EPB এর পূর্ণরূপ কী?
A
Export Promotion Bureau
B
Economic Planning Board
C
Export Policy Board
D
External Product Bureau
উত্তরের বিবরণ
রপ্তানি উন্নয়ন ব্যুরো বা ইপিবি হলো বাংলাদেশের একটি সরকারি সংস্থা যা দেশের রপ্তানি বাণিজ্য সম্প্রসারণ ও উন্নয়নে কাজ করে।
-
EPB এর পূর্ণরূপ হলো Export Promotion Bureau
-
পদাধিকারবলে মাননীয় বাণিজ্যমন্ত্রী পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন
-
ইপিবির ভাইস-চেয়ারম্যান (প্রধান নির্বাহী) পরিচালনা পর্ষদেরও ভাইস-চেয়ারম্যান, যিনি পর্ষদের গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্বে থাকেন
-
১৯৬২ সালে ইপিবি একটি সরকারি সংস্থা হিসেবে কার্যক্রম শুরু করে

0
Updated: 1 day ago
সংবিধানের কোন ভাগে রাষ্ট্র পরিচালনার মূলনীতি বর্ণিত আছে?
Created: 1 week ago
A
প্রথম ভাগ
B
দ্বিতীয় ভাগ
C
তৃতীয় ভাগ
D
চতুর্থ ভাগ
বাংলাদেশের সংবিধান হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধান আইন ও রাষ্ট্র পরিচালনার কাঠামো নির্ধারণকারী দলিল। এটি ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে গৃহীত হয় এবং ১৬ ডিসেম্বর ১৯৭২ সালে কার্যকর হয়। সংবিধান মোট ১১টি ভাগ এবং ১৫৩টি অনুচ্ছেদ নিয়ে গঠিত।
-
সংবিধানের দ্বিতীয় ভাগে রাষ্ট্র পরিচালনার মূলনীতি বর্ণিত হয়েছে, যেখানে সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও জাতীয়তাবাদসহ অন্যান্য মৌলিক দিক নির্দেশনা অন্তর্ভুক্ত।
সংবিধানের ভাগসমূহ:
-
প্রথম ভাগ: প্রজাতন্ত্র
-
দ্বিতীয় ভাগ: রাষ্ট্র পরিচালনার মূলনীতি
-
তৃতীয় ভাগ: মৌলিক অধিকার
-
চতুর্থ ভাগ: নির্বাহী বিভাগ
-
পঞ্চম ভাগ: আইনসভা
-
ষষ্ঠ ভাগ: বিচার বিভাগ
-
সপ্তম ভাগ: নির্বাচন
-
অষ্টম ভাগ: মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক
-
নবম ভাগ: বাংলাদেশের কর্মবিভাগ
-
দশম ভাগ: সংবিধান-সংশোধন
-
একাদশ ভাগ: বিবিধ

0
Updated: 1 day ago
“On Liberty”-গ্রন্থের লেখক কে?
Created: 3 weeks ago
A
জন স্টুয়ার্ট মিল
B
প্লেটো
C
বার্ট্রান্ড রাসেল
D
ম্যাকাইভার
John Stuart Mill
-
ইংরেজ দার্শনিক, অর্থনীতিবিদ এবং উপযোগবাদের (Utilitarianism) প্রবক্তা।
তার রচিত কিছু গুরুত্বপূর্ণ গ্রন্থ:
-
A System of Logic
-
Autobiography
-
Considerations on Representative Government
-
Essays on Some Unsettled Questions of Political Economy
-
Examination of Sir William Hamilton’s Philosophy
-
On Liberty
উৎস: ব্রিটানিকা।

0
Updated: 3 weeks ago
বর্তমানে বিসিবির সভাপতি কে? [ আগস্ট, ২০২৫]
Created: 1 week ago
A
আমিনুল ইসলাম
B
তামিম ইকবাল খান
C
খালেদ মাহমুদ সুজন
D
নিজাম উদ্দিন চৌধুরী
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হিসেবে আমিনুল ইসলাম দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং দেশের ক্রিকেট ইতিহাসে গুরুত্বপূর্ণ অবদানের জন্য পরিচিত।
-
আমিনুল ইসলাম বিসিবির ১৬তম সভাপতি হিসেবে দায়িত্ব নেন।
-
তিনি বাংলাদেশের অভিষেক টেস্টে দেশের হয়ে প্রথম সেঞ্চুরি করা খেলোয়াড়।
-
জাতীয় দলে এক যুগের বেশি সময় ধরে খেলেছেন এবং জার্সি গায়ে ১৩ টেস্ট ও ৩৯ ওয়ানডে খেলার অভিজ্ঞতা রয়েছে।
-
তার নেতৃত্বে ১৯৯৯ সালে বাংলাদেশ প্রথমবার বিশ্বকাপে অংশগ্রহণ করে।
-
২০০২ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর দেশে কোচিং কার্যক্রম শুরু করেন।
উৎস:

0
Updated: 1 week ago