৩৬, ২৮, ২১, ১৫, ১০,........... ধারার পরবর্তী সংখ্যাটি কত?
A
১১
B
৭
C
৬
D
৫
উত্তরের বিবরণ
প্রশ্ন: ৩৬, ২৮, ২১, ১৫, ১০..... ধারার পরবর্তী সংখ্যাটি কত?
সমাধান:
৩৬ - ২৮ = ৮
২৮ - ২১ = ৭
২১ - ১৫ = ৬
১৫ - ১০ = ৫
∴ ১০ - পরবর্তী সংখ্যা = ৪
বা, পরবর্তী সংখ্যা = ১০ - ৪
∴ পরবর্তী সংখ্যা = ৬
0
Updated: 1 month ago
ক একটি লন রোলার টানছে এবং খ একটি লন রোলার ঠেলছে। কার সবচেয়ে কম কষ্ট হবে?
Created: 1 month ago
A
ক-এর
B
খ-এর
C
দুইজনেরই সমান কষ্ট হবে
D
নির্ণয় করা সম্ভব নয়
লন রোলার টানা এবং ঠেলা দুই পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায়, লন রোলার ঠেলার সময় প্রযুক্ত বল নিচের দিকে কাজ করে, ফলে ভরের সঙ্গে প্রযুক্ত বলও যুক্ত হয়ে লন রোলার ঠেলা কঠিন হয়।
অন্যদিকে, টানার সময় প্রযুক্ত বল উপরের দিকে কাজ করে, ফলে লন রোলারের ভর থেকে প্রযুক্ত বল বাদ হয়ে যায় এবং লন রোলার টানা সহজ হয়।
অতএব, ক-এর সবচেয়ে কম কষ্ট হবে কারণ সে লন রোলার টানছে।
0
Updated: 1 month ago
প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন সংখ্যাটি বসবে?
Created: 1 month ago
A
7
B
8
C
10
D
11
প্রশ্ন: প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন সংখ্যাটি বসবে?
সমাধান:
নির্ণেয় সংখ্যা = 10
প্রথম চিত্রে,
(4 × 4) - (5 × 3)
= 16 - 15 = 1
দ্বিতীয় চিত্রে,
(6 × 8) - (6 × 7)
= 48 - 42 = 6
তৃতীয় চিত্রে,
(5 × 8) - (5 × 6)
= 40 - 30 = 10
0
Updated: 1 month ago
P, Q এবং R তিনটি শহর। P এবং Q এর মধ্যবর্তী দূরত্ব 60 কিমি, আর P এবং R এর মধ্যবর্তী দূরত্ব 80 কিমি। Q , P এর বরাবর পশ্চিম দিকে এবং R, P এর বরাবর দক্ষিণ দিকে অবস্থিত। Q এবং R এর মধ্যবর্তী দূরত্ব কত?
Created: 1 month ago
A
100 কি. মি.
B
60 কি. মি.
C
40 কি. মি.
D
140 কি. মি.
প্রশ্ন: P, Q এবং R তিনটি শহর। P এবং Q এর মধ্যবর্তী দূরত্ব 60 কিমি, আর P এবং R এর মধ্যবর্তী দূরত্ব 80 কিমি। Q , P এর বরাবর পশ্চিম দিকে এবং R, P এর বরাবর দক্ষিণ দিকে অবস্থিত। Q এবং R এর মধ্যবর্তী দূরত্ব কত?
সমাধান:
পিথাগোরাসের সূত্রানুযায়ী,
QR = √{(PQ)2 + (PR)2}
= √{602+802}
= √(3600 + 6400)
= √10000
= 100 কি. মি.
0
Updated: 1 month ago