UNDP-এর দৃষ্টিতে গভর্ন্যান্স মূলত কী?
A
জনগণের সুষ্ঠু চাহিদা
B
ক্ষমতার ব্যবহার
C
জনগণের বৈধ অধিকার
D
কর্তৃত্বের চর্চা
উত্তরের বিবরণ
UNDP ও সুশাসন
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP) ১৯৯৭ সালে উন্নয়নশীল দেশগুলোর শাসনতান্ত্রিক নীতির উপর গুরুত্ব আরোপ করে সুশাসনের সংজ্ঞা প্রদান করে। এতে বলা হয়েছে, “কোন দেশের **অর্থনৈতিক, রাজনৈতিক ও প্রশাসনিক কর্তৃপক্ষের সকল পর্যায়ের কাজের মধ্যে শাসনপ্রক্রিয়া প্রত্যক্ষ করা যায়।” UNDP-এর মতে, “একটি দেশের **সার্বিক স্তরের কার্যাবলি পরিচালনার জন্য অর্থনৈতিক, রাজনৈতিক এবং প্রশাসনিক কর্তৃত্বের চর্চা বা প্রয়োগের পদ্ধতিই হলো সুশাসন।” এছাড়া, UNDP অনুসারে, সুশাসন সকলের অংশগ্রহণের মাধ্যমে অর্থপূর্ণ রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠা করে।
• UNDP অনুযায়ী সুশাসনের ৯টি উপাদান:
-
স্বচ্ছতা (Transparency)
-
আইনের শাসন (Rule of Law)
-
সকলের অংশগ্রহণ (Participation)
-
সংবেদনশীলতা (Responsiveness)
-
সংখ্যাগরিষ্ঠ মতের প্রাধান্য (Majority Rule)
-
সমতা (Equity)
-
ন্যায্যতা (Fairness)
-
জবাবদিহিতা (Accountability)
-
কৌশলগত লক্ষ্য (Strategic Vision)
0
Updated: 1 month ago
UNDP এর মতে সুশাসনের উপাদান কতটি?
Created: 2 months ago
A
৭টি
B
৯টি
C
১১টি
D
৬টি
UNDP ও সুশাসন
-
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP) ১৯৯৭ সালে উন্নয়নশীল দেশগুলোর শাসনতান্ত্রিক নীতির ওপর গুরুত্ব আরোপ করতে গিয়ে সুশাসনের সংজ্ঞা প্রদান করে
-
UNDP-এর মতে, “একটি দেশের সার্বিক স্তরের কার্যাবলি পরিচালনার জন্য অর্থনৈতিক, রাজনৈতিক এবং প্রশাসনিক কর্তৃত্বের চর্চা বা প্রয়োগের পদ্ধতিই হলো সুশাসন”
UNDP অনুযায়ী সুশাসনের ৯টি উপাদান
-
স্বচ্ছতা
-
আইনের শাসন
-
সকলের অংশগ্রহণ
-
সংবেদনশীলতা
-
সংখ্যাগরিষ্ঠ মতের প্রাধান্য
-
সমতা
-
ন্যায্যতা
-
জবাবদিহিতা
-
কৌশলগত লক্ষ্য
উৎস: UNDP ওয়েবসাইট
0
Updated: 2 months ago
UNDP-এর মতে সুশাসনের উপাদান -
Created: 1 month ago
A
৫টি
B
৬টি
C
৮টি
D
৯টি
UNDP ও সুশাসন (Good Governance)
-
সংস্থা: জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP)
-
প্রকাশকাল: ১৯৯৭ সালে
-
সংজ্ঞা: UNDP-এর মতে,
“একটি দেশের সার্বিক স্তরের কার্যাবলি পরিচালনার জন্য অর্থনৈতিক, রাজনৈতিক এবং প্রশাসনিক কর্তৃত্বের চর্চা বা প্রয়োগের পদ্ধতিই হলো সুশাসন।” -
নীতি নথি: ‘স্থায়ী মানব উন্নয়নের জন্য শাসন’ (Governance for Sustainable Human Development)
-
সারাংশ: সুশাসন হলো যে প্রক্রিয়ায় দেশের অর্থনৈতিক, রাজনৈতিক ও প্রশাসনিক কর্তৃপক্ষের সকল পর্যায়ের কর্মকাণ্ডের শাসন ও নিয়ন্ত্রণ প্রত্যক্ষ করা যায়।
UNDP-এর মতে সুশাসনের ৯টি উপাদান:
১. স্বচ্ছতা (Transparency)
২. আইনের শাসন (Rule of Law)
৩. সকলের অংশগ্রহণ (Participation)
৪. সংবেদনশীলতা (Responsiveness)
৫. সংখ্যাগরিষ্ঠ মতের প্রাধান্য (Majority Rule)
৬. সমতা (Equity)
৭. ন্যায্যতা (Fairness)
৮. জবাবদিহিতা (Accountability)
৯. কৌশলগত লক্ষ্য (Strategic Vision)
0
Updated: 1 month ago
নিম্নের কোন সংস্থার মতে, সুশাসন সকলের অংশগ্রহণের মাধ্যমে অর্থপূর্ণ রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠা করে?
Created: 1 month ago
A
World Bank
B
UNDP
C
IMF
D
UN
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বা UNDP সুশাসনকে একটি দেশের অর্থনৈতিক, রাজনৈতিক এবং প্রশাসনিক কর্তৃত্ব প্রয়োগের মাধ্যমে সার্বিক কার্যাবলি পরিচালনার পদ্ধতি হিসেবে ব্যাখ্যা করেছে। তাদের মতে, সুশাসন মানে হচ্ছে Good Governance is the exercise of economic, political and administrative authority to manage a country's affairs at all levels।
-
সুশাসন সম্পর্কিত UNDP-এর নীতি নথি (১৯৯৭):
UNDP “Governance for Sustainable Human Development” শীর্ষক নথিতে সুশাসনের সংজ্ঞা নির্ধারণ করে। সেখানে বলা হয়, কোনো দেশের অর্থনৈতিক, রাজনৈতিক ও প্রশাসনিক কর্তৃপক্ষের সকল স্তরের কার্যক্রমে শাসন প্রক্রিয়া প্রত্যক্ষ করা যায়। -
UNDP অনুযায়ী সুশাসনের ৯টি উপাদান হলো:
-
স্বচ্ছতা (Transparency)
-
আইনের শাসন (Rule of Law)
-
সবার অংশগ্রহণ (Participation)
-
সংবেদনশীলতা (Responsiveness)
-
সংখ্যাগরিষ্ঠ মতের প্রাধান্য (Consensus Orientation)
-
সমতা (Equity)
-
ন্যায্যতা (Fairness/Effectiveness)
-
জবাবদিহিতা (Accountability)
-
কৌশলগত লক্ষ্য নির্ধারণ (Strategic Vision)
-
⇒ UNDP-এর মতে, সুশাসন সকলের অংশগ্রহণ নিশ্চিত করে একটি অর্থবহ রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠা করে, যা মানব উন্নয়ন ও রাষ্ট্রীয় অগ্রগতির জন্য অপরিহার্য।
0
Updated: 1 month ago