প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?
A
6
B
5
C
3
D
2
উত্তরের বিবরণ
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?
সমাধান:
১ম ও ৩য় পায়ের সংখ্যার যোগফল থেকে ২য় ও ৪র্থ পায়ের যোগফল বিয়োগ করলে লেজের সংখ্যাটি পাওয়া যায়।
১ম চিত্রে, 8 + 2 = 10
5 + 1 = 6
10 - 6 = 4
২য় চিত্রে, 11 + 3 = 14
6 + 5 = 11
14 - 11 = 3
∴ প্রশ্নবোধক স্থানে 3 বসবে।

0
Updated: 10 hours ago
২৮০ মিটার দীর্ঘ একটি মালবাহী ট্রেন ঘণ্টায় ৭২ কিলোমিটার বেগে ৩০ সেকেন্ড একটি সেতু অতিক্রম করে। সেতুটির দৈর্ঘ্য কত?
Created: 3 weeks ago
A
৩২০ মিটার
B
৩৫০ মিটার
C
২৬০ মিটার
D
৪০০ মিটার
প্রশ্ন: ২৮০ মিটার দীর্ঘ একটি মালবাহী ট্রেন ঘণ্টায় ৭২ কিলোমিটার বেগে ৩০ সেকেন্ড একটি সেতু অতিক্রম করে। সেতুটির দৈর্ঘ্য কত?
সমাধান:
ট্রেনের বেগ = ৭২ কিলোমিটার/ঘণ্টা
= (৭২ × ১০০০)/৩৬০০ মিটার/সেকেন্ড
= ২০ মিটার/সেকেন্ড
∴ ১ সেকেন্ডে যায় = ২০ মিটার
∴ ৩০ সেকেন্ডে যায় (২০ × ৩০) = ৬০০ মিটার
∴ সেতুর দৈর্ঘ্য = ৬০০ - ২৮০ = ৩২০ মিটার

0
Updated: 3 weeks ago
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
Created: 2 weeks ago
A
11
B
12
C
13
D
14
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
সমাধান:
নির্ণেয় সংখ্যা = 13
চিত্রটিতে,
7 × 3 = 21
7 × 4 = 28
9 × 5 = 45
13 × 6 = 78

0
Updated: 2 weeks ago
নিচের কোনটি অন্যগুলোর সাথে অসামঞ্জস্যপূর্ণ?
Created: 6 days ago
A
নীলদর্পন
B
বহিপির
C
বিলেতে সাড়ে সাতশ দিন
D
রক্তাক্ত প্রান্তর
প্রশ্ন: নিচের কোনটি অন্যগুলোর সাথে অসামঞ্জস্যপূর্ণ?
সমাধান:
-
'নীলদর্পণ' (১৮৬০): দীনবন্ধু মিত্র রচিত একটি বিখ্যাত নাটক
-
'বহিপীর' (১৯২২): সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত একটি বিখ্যাত নাটক
-
'রক্তাক্ত প্রান্তর' (১৯৬২): মুনীর চৌধুরী রচিত একটি বিখ্যাত নাটক
তুলনায়, 'বিলেতে সাড়ে সাতশ দিন' একটি বাংলা ভ্রমণকাহিনী, যা লিখেছেন মুহম্মদ আবদুল হাই।
সুতরাং, অসামঞ্জস্যপূর্ণ শব্দটি হলো: বিলেতে সাড়ে সাতশ দিন

0
Updated: 6 days ago