বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করে কোন দেশ থেকে? [আগস্ট,২০২৫]
A
যুক্তরাষ্ট্র
B
চীন
C
ভারত
D
জাপান
উত্তরের বিবরণ
বাংলাদেশের দেশভিত্তিক আমদানির তথ্য অনুযায়ী সাম্প্রতিক অর্থবছরে মোট আমদানি ব্যয় উল্লেখযোগ্যভাবে কমেছে এবং এর প্রধান অংশ চীন থেকে আমদানিকৃত।
-
মোট আমদানি ব্যয় হয়েছে ৪৪,১০৮.০ মিলিয়ন মার্কিন ডলার
-
যা পূর্ববর্তী অর্থবছরের একই সময়ের আমদানি ব্যয় ৫২,১১৯.০ মিলিয়ন মার্কিন ডলারের তুলনায় ১৫.৫ শতাংশ কম
-
সবচেয়ে বেশি আমদানি করা হয় চীন থেকে, যার অংশ ২৮.৪৬%
-
দ্বিতীয় স্থানে রয়েছে ভারত, অংশ ১৩.৪২%
-
তৃতীয় স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র, অংশ ৪.৫১%
0
Updated: 1 month ago
লেফটেন্যান্ট জেনারেল এরশাদ কত সালে দেশে সামরিক আইন জারি করে?
Created: 2 months ago
A
১৯৮১ সালে
B
১৯৮২ সালে
C
১৯৮৩ সালে
D
১৯৮৪ সালে
১৯৮২ খ্রিস্টাব্দে সামরিক আইন জারি
-
পটভূমি:
-
১৯৮১ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহতের পর, উপ-রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তার অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।
-
-
সেনাবাহিনীর ক্ষমতা দখল:
-
১৯৮২ সালের ২৪ মার্চ, নির্বাচিত রাষ্ট্রপতি সাত্তার পদে আসার মাত্র চার মাসের মধ্যে সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল এরশাদ নেতৃত্বে ক্ষমতা দখল করে।
-
রাষ্ট্রপতি সাত্তার অপসারিত হন।
-
এরশাদ নিজেকে প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে ঘোষণা করেন।
-
-
সামরিক আইন কার্যক্রম:
-
সংবিধান স্থগিত, জাতীয় সংসদ বাতিল, এবং মন্ত্রিপরিষদ ভেঙ্গে দেওয়া হয়।
-
সামরিক সরকার দেশে সকল প্রকার রাজনৈতিক কর্মকাণ্ড সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করে।
-
-
পরিণতি:
-
টানা ৯ বছর আন্দোলনের পর, বিশ্ববিদ্যালয়ে গড়ে ওঠা সর্বদলীয় ছাত্র ঐক্যের আন্দোলনের কারণে এরশাদ পতিত হন।
-
১৯৯০ সালের ৬ ডিসেম্বর তিনি ক্ষমতা ছাড়তে বাধ্য হন।
-
উৎস:
i) ইতিহাস ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
ii) বিবিসি বাংলা
0
Updated: 2 months ago
বাংলাদেশের কোন ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায় মাতৃতান্ত্রিক সমাজব্যবস্থা অনুসরণ করে?
Created: 1 month ago
A
ত্রিপুরা
B
সাঁওতাল
C
খাসিয়া
D
রাখাইন
মাতৃতান্ত্রিক পরিবার ব্যবস্থা হলো সেই ধরনের পরিবার বা সমাজ যেখানে পরিবারের প্রধান দায়িত্ব একজন নারীর ওপর থাকে এবং বংশপরিচয় ও উত্তরাধিকার মায়ের দিক থেকে নির্ধারিত হয়।
-
উত্তরাধিকার: মায়ের পরিবার থেকেই বংশ ও পদবি নির্ধারিত হয়।
-
বাংলাদেশে উদাহরণ: ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায় খাসিয়া ও গারো মাতৃতান্ত্রিক সমাজব্যবস্থা অনুসরণ করে।
পিতৃতান্ত্রিক পরিবার ব্যবস্থা হলো সেই ধরনের পরিবার যেখানে পিতাই পরিবারের প্রধান এবং উত্তরাধিকার বাবার দিক থেকে নির্ধারিত হয়।
-
ত্রিপুরা সম্প্রদায়: পিতৃকেন্দ্রিক, পিতাই প্রধান।
-
সাঁওতাল সম্প্রদায়: পিতৃতান্ত্রিক ব্যবস্থা প্রচলিত।
-
মণিপুরি সম্প্রদায়: পিতৃতান্ত্রিক ও পিতৃসূত্রীয় ব্যবস্থা।
-
রাখাইন সম্প্রদায়: পিতৃতান্ত্রিক পরিবার ব্যবস্থা।
0
Updated: 1 month ago
সংবিধানের খসড়া প্রণয়নের জন্য কত সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়?
Created: 1 month ago
A
৩৫ জন
B
৩৬ জন
C
৩৪ জন
D
৩৮ জন
বাংলাদেশের সংবিধান (১৯৭২) প্রণয়ন সংক্ষিপ্ত বিবরণ:
-
প্রকল্প আরম্ভ: ১৯৭২ সালের ১১ এপ্রিল, গণপরিষদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে সংবিধান প্রণয়ন আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
-
প্রণয়ন কমিটি: ১১ এপ্রিল, ড. কামাল হোসেনকে আহ্বায়ক করে ৩৪ সদস্যবিশিষ্ট খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়।
-
প্রথম বৈঠক: কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় ১৭ এপ্রিল।
-
খসড়া উত্থাপন: দীর্ঘ আলোচনার পর ১২ অক্টোবর ১৯৭২ সালে সংবিধানের খসড়া গণপরিষদে উত্থাপন করা হয়।
-
গৃহীত: ৪ নভেম্বর ১৯৭২ সালে গণপরিষদে আনুষ্ঠানিকভাবে সংবিধান গৃহীত হয়।
-
কার্যকর: ঐতিহাসিকভাবে সংবিধান কার্যকর হয় ১৬ ডিসেম্বর ১৯৭২ (বিজয় দিবস)।
-
বিরোধী দলের অংশগ্রহণ: প্রণয়ন কমিটির একমাত্র বিরোধীদলীয় সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত খসড়ায় স্বাক্ষর করেননি।
0
Updated: 1 month ago