EPB এর পূর্ণরূপ কী?
A
Export Promotion Bureau
B
Economic Planning Board
C
Export Policy Board
D
External Product Bureau
উত্তরের বিবরণ
রপ্তানি উন্নয়ন ব্যুরো বা ইপিবি হলো বাংলাদেশের একটি সরকারি সংস্থা যা দেশের রপ্তানি বাণিজ্য সম্প্রসারণ ও উন্নয়নে কাজ করে।
-
EPB এর পূর্ণরূপ হলো Export Promotion Bureau
-
পদাধিকারবলে মাননীয় বাণিজ্যমন্ত্রী পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন
-
ইপিবির ভাইস-চেয়ারম্যান (প্রধান নির্বাহী) পরিচালনা পর্ষদেরও ভাইস-চেয়ারম্যান, যিনি পর্ষদের গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্বে থাকেন
-
১৯৬২ সালে ইপিবি একটি সরকারি সংস্থা হিসেবে কার্যক্রম শুরু করে
0
Updated: 1 month ago
বিচার বিভাগের অংশ নয়-
Created: 1 month ago
A
সুপ্রিম কোর্ট
B
আপিল বিভাগ
C
জাতীয় সংসদ
D
বিশেষ ট্রাইব্যুনাল
বাংলাদেশ সরকারের তিনটি বিভাগ:
বাংলাদেশ সরকার তিনটি প্রধান বিভাগের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করে: নির্বাহী, আইন এবং বিচার।
নির্বাহী বিভাগ:
-
নির্বাহী বিভাগকে শাসনবিভাগও বলা হয়।
-
এটি মূলত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং মন্ত্রিপরিষদ নিয়ে গঠিত।
-
প্রধান দায়িত্ব হলো সরকারি নীতি নির্ধারণ ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা।
আইন বিভাগ:
-
আইন প্রণয়ন ও সংশোধনের দায়িত্ব পালন করে।
-
সাধারণত এই কাজটি জাতীয় সংসদের মাধ্যমে সম্পন্ন হয়।
বিচার বিভাগ:
-
ন্যায়বিচার নিশ্চিত করার জন্য দায়িত্বপ্রাপ্ত।
-
এতে সুপ্রিম কোর্ট, অধস্তন আদালত ও বিশেষ ট্রাইব্যুনাল অন্তর্ভুক্ত।
0
Updated: 1 month ago
বাংলাদেশ ক্রিকেটে ওয়ানডে স্ট্যাটাস লাভ করে কত সালে?
Created: 2 months ago
A
১৯৯৭ সালে
B
১৯৯৮ সালে
C
১৯৯৯ সালে
D
২০০০ সালে
ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ:
- আইসিসি ট্রফি জয় করে: ১৯৯৭ সালে।
- ওয়ানডে স্ট্যাটাস লাভ করে: ১৯৯৭ সালে।
- বাংলাদেশ সর্বপ্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে পাকিস্তানের বিপক্ষে।
- বাংলাদেশ সর্বপ্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে: ৩১ মার্চ, ১৯৮৬ সালে।
- একদিনের আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশ তাদের প্রথম জয়টা পায় ২২ ম্যাচ পর।
- কেনিয়ার বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ম্যাচে প্রথম জয়টা পায়।
তথ্যসূত্র - ক্রিক ইনফো ওয়েবসাইট ও দৈনিক প্রথম আলো, ১৬ সেপ্টেম্বর ২০১৮।
0
Updated: 2 months ago
পাল রাজারা প্রায় কত বছর রাজত্ব করেন?
Created: 1 month ago
A
পঞ্চাশ বছর
B
একশ বছর
C
দুইশ বছর
D
চারশ বছর
পাল রাজবংশ প্রাচীন বাংলার অন্যতম বিখ্যাত এবং দীর্ঘস্থায়ী রাজবংশ হিসেবে পরিচিত। বাংলায় প্রায় চারশ বছর রাজত্ব করা এই বংশের প্রতিষ্ঠা এবং পতনের বিবরণ নিম্নরূপ:
-
প্রাচীন বাংলার রাজবংশসমূহের মধ্যে পালবংশ বিশেষভাবে বিখ্যাত।
-
পাল রাজারা প্রায় চারশ বছর রাজত্ব করেন।
-
৭৫৬ খ্রিস্টাব্দে রাজা গোপাল বাংলায় পাল রাজবংশের প্রতিষ্ঠা করেন।
-
অরাজকতাপূর্ণ অবস্থার পরিপ্রেক্ষিতে স্থানীয় সামন্তরা গোপালকে ক্ষমতায় বসান।
-
রাজা গোপালের প্রতিষ্ঠিত রাজবংশ ইতিহাসে পাল বংশ নামে প্রসিদ্ধ হয়।
-
-
পাল বংশের পতন:
-
রাজা রামপালের মৃত্যুর পর পাল সাম্রাজ্যের পতন শুরু হয়।
-
অল্পদিনের মধ্যেই পাল রাজবংশ বিলুপ্ত হয় এবং চারশ বছরের পাল শাসন সমাপ্ত হয়।
-
পাল বংশের পতনের পর বাংলায় সেন বংশের উত্থান ঘটে।
-
উৎস:
0
Updated: 1 month ago