কোন বানানটি সঠিক?
A
সমিচিন
B
সমীচীন
C
সমীচিন
D
সমিচীন
উত্তরের বিবরণ
সঠিক বানান - সমীচীন।সমীচীন শব্দের অর্থ - সঙ্গত, উচিত,উপযুক্ত,ন্যায় সঙ্গত, যথার্থ। প্রদত্ত শব্দটি একটি বিশেষণ পদ।

0
Updated: 12 hours ago
নিচের কোন বানানটি শুদ্ধ?
Created: 3 weeks ago
A
বাল্মিকী
B
বাল্মিকি
C
বাল্মীকি
D
বাল্মীকী
শুদ্ধ বানান = বাল্মীকি। বাল্মীকি (বিশেষ্য)–সংস্কৃত শব্দ। প্রকৃতি প্রত্যয় = বাল্মীক+ই। অর্থ: রামায়ণের প্রণেতা কবি ও মুনি, আদিকবি।

0
Updated: 3 weeks ago
নিচের কোন বানানটি শুদ্ধ?
Created: 1 month ago
A
শান্তনা
B
সান্ত্বনা
C
সান্তনা
D
সান্তণা
বাংলা শব্দ সান্ত্বনা এসেছে সংস্কৃত শব্দ सान्त्वन (সান্ত্বন) থেকে। এর অর্থ হলো—মনের দুঃখ মোচন করার জন্য বলা বা করা সান্ত্বনামূলক কথা বা কাজ।
-
শান্তনা (ক) ❌ → ভুল, কারণ "শান্ত" থেকে এভাবে কোনো গ্রহণযোগ্য শব্দ গঠিত হয়নি।
-
সান্তনা (গ) ❌ → ভুল, কারণ এখানে "ত্ব" ধ্বনিটি বাদ পড়েছে।
-
সান্তণা (ঘ) ❌ → ভুল, এটি অপ্রচলিত ও অশুদ্ধ রূপ।
তাই শুদ্ধ বানান হলো “সান্ত্বনা”।

0
Updated: 1 month ago
কোনটি অশুদ্ধ বানান?
Created: 1 week ago
A
ক্রন্দণ
B
কঙ্কণ
C
পিণাক
D
বেণু
বাংলা ভাষায় ‘ণ’ এবং ‘ন’ ব্যবহারের নিয়ম নিম্নরূপ:
-
অশুদ্ধ বানান: ক্রন্দণ।
-
ত-বর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত ‘ন’ কখনো ‘ণ’ হয় না, বরং ‘ন’ থাকে। উদাহরণ: অন্ত, গ্রন্থ, ক্রন্দন।
-
কিছু শব্দে স্বভাবতই ‘ণ’ থাকে। উদাহরণ: চাণক্য, মাণিক্য, গণ, বাণিজ্য, লবণ, মণ, বেণু, বীণা, কঙ্কণ, কণিকা, স্থাণু, ফণী, পিণাক।

0
Updated: 1 week ago