
পাকিস্তান
উত্তরের বিবরণ
২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের রপ্তানি প্রবণতা বিশ্লেষণ করলে দেখা যায় যে প্রধান রপ্তানি বাজার যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বিভিন্ন দেশ।
-
বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে যুক্তরাষ্ট্রে
-
দ্বিতীয় সর্বোচ্চ রপ্তানি গন্তব্য জার্মানি
-
তৃতীয় সর্বোচ্চ যুক্তরাজ্য
-
চতুর্থ সর্বোচ্চ স্পেন
এছাড়াও,
-
একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি অংশীদার
-
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সবচেয়ে বেশি বাণিজ্যিক উদ্বৃত্ত রয়েছে এবং কোনো বাণিজ্য ঘাটতি নেই
-
জার্মানি, ফ্রান্সসহ ইউরোপের কয়েকটি দেশের সঙ্গেও বাণিজ্যিক উদ্বৃত্ত বিদ্যমান
-
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য হলো তৈরি পোশাক (RMG)
0
Updated: 1 month ago
জাতিসংঘের দুর্নীতি বিরোধী কনভেনশনের নাম কী?
Created: 2 months ago
A
UNCLOS
B
UNCTAD
C
UNCAC
D
CEDAW
দুর্নীতিবিরোধী কনভেনশন:
-
জাতিসংঘের দুর্নীতিবিরোধী কনভেনশনের সংক্ষিপ্ত নাম হলো UNCAC।
-
এর পূর্ণরূপ United Nations Convention against Corruption।
-
এটি ২০০৩ সালের ৩১ অক্টোবর জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত হয় এবং ২০০৫ সালের ১৪ ডিসেম্বর কার্যকর হয়।
-
ইউএনসিএসি (UNCAC)-এর মূল লক্ষ্য হলো বিভিন্ন ধরনের দুর্নীতি হ্রাস করা, যা জাতীয় সীমান্ত অতিক্রম করেও সংঘটিত হতে পারে।
সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট।
0
Updated: 2 months ago
Rules of Business কে প্রণয়ন করেন?
Created: 1 month ago
A
রাষ্ট্রপতি
B
প্রধানমন্ত্রী
C
অ্যাটর্নি জেনারেল
D
স্পিকার
সরকারের প্রশাসনিক কাজকর্ম পরিচালনার জন্য যে নিয়মাবলী প্রণীত হয়েছে, তাকে সরকারি কার্যপ্রণালী বিধি বা Rules of Business বলা হয়। এটি সরকারের কার্যক্রমের কাঠামো নির্ধারণ করে এবং নির্বাহী বিভাগের কার্যপদ্ধতি ও দায়িত্ব স্পষ্টভাবে সংজ্ঞায়িত করে।
-
Rules of Business, 1996 হলো বাংলাদেশ সরকারের একটি গুরুত্বপূর্ণ দলিল, যা সংবিধানের ৫৫(৬) অনুচ্ছেদ অনুযায়ী প্রণীত।
-
কার্যবিধিমালার মূল উদ্দেশ্য হলো নির্বাহী বিভাগের মধ্যে কর্মবণ্টন নির্ধারণ করা এবং তাদের দায়িত্ব ও কর্মপদ্ধতি ঠিক করা।
-
রাষ্ট্রের সংবিধান যেমন সকল নাগরিকের জন্য প্রযোজ্য, তেমনি কার্যবিধিমালা নির্বাহী বিভাগের সবার জন্য বাধ্যতামূলক।
-
সংবিধানের ৫৫(৬) অনুচ্ছেদ অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি Rules of Business প্রণয়ন করেন।
উল্লেখযোগ্য তথ্য:
-
বাংলাদেশের প্রথম কার্যবিধিমালা প্রণীত হয় ১ নভেম্বর ১৯৭৫ সালে, তখন রাষ্ট্রপতি শাসিত সরকার থাকায় সেটি সেই কাঠামোয় তৈরি হয়।
-
১৯৯৬ সালে সংসদীয় পদ্ধতির সরকার উপযোগী নতুন কার্যবিধিমালা প্রবর্তিত হয়।
-
কার্যবিধিমালাটি ইংরেজিতে প্রণীত।
-
এতে পাঁচটি অধ্যায়ে ৩৩টি বিধি এবং সাতটি তফসিল অন্তর্ভুক্ত রয়েছে।
0
Updated: 1 month ago
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস কত সালে স্বাধীনতা পদক লাভ করেন?
Created: 1 month ago
A
১৯৮৬ সালে
B
১৯৮৭ সালে
C
১৯৯৫ সালে
D
১৯৯৬ সালে
ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের একজন খ্যাতনামা অর্থনীতিবিদ, ব্যাংকার ও সমাজ সংস্কারক, যিনি ক্ষুদ্রঋণ প্রবর্তনের মাধ্যমে বৈশ্বিক খ্যাতি অর্জন করেন। তিনি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা এবং অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে তার অবদানের জন্য দেশ-বিদেশে বহু পুরস্কারে ভূষিত হয়েছেন।
-
ড. মুহাম্মদ ইউনূস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক ছিলেন।
-
তিনি ক্ষুদ্রঋণ নামক বিকল্প অর্থনৈতিক ব্যবস্থার জনক হিসেবে স্বীকৃত।
-
তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন, যা দরিদ্র মানুষের অর্থনৈতিক স্বনির্ভরতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
-
২০০৬ সালে, তিনি এবং গ্রামীণ ব্যাংক যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
-
তিনি ১৯৮৭ সালে স্বাধীনতা পদক লাভ করেন।
-
এছাড়াও তিনি র্যামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড, বিশ্ব খাদ্য পুরস্কারসহ দেশি-বিদেশি বহু পুরস্কারে সম্মানিত হন।
-
তিনি ১৯৯৬ সালে সাবেক প্রধান বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের একজন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।
-
সেই সময় তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।
-
তার লেখা আত্মজীবনীমূলক বই ‘Banker to the Poor’ আন্তর্জাতিকভাবে প্রশংসিত।
-
তার অন্যান্য উল্লেখযোগ্য বইগুলো হলো: ‘দারিদ্র্যমুক্ত বিশ্বের জন্য’, ‘গ্রামীণ ব্যাংক ও আমার জীবন’, ‘বাংলাদেশ ২০১০’, ‘যোগ্য প্রার্থী আন্দোলন’, ‘Creating a World Without Poverty’, ‘সামাজিক ব্যবসা’, ‘A World of Three Zeros’, এবং ‘বালক পরিব্রাজকের দিনলিপি’।
-
তিনি বিশ্বজুড়ে পরিচিত তার “তিন শূন্য” বা “থ্রি জিরো” তত্ত্বের জন্য, যার লক্ষ্য হলো দারিদ্র্য, বেকারত্ব, এবং কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনা।
-
এই লক্ষ্য অর্জনে তিনি তারুণ্য, প্রযুক্তি, সুশাসন, এবং সামাজিক ব্যবসাকে গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে বিবেচনা করেন।
0
Updated: 1 month ago