যদি ROAD কে URDG লিখা হয়, তাহলে SWAN কে কী লিখা হবে?
A
VZDP
B
UXDQ
C
VXDQ
D
VZDQ
উত্তরের বিবরণ
প্রশ্ন: যদি ROAD কে URDG লিখা হয়, তাহলে SWAN কে কী লিখা হবে?
সমাধান:
ROAD ⇔ URDG
R + 3 = U
O + 3 = R
A + 3 = D
D + 3 = G
SWAN
S + 3 = V
W + 3 = Z
A + 3 = D
N + 3 = Q
∴ SWAN ⇔ VZDQ

0
Updated: 10 hours ago
নিচের কোনটি মৌলিক সংখ্যা?
Created: 3 days ago
A
১২৩
B
১৪১
C
১৪৩
D
১৫১
প্রদত্ত সংখ্যাগুলোর মধ্যে ১৫১ একটি মৌলিক সংখ্যা, কারণ এটি শুধুমাত্র ১ এবং ১৫১ দ্বারা বিভাজ্য।
-
১২৩ = ৩ × ৪১ (মৌলিক নয়)
-
১৪১ = ৩ × ৪৭ (মৌলিক নয়)
-
১৪৩ = ১১ × ১৩ (মৌলিক নয়)
-
১৫১ = ১ × ১৫১ (মৌলিক)
অতএব, প্রদত্ত সংখ্যাগুলোর মধ্যে ১৫১ মৌলিক।

0
Updated: 3 days ago
উত্তর দিকগামী একটি জাহাজ ডানদিকে মোড় নিয়ে কত ডিগ্রি ঘুরলে তা সোজা পশ্চিম দিকে চলবে?
Created: 2 weeks ago
A
৯০°
B
১২০°
C
১৮০°
D
২৭০°
প্রশ্ন: উত্তর দিকগামী একটি জাহাজ ডানদিকে মোড় নিয়ে কত ডিগ্রি ঘুরলে তা সোজা পশ্চিম দিকে চলবে?
সমাধান:
উত্তর দিকগামী একটি জাহাজ ডানদিকে ৯০° ঘুরলে সেটির দিক হবে পূর্বমুখী।
আবার, সেটি ৯০° ঘুরলে সেটির দিক হবে দক্ষিণমুখী।
আবার, সেটি ৯০° ঘুরলে সেটির দিক হবে সোজা পশ্চিম দিকে।
অর্থাৎ জাহাজটি (৯০° + ৯০° + ৯০°) বা ২৭০° ঘুরলে সেটি সোজা পশ্চিম দিকে চলবে।

0
Updated: 2 weeks ago
৩, ৫, ৪, ৮, ৫, ১১, ৬,............ অনুক্রমটির দশম পদ কত?
Created: 2 weeks ago
A
১১
B
১৩
C
১৪
D
১৭
প্রশ্ন: ৩, ৫, ৪, ৮, ৫, ১১, ৬,............ অনুক্রমটির দশম পদ কত?
সমাধান:
৩, ৫, ৪, ৮, ৫, ১১, ৬,............ অনুক্রমটির দশম পদ ১৭ ।
প্রদত্ত অনুক্রমটিতে দুইটি ভিন্ন অনুক্রম বিদ্যমান।
→ ১ম অনুক্রম,
৩, ৪, ৫, ৬, ৭, ৮, ............ (সাধারণ অন্তর ১)
→ ২য় অনুক্রম,
৫, ৮, ১১, ১৪, ১৭, ............... (সাধারণ অন্তর ৩)
→ প্রদত্ত অনুক্রমটিকে বর্ধিত করে পাই,
৩, ৫, ৪, ৮, ৫, ১১, ৬, ১৪, ৭, ১৭, ৮, .........
∴ অনুক্রমটির দশম পদ ১৭ ।

0
Updated: 2 weeks ago