
উপরের চিত্রে ∠PSR একটি ____
A
সম্পূরক কোণ
B
সূক্ষ্মকোণ
C
প্রবৃদ্ধ কোণ
D
পূরক কোণ
উত্তরের বিবরণ
সমাধান:
প্রবৃদ্ধ কোণ: দুই সমকোণ থেকে বড় কিন্তু চার সমকোণ থেকে ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলা হয়।
চিত্রে চিহ্নিত ∠PSR প্রবৃদ্ধ কোণ।
অন্যান্য অপশন:
সম্পূরক কোণ: দুইটি কোণের পরিমাপের যোগফল দুই সমকোণ হলে কোণ দুইটি পরস্পর সম্পূরক কোণ।
সূক্ষ্মকোণ: এক সমকোণ থেকে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলা হয়।
পূরক কোণ: দুইটি কোণের পরিমাপের যোগফল এক সমকোণ হলে কোণ দুইটির একটি অপরটির পূরক কোণ।
0
Updated: 1 month ago
৫৬° এর সম্পূরক ও পূরক কোণের পার্থক্য কত?
Created: 1 month ago
A
৩৪°
B
৯০°
C
১২৪°
D
১৫৮°
সমাধান:
৫৬° এর সম্পূরক কোণ = ১৮০° - ৫৬° = ১২৪°
৫৬° এর পূরক কোণ = ৯০° - ৫৬° = ৩৪°
∴ কোণের পার্থক্য = ১২৪° - ৩৪° = ৯০°
৫৬° এর সম্পূরক কোণ = ১৮০° - ৫৬° = ১২৪°
৫৬° এর পূরক কোণ = ৯০° - ৫৬° = ৩৪°
∴ কোণের পার্থক্য = ১২৪° - ৩৪° = ৯০°
0
Updated: 1 month ago
একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রঃস্থ কোণের পরিমাণ ৮৫° হলে, পরিধিস্থ কোণের পরিমাণ কত হবে?
Created: 1 month ago
A
৩৭.৫°
B
৪৫°
C
৪২.৫°
D
৪০°
প্রশ্ন: একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রঃস্থ কোণের পরিমাণ ৮৫° হলে, পরিধিস্থ কোণের পরিমাণ কত হবে?
সমাধান:
আমরা জানি,
- বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তঃস্থ কোণ কেন্দ্রঃস্থ কোণের অর্ধেক।
- বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রঃস্থ কোণ বৃত্তঃস্থ কোণের দ্বিগুণ।
এখন,
একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রঃস্থ কোণের পরিমাণ = ৮৫° হলে,
পরিধিস্থ কোণের পরিমাণ হবে = (৮৫° ÷ ২)
= ৪২.৫°
∴ পরিধিস্থ কোণের পরিমাণ = ৪২.৫°
0
Updated: 1 month ago
দুইটি সম্পূরক কোণের অনুপাত ২৩ : ১৩ হলে, কোণ দুটির পার্থক্য কত ?
Created: 2 months ago
A
৫০°
B
৬০°
C
৭৫°
D
৯০°
প্রশ্ন: দুইটি সম্পূরক কোণের অনুপাত ২৩ : ১৩ হলে, কোণ দুটির পার্থক্য কত ডিগ্রী?
সমাধান:
দেওয়া আছে,
সম্পূরক কোণ দুটির অনুপাত = ২৩ : ১৩
∴ অনুপাত দুটির যোগফল = ২৩ + ১৩ = ৩৬
আমরা জানি,
দুইটি সম্পূরক কোণের সমষ্টি = ১৮০°।
∴ ক্ষুদ্রতম কোণের পরিমাপ = {১৮০ × (১৩/৩৬)}° = ৬৫°
আবার,
বৃহত্তম কোণের পরিমাপ = {১৮০ × (২৩/৩৬)}° = ১১৫°
∴ কোণ দুটির পার্থক্য = (১১৫ - ৬৫)°
= ৫০°।
0
Updated: 2 months ago