অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুযায়ী, দেশের দ্রুত বর্ধনশীল খাত-
A
সেবা খাত
B
শিল্প খাত
C
কৃষি খাত
D
পর্যটন খাত
উত্তরের বিবরণ
বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুযায়ী দেশের জিডিপি গঠনে বিভিন্ন খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং এগুলোর অবদান ও প্রবৃদ্ধির ধরণ ভিন্ন ভিন্ন।
-
উৎপাদন ভিত্তিতে ৩টি বৃহৎ খাত রয়েছে
-
সার্বিকভাবে মোট ১৯টি খাত বিদ্যমান
-
বাংলাদেশের দ্রুত বর্ধনশীল খাত হলো শিল্পখাত
অন্যদিকে,
-
জিডিপিতে সর্ববৃহৎ অবদান রাখছে সেবা খাত
-
সবচেয়ে ছোট খাত হলো কৃষি খাত
-
তবে কর্মসংস্থানের ক্ষেত্রে বৃহত্তম খাত কৃষি খাত
0
Updated: 1 month ago
মন্ত্রণালয়ের প্রধান প্রশাসনিক কর্মকর্তা কে?
Created: 2 months ago
A
মন্ত্রী
B
সচিব
C
যুগ্ম সচিব
D
অতিরিক্ত সচিব
বাংলাদেশের সচিবালয়:
- বাংলাদেশের প্রশাসনের দুটি স্তর রয়েছে। যেমন: কেন্দ্রীয় প্রশাসন এবং মাঠ প্রশাসন।
- সেক্রেটারিয়েট বা সচিবালয় বাংলাদেশ প্রশাসন ব্যবস্থার কেন্দ্রে অবস্থিত যা শাসনব্যবস্থার স্নায়ুকেন্দ্র স্বরূপ।
- সরকারি যাবতীয় সিদ্ধান্ত সর্বপ্রথম সচিবালয়ে গৃহীত হয়।
- সাধারণত বিভিন্ন মন্ত্রণালয় ও তার বিভাগসমূহের অফিসগুলোকে যৌথভাবে সচিবালয় বলে।
- প্রধানমন্ত্রীর পছন্দানুযায়ী প্রতিটি মন্ত্রণালয়ের দায়িত্বে একজন মন্ত্রী নিযুক্ত হন।
- মন্ত্রণালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা তথা প্রধান প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন একজন সচিব।
- মন্ত্রণালয়ের যাবতীয় কাজের ভার সচিবের ওপর ন্যস্ত থাকে।
- মন্ত্রণালয় পরিচালনার ব্যাপারে মন্ত্রী সচিবের নিকট থেকে সংশ্লিষ্ট বিষয়ে পরামর্শ গ্রহণ করেন।
0
Updated: 2 months ago
পাকিস্তানি সেনাদের পরিকল্পিত অভিযানের অংশ ‘অপারেশন সার্চলাইট’-এ ঢাকা শহরে গণহত্যা পরিচালনার মূল দায়িত্ব কার ওপর অর্পিত হয়েছিল?
Created: 1 month ago
A
খাদিম হোসাইন রাজা
B
লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খান
C
আমির আবদুল্লাহ খান নিয়াজী
D
মেজর জেনারেল রাও ফরমান আলী
অপারেশন সার্চলাইট (২৫ মার্চ ১৯৭১)
পরিকল্পনা ও তত্ত্বাবধান:
-
পাকিস্তানি সামরিক বাহিনী এই অপারেশন চালানোর পরিকল্পনা করেন জেনারেল খাদিম হোসাইন রাজা।
-
ঢাকায় গণহত্যা ও সুনির্দিষ্ট অপারেশনের দায়িত্ব দেওয়া হয় মেজর জেনারেল রাও ফরমান আলী-কে।
-
সার্বিক তত্ত্বাবধান ছিলেন গভর্নর লে. জেনারেল টিক্কা খান।
ঢাকায় কার্যক্রম:
-
ঢাকা শহরের পিলখানা ইপিআর হেডকোয়ার্টার্স ও রাজারবাগ পুলিশ লাইন্স পাকিস্তানি সেনাদের দখলে নেওয়া।
-
ঢাকা বিশ্ববিদ্যালয় ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় আক্রমণ।
-
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করা।
-
টেলিফোন এক্সচেঞ্জ, রেডিও-টেলিভিশন, স্টেট ব্যাংকসহ গুরুত্বপূর্ণ স্থাপনা নিয়ন্ত্রণ।
-
আওয়ামী লীগ নেতাদের গ্রেফতার।
-
শহরের যাতায়াত ব্যবস্থা ও প্রশাসন নিয়ন্ত্রণে রাখা।
ঢাকার বাইরে কার্যক্রম:
-
রাজশাহী, যশোর, খুলনা, রংপুর, সৈয়দপুর, কুমিল্লা-তে সেনা, ইপিআর, আনসার ও পুলিশের বাঙালি সদস্যদের নিরস্ত্র করা।
-
চট্টগ্রাম বন্দর ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা দখল রাখা।
-
ঢাকার বাইরে প্রধান দায়িত্ব পান মেজর জেনারেল খাদিম হোসেন রাজা।
উপসংহার:
অপারেশন সার্চলাইট ছিল ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি সেনারা পরিকল্পিতভাবে চালানো এক সুনির্দিষ্ট ও সামরিক গণহত্যা অভিযান, যার মাধ্যমে ঢাকাসহ সারাদেশে রাজনৈতিক নেতৃবৃন্দ, সেনা ও পুলিশের বাঙালি সদস্যদের উপর দমন চালানো হয়েছিল।
0
Updated: 1 month ago
সান ফ্রান্সিসকো সম্মেলনে কতটি দেশ অংশগ্রহণ করেছিল?
Created: 1 month ago
A
৪৮টি
B
৫০টি
C
৫১টি
D
৫৪টি
সানফ্রান্সিসকো সম্মেলন (১৯৪৫)
-
সময় ও স্থান: ২৫ এপ্রিল – ২৬ জুন, ১৯৪৫; সান ফ্রান্সিসকো, যুক্তরাষ্ট্র
-
উদ্দেশ্য: দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে জাতিসংঘ প্রতিষ্ঠা করা
-
অংশগ্রহণকারী দেশ: ৫০টি দেশ, প্রধান দেশসমূহ – যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, ব্রিটেন, চীন, ফ্রান্স
-
ফলাফল:
-
জাতিসংঘের সংবিধান (Charter) অনুমোদন
-
২৪ অক্টোবর, ১৯৪৫ – সংবিধান কার্যকর হওয়া এবং জাতিসংঘের প্রতিষ্ঠা
-
২৪ অক্টোবর জাতিসংঘ দিবস হিসেবে পালন করা হয়
-
0
Updated: 2 weeks ago