Y দক্ষিণ দিকে মুখ করে ৪ কি. মি. হাঁটার পর বামদিকে ঘুরল এবং ৫ কি. মি. হাঁটল। আবার ডানদিকে ঘুরে ৬ কি. মি. হাঁটল। শেষের দিকে Y কোন দিকে মুখ করে হাঁটছিল?
A
উত্তর
B
দক্ষিণ
C
পশ্চিম
D
পূর্ব
উত্তরের বিবরণ
প্রশ্ন: Y দক্ষিণ দিকে মুখ করে ৪ কি. মি. হাঁটার পর বামদিকে ঘুরল এবং ৫ কি. মি. হাঁটল। আবার ডানদিকে ঘুরে ৬ কি. মি. হাঁটল। শেষের দিকে Y কোন দিকে মুখ করে হাঁটছিল?
সমাধান:
প্রদত্ত তথ্যগুলোকে চিত্রের মাধ্যমে সাজিয়ে পাই,
∴ শেষের দিকে Y দক্ষিণ দিকে মুখ করে হাঁটছিল।
0
Updated: 1 month ago
নিচের চিত্রে কতটি ত্রিভুজ রয়েছে?
Created: 2 months ago
A
8 টি
B
10 টি
C
12 টি
D
14 টি
মানসিক দক্ষতা
ত্রিভুজ (Triangle)
দৈনন্দিন জীবনে পদার্থবিজ্ঞান
বিবিধ মানসিক দক্ষতা (Miscellaneous)
মানসিক দক্ষতা (Mental skills)
প্রশ্ন: নিচের চিত্রে কতটি ত্রিভুজ রয়েছে?

সমাধান:

উপরের চিত্রে একক ত্রিভুজ অর্থাৎ ত্রিভুজের ভিতরে কোনো বাহু ছেদ করে নি এমন ত্রিভুজ ABC, ADC, ADE, JFG, IJG, IGH অর্থাৎ 6 টি ।
এক বাহু ছেদ করে এমন ত্রিভুজ ACE, AIJ, FIG, GCD অর্থাৎ 4 টি।
দুই বা দুইয়ের অধিক বাহু ছেদ করে এমন ত্রিভুজ ABG, AIG, ACG, FIH অর্থাৎ 4 টি।
∴ মোট ত্রিভুজ = (6 + 4 + 4) টি = 14 টি
0
Updated: 2 months ago
ভারসাম্য রক্ষার্থে নির্দেশিত স্থানে কত কেজি ওজন সংযুক্ত করতে হবে?
Created: 2 months ago
A
৫.৪ কেজি
B
৪.৫ কেজি
C
৫.২ কেজি
D
৪.৮ কেজি
প্রশ্ন: ভারসাম্য রক্ষার্থে নির্দেশিত স্থানে কত কেজি ওজন সংযুক্ত করতে হবে?
সমাধান:
১২ × ২ = ক × ৫
⇒ ২৪ = ৫ক
⇒ ক = ২৪/৫
∴ ক = ৪.৮ কেজি
∴ ভারসাম্য রক্ষার্থে নির্দেশিত স্থানে ৪.৮ কেজি ওজন সংযুক্ত করতে হবে।
0
Updated: 2 months ago
প্রশ্নবোধক স্থানে কোন চিত্রটি বসবে?
Created: 2 months ago
A
ক)
B
খ)
C
গ)
D
ঘ)
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন চিত্রটি বসবে?

সমাধান:
এখানে দুইটি অনুক্রম বিদ্যমান রয়েছে।
১ম অনুক্রমটি,
D(4) + 4 = H (8)
H(8) + 5 = M (13)
M(13) + 6 = S (19)
২য় অনুক্রমটি,
14 + 4 = 18
18 + 5 = 23
23 + 6 = 29
সম্পূর্ণ অনুক্রমটি হবে,

0
Updated: 2 months ago