A
৩
B
৪
C
৫
D
৬
উত্তরের বিবরণ
স্থানীয় সরকার কাঠামো
বাংলাদেশে স্থানীয় সরকার একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক ব্যবস্থা, যা পল্লী ও শহর – উভয় অঞ্চলে পৃথক কাঠামোর মাধ্যমে পরিচালিত হয়।
পল্লী এলাকাগুলোর জন্য তিন স্তরে গঠিত স্থানীয় সরকার ব্যবস্থা বিদ্যমান। এ তিনটি স্তর হলো:
-
ইউনিয়ন পরিষদ,
-
উপজেলা পরিষদ,
-
জেলা পরিষদ।
অন্যদিকে, শহরাঞ্চলে দুই স্তরের স্থানীয় সরকার কাঠামো কার্যকর রয়েছে, যা হলো:
-
সিটি কর্পোরেশন,
-
পৌরসভা।
তথ্যসূত্র: পৌরনীতি ও নাগরিকতা (নবম-দশম শ্রেণি), বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 1 week ago
১৯৯০ সালে কার নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়েছিল?
Created: 11 hours ago
A
ড. ফখরুদ্দীন আহমেদ
B
বিচারপতি লতিফুর রহমান
C
বিচারপতি সাহাবুদ্দীন আহমদ
D
বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান
তত্ত্বাবধায়ক সরকার গঠন:
- ১৯৯০ সালে এরশাদ সরকারের পতন হয়।
- তখন সাংবিধানিক সংকট সৃস্টি হয়।
- তা নিরসনে এইরূপ একটি অস্থায়ী সরকার গঠন অনিবার্য হয়ে ওঠে।
- তৎকালীন প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়েছিল।
- মোট সতেরো জন উপদেষ্টা নিয়োগ করা হয়।

0
Updated: 11 hours ago
কোনটি স্থানীয় সরকার নয়?
Created: 3 days ago
A
পৌরসভা
B
পল্লী বিদ্যুৎ
C
সিটি কর্পোরেশন
D
উপজেলা পরিষদ
পল্লী বিদ্যুৎ' - স্থানীয় সরকার নয়।
• সরকার ব্যবস্থা:
- বর্তমান বাংলাদেশে শহুরে ও গ্রামীণ দুই ধরনের স্থানীয় সরকার কার্যকর রয়েছে।
- বাংলাদেশে শহরের জন্য দুই স্তর বিশিষ্ট ও পল্লীর জন্য তিন স্তর বিশিষ্ট স্থানীয় সরকার কাঠামো রয়েছে।
• পল্লী স্থানীয় সরকার:
- জেলা পরিষদ,
- উপজেলা পরিষদ,
- ইউনিয়ন পরিষদ।
- জেলা পরিষদ এ তিনস্তর বিশিষ্ট স্থানীয় সরকার কাঠামোর সর্বোচ্চ স্তর।
• শহরভিত্তিক স্থানীয় সরকার:
- সিটি কর্পোরেশন।
- পৌরসভা।
তথ্যসূত্র: পৌরনীতি ও নাগরিকতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 3 days ago