P, Q এবং R তিনটি শহর। P এবং Q এর মধ্যবর্তী দূরত্ব 60 কিমি, আর P এবং R এর মধ্যবর্তী দূরত্ব 80 কিমি। Q , P এর বরাবর পশ্চিম দিকে এবং R, P এর বরাবর দক্ষিণ দিকে অবস্থিত। Q এবং R এর মধ্যবর্তী দূরত্ব কত?
A
100 কি. মি.
B
60 কি. মি.
C
40 কি. মি.
D
140 কি. মি.
উত্তরের বিবরণ
প্রশ্ন: P, Q এবং R তিনটি শহর। P এবং Q এর মধ্যবর্তী দূরত্ব 60 কিমি, আর P এবং R এর মধ্যবর্তী দূরত্ব 80 কিমি। Q , P এর বরাবর পশ্চিম দিকে এবং R, P এর বরাবর দক্ষিণ দিকে অবস্থিত। Q এবং R এর মধ্যবর্তী দূরত্ব কত?
সমাধান:
পিথাগোরাসের সূত্রানুযায়ী,
QR = √{(PQ)2 + (PR)2}
= √{602+802}
= √(3600 + 6400)
= √10000
= 100 কি. মি.

0
Updated: 10 hours ago
A চাকাটি যদি ঘড়ির কাঁটার দিকে ১০ rpm গতিতে ঘুরে তাহলে D চাকাটির ঘূর্ণনের প্রকৃতি কেমন হবে?
Created: 3 weeks ago
A
ঘড়ির কাঁটার দিকে দ্রুত
B
ঘড়ির কাঁটার বিপরীতে সমান গতিতে
C
ঘড়ির কাঁটার বিপরীতে দ্রুত
D
ঘড়ির কাঁটার দিকে সমান গতিতে
মানসিক দক্ষতা
দৈনন্দিন জীবনে পদার্থবিজ্ঞান
বিবিধ মানসিক দক্ষতা (Miscellaneous)
মানসিক দক্ষতা (Mental skills)
প্রশ্ন: A চাকাটি যদি ঘড়ির কাঁটার দিকে ১০ rpm গতিতে ঘুরে তাহলে D চাকাটির ঘূর্ণনের প্রকৃতি কেমন হবে?

সমাধান:
A চাকাটি যদি ঘড়ির কাঁটার দিকে ১০ rpm গতিতে ঘুরে তাহলে D চাকাটি ঘড়ির কাঁটার বিপরীতে সমান গতিতে ঘুরবে।
• A ও B চাকাদ্বয় পরস্পর সোজা বেল্টের মাধ্যমে যুক্ত আছে।
ফলে A ও B এর ঘূর্ণনের দিক হবে একই দিকে।
• B ও C চাকাদ্বয় পরস্পর ক্রস বেল্টের মাধ্যমে যুক্ত আছে।
ফলে B ও C এর ঘূর্ণনের দিক হবে পরস্পর বিপরীত দিকে।
• C ও D চাকাদ্বয় পরস্পর সোজা বেল্টের মাধ্যমে যুক্ত আছে।
ফলে C ও D এর ঘূর্ণনের দিকে হবে একই দিকে।
• A চাকা (ঘড়ির কাঁটার দিকে) - B চাকা (ঘড়ির কাঁটার দিকে) - C চাকা (ঘড়ির কাঁটার বিপরীতে) - D চাকা (ঘড়ির কাঁটার বিপরীতে)
আবার, কোনো চাকার পরিধি যত কম হবে সেটির ঘূর্ণনের গতি তত বেশি হবে।
ছোট চাকাগুলোর ঘূর্ণন গতি সমান হবে।
অর্থাৎ A ও D চাকার ঘূর্ণন গতি হবে সমান অর্থাৎ ১০ rpm।

0
Updated: 3 weeks ago
স্থির
অবস্থান থেকে ট্রলিটি কোনদিকে
টানা হচ্ছে?
Created: 3 days ago
A
A এর দিকে
B
B এর দিকে
C
ট্রলিটি স্থির অবস্থানেই আছে
D
নির্ণয় করা সম্ভব নয়
প্রশ্ন:
স্থির অবস্থান থেকে ট্রলিটি কোনদিকে
টানা হচ্ছে?
সমাধান:
আমরা জানি,
স্থির অবস্থান থেকে কোনো বস্তু
চলতে শুরু করলে স্থিতি
জড়তার কারনে তা পেছনদিকে হেলে
পড়ে।
স্থির অবস্থান থেকে টানতে শুরু
করা ট্রলিটির মধ্যে থাকা বোতলটি B এর
দিকে হেলে পড়েছে।
অর্থাৎ ট্রলিটি

0
Updated: 3 days ago
প্রথম গিয়ারটি ঘড়ির কাঁটার দিকে ঘুরলে চতুর্থ গিয়ারটি কোন দিকে ঘুরবে?
Created: 3 days ago
A
ঘড়ির কাঁটার দিকে
B
ঘড়ির কাঁটার বিপরীতে
C
কোনটিই ঘুরবে না
D
সবগুলো গিয়ার একই দিকে ঘুরবে
প্রদত্ত অক্ষরগুলোর থেকে সঠিক শব্দ হলো উলুখাগড়া, যা অনগ্রসর ব্যক্তি বা নিরীহ প্রজা বোঝায়।
অন্যদিকে:
-
রদা আপারী ব্যা → আদার ব্যাপারী: নগণ্য ব্যক্তি
-
ড়ু ন্ডী চ ন → উড়নচণ্ডী: অমিতব্যয়ী
-
ককূ ণ্ডূ মপ → কূপমণ্ডূক: সীমাবদ্ধ জ্ঞানসম্পন্ন ব্যক্তি
উৎস:

0
Updated: 3 days ago