একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য ১৫° হলে, কোণদ্বয়ের মধ্যে বড় কোণটির মান কত?
A
৭৫°
B
৫২.৫°
C
২.৫°
D
৩৫.৫°
উত্তরের বিবরণ
সমাধান:
যেহেতু ত্রিভুজটি সমকোণী। অপর দুটি কোণের সমষ্টি ৯০°
অপর দুটি কোণের ক্ষুদ্রতম কোণ = ক
বৃহত্তম কোণ = ক + ১৫°
প্রশ্নমতে,
ক + ক + ১৫° = ৯০°
⇒ ২ক = ৭৫°
ক = ৩৭.৫°
∴ বৃহত্তম কোণটির মান = ৩৭.৫° + ১৫°
= ৫২.৫°
0
Updated: 1 month ago
If
Created: 1 month ago
A
30°
B
45°
C
60°
D
90°
Question: If 
Solution:
0
Updated: 1 month ago
একটি সমবাহু ত্রিভুজ বাহুর দৈর্ঘ্য 12 সে. মি. হলে, এর ক্ষেত্রফল কত?
Created: 2 months ago
A
36√3 বর্গ সে. মি.
B
72√3 বর্গ সে. মি.
C
48√3 বর্গ সে. মি.
D
54√3 বর্গ সে. মি.
সমাধান:
দেওয়া আছে,
বাহুর দৈর্ঘ্য, a =12 সে. মি.
আমরা জানি,
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√3/4) × a2
= (√3/4) × (12)2
= (√3/4) × 144
= 36√3 বর্গ সে. মি.
অতএব, ক্ষেত্রফল 36√3 বর্গ সে. মি.।
0
Updated: 2 months ago
একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু ১০
মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল
কত?
Created: 2 months ago
A
২৫√৩ বর্গমিটার
B
৪৫√৩ বর্গমিটার
C
১০০√৩ বর্গমিটার
D
৬৪ বর্গমিটার
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু ১০ মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
সমাধান:
আমরা জানি,
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a হলে ক্ষেত্রফল = (√৩/৪)a২
দেওয়া আছে,
সমবাহু ত্রিভুজটির একটি বাহুর দৈর্ঘ্য a = ১০ মিটার।
∴ ত্রিভুজটির ক্ষেত্রফল = (√৩/৪) × (১০)২
= (√৩/৪) × ১০০
= ২৫√৩ বর্গমিটার
সুতরাং, ত্রিভুজটির ক্ষেত্রফল ২৫√৩ বর্গমিটার।
0
Updated: 2 months ago