সিরিজের প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি যথার্থ হবে?
৪, ১৮, ?, ১০০, ১৮০, ২৯৪
A
৫৬
B
৪২
C
৪৮
D
৫২
উত্তরের বিবরণ
প্রশ্ন: সিরিজের প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি যথার্থ হবে?
৪, ১৮, ?, ১০০, ১৮০, ২৯৪
সমাধান:
২৩ - ২২ = ৮ - ৪ = ৪
৩৩ - ৩২ = ২৭ - ৯ = ১৮
৪৩ - ৪২ = ৬৪ - ১৬ = ৪৮
৫৩ - ৫২ = ১২৫ - ২৫ = ১০০
৬৩ - ৬২ = ২১৬ - ৩৬ = ১৮০
৭৩ - ৭২ = ৩৪৩ - ৪৯ = ২৯৪

0
Updated: 10 hours ago
নিচের অনুক্রমটির প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
১, ১, ২, ৩, ৫, ৮, ?
Created: 2 weeks ago
A
৫
B
৯
C
১৩
D
২১
প্রশ্ন: নিচের অনুক্রমটির পরবর্তী সংখ্যা কোনটি?
১, ১, ২, ৩, ৫, ৮, ?
সমাধান:
অনুক্রমটির পরবর্তী সংখ্যা = ১৩
প্রদত্ত অনুক্রমটি একটি ফিবোনাচ্চি সংখ্যার ক্রম।
এখানে, প্রথম দুইটি সংখ্যার যোগফল হবে তৃতীয় সংখ্যাটি।
প্রদত্ত অনুক্রমটির বর্ধিত রুপ নিম্নরূপ,
১, ১, ২, ৩, ৫, ৮, ১৩, ২১,..............

0
Updated: 2 weeks ago
EXERCISE : STRONG : :
Created: 2 weeks ago
A
PERFORM : SHY
B
WATCH : ALERT
C
DECIDE : ASTUTE
D
READ : LEARN
প্রশ্ন: EXERCISE : STRONG : :
সমাধান:
Exercise (অনুশীলন বা শরীর চর্চা) করলে strong (শক্তিশালী) হওয়া যায় এবং read (পড়াশোনা) করলে Learn (শেখা) যায়।
সুতরাং, EXERCISE : STRONG : : READ : LEARN
অন্য অপশন গুলো-
Perform = কাজ সম্পাদন করা বা অভিনয় করা
Shy = লাজুক
Watch = নজর রাখা, লক্ষ্য করা
Alert = সতর্ক, সজাগ
Decide = সিদ্ধান্ত নেওয়া
Astute = বিচক্ষণ, চতুর

0
Updated: 2 weeks ago
লিভারের ভারসাম্য বজায় রাখতে চিহ্নিত প্রশ্নবোধক স্থানের দূরত্ব কত হওয়া উচিত?
Created: 3 weeks ago
A
5 ফুট
B
6 ফুট
C
9 ফুট
D
10 ফুট
মানসিক দক্ষতা
মানসিক দক্ষতা (Mental skills)
সময়, দূরত্ব ও গতিবেগ (Time, distance & speed)
সীমা চিহ্নিতকরণ রেখা ও অক্ষরেখা
প্রশ্ন: লিভারের ভারসাম্য বজায় রাখতে চিহ্নিত প্রশ্নবোধক স্থানের দূরত্ব কত হওয়া উচিত?
সমাধান:
ধরি,
A প্রান্ত ও ফালক্রামের মধ্যবর্তী দূরত্ব = x ফুট
প্রশ্নমতে,
10x = 15 × 6
⇒ 10x = 90
⇒ x = 90/10
⇒ x = 9

0
Updated: 3 weeks ago