জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (ECNEC) সভাপতি কে?
A
অর্থমন্ত্রী
B
প্রধানমন্ত্রী
C
পরিকল্পনা মন্ত্রী
D
রাষ্ট্রপতি
উত্তরের বিবরণ
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা ECNEC হলো সরকারের একটি গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী সংস্থা, যা জাতীয় উন্নয়ন পরিকল্পনা ও প্রকল্প অনুমোদনে কেন্দ্রীয় ভূমিকা পালন করে।
-
পূর্ণরূপ: The Executive Committee of the National Economic Council
-
এটি সরকারের দ্বিতীয় শক্তিশালী কমিটি হিসেবে বিবেচিত হয়
-
এই কমিটির সভাপতি দেশের প্রধানমন্ত্রী
-
অর্থমন্ত্রী বিকল্প চেয়ারম্যান বা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতে পারেন
-
কমিটির সদস্যরা সরকার প্রধান কর্তৃক মনোনীত হয়ে থাকেন
0
Updated: 1 month ago
একুশে পদক- ২০২৫ পেয়েছেন কতজন বিশিষ্ট ব্যক্তি?
Created: 1 month ago
A
১৬ জন
B
১৪ জন
C
১৭ জন
D
১৮ জন
২০২৫ সালে দেশের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ১৭ জন বিশিষ্ট নাগরিক এবং বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে একুশে পদক প্রদান করা হয়েছে। এই পদক দেশের সর্বোচ্চ সিভিলিয়ান সম্মান হিসেবে তাদের কৃতিত্বকে স্বীকৃতি জানায়।
-
সংগীতে: ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া (মরণোত্তর), ফেরদৌস আরা
-
সাংবাদিকতা ও মানবাধিকারে: মাহমুদুর রহমান
-
আলোকচিত্রে: নাসির আলী মামুন
-
চিত্রকলায়: রোকেয়া সুলতানা
-
সাংবাদিকতায়: মাহফুজ উল্লা (মরণোত্তর)
-
চলচ্চিত্রে: আজিজুর রহমান (মরণোত্তর)
-
সংস্কৃতি ও শিক্ষায়: শহীদুল আলম
-
শিক্ষায়: নিয়াজ জামান
-
বিজ্ঞান ও প্রযুক্তিতে: মেহদী হাসান খান, রিফাত নবী, তানবিন ইসলাম সিয়াম, শাবাব মুস্তাফা
-
সমাজসেবায়: মোহাম্মদ ইউসুফ চৌধুরী (মরণোত্তর)
-
ভাষা ও সাহিত্যে: হেলাল হাফিজ (মরণোত্তর), শহীদুল জহির (মরণোত্তর)
-
গবেষণায়: মঈদুল হাসান
0
Updated: 1 month ago
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪ এর রিপোর্ট অনুযায়ী, চার ফসলি জমির পরিমাণ কত হেক্টর?
Created: 1 month ago
A
১৯,০০০ হেক্টর
B
২৩,০০০ হেক্টর
C
২৭,০০০ হেক্টর
D
৩১,০০০ হেক্টর
এই তথ্যগুলো কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ-২০২৪ (BBS) অনুযায়ী আদৌ করা হয়েছে; নিচের সংখ্যাগুলো সেই প্রতিবেদনের প্রতিলিপি — মূল তথ্য অপরিবর্তিত রাখা হয়েছে। (BBS Portal)
-
আবাদযোগ্য নয় এমন জমি: ৮৩,৫৮,০০০ একর।
-
মোট আবাদযোগ্য জমি: ৩,৯২,৯৬,০০০ একর (১,৫৯,০৩,০০০ হেক্টর)।
-
এক ফসলি জমি: ৫০,৪৯,০০০ একর (২০,৪৪,০০০ হেক্টর)।
-
দুই ফসলি জমি: ১,০১,৪০,০০০ একর (৪১,০৫,০০০ হেক্টর)।
-
তিন ফসলি জমি: ৪৫,৯৩,০০০ একর (১৮,৫৯,০০০ হেক্টর)।
-
চার ফসলি জমি: ৪৭,০০০ একর (১৯,০০০ হেক্টর)।
তথ্যসূত্র: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ-২০২৪ (Bangladesh Bureau of Statistics) এবং কৃষি মন্ত্রণালয়ের সামারি পাতা। (BBS Portal)
(আপনি চাইলে আমি এই সংখ্যাগুলো আরও সাম্প্রতিক প্রকাশনা বা অন্য উৎস দিয়ে যাচাই করে সংক্ষেপ-টীকা যোগ করতে পারি।)
0
Updated: 1 month ago
চাকমাদের গ্রাম প্রধানের উপাধি-
Created: 1 month ago
A
হেডম্যান
B
আদাম
C
কার্বারী
D
সার্কেল প্রধান
চাকমা বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের বৃহত্তম ক্ষুদ্র জাতিসত্তা, যার নিজস্ব সামাজিক ও প্রশাসনিক কাঠামো রয়েছে। তারা বিভিন্ন জেলা ও প্রতিবেশী দেশেও বিস্তৃতভাবে বসবাস করছে।
-
পার্বত্য চট্টগ্রামের মধ্যে রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি ও কক্সবাজার জেলায় চাকমাদের বসতি রয়েছে।
-
চাকরি বা অন্যান্য কারণে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় চাকমাদের বসতি দেখা যায়।
-
প্রতিবেশী দেশ ভারতের মিজোরাম, ত্রিপুরা, আসাম, অরুণাচল প্রদেশ, পশ্চিমবঙ্গ ও দিল্লী-তেও অনেক চাকমা বসবাস করে।
-
খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলা মিলিয়ে গঠিত হয়েছে চাকমা সার্কেল, যার প্রধানকে বলা হয় চাকমা চীফ বা চাকমা রাজা।
-
পার্বত্য চট্টগ্রামের আরও দুটি সার্কেল, যেগুলিও চাকমাদের মৌজার সমন্বয়ে গঠিত।
-
চাকমা ভাষায় গ্রামকে ‘আদাম’ বা ‘পাড়া’ বলা হয়।
-
গ্রাম প্রধানের উপাধি হলো ‘কার্বারী’।
-
কয়েকটি গ্রাম মিলিয়ে গঠিত হয় মৌজা, যার প্রধানকে বলা হয় হেডম্যান।
-
হেডম্যানের দায়িত্বের মধ্যে রয়েছে খাজনা আদায়, সামাজিক বিরোধের বিচার, এলাকার উন্নয়ন কার্যক্রম পরিচালনা এবং জনগণের কল্যাণ দেখভাল।
উৎস:
0
Updated: 1 month ago