দুটি সংখ্যার গুণফল ১৫৩৬। সংখ্যা দুটোর ল.সা.গু ৯৬ হলে গ.সা.গু. কত?
A
১৬
B
২৪
C
৩২
D
১২
উত্তরের বিবরণ
প্রশ্ন: দুটি সংখ্যার গুণফল ১৫৩৬। সংখ্যা দুটোর ল.সা.গু ৯৬ হলে গ.সা.গু. কত?
সমাধান:
দেওয়া আছে,
দুইটি সংখ্যার গুণফল ১৫৩৬
সংখ্যা দুইটির ল.সা.গু ৯৬
আমরা জানি,
দুইটি সংখ্যার গুণফল = সংখ্যা দুইটির ল.সা.গু × গ.সা.গু
⇒ ১৫৩৬ = ৯৬ × গ.সা.গু
⇒ গ.সা.গু = ১৫৩৬/৯৬
∴ গ.সা.গু = ১৬
0
Updated: 5 months ago
দুইটি সংখ্যার ল,সা, গু 4x2 + 12x2 - 16x - 48, গ,সা,গু 2x+4। একটি সংখ্যা 4x2 + 20x + 24 হলে অপরটি-
Created: 2 weeks ago
A
x2 - 4
B
2(x2 - 4)
C
4(x2 - 4)
D
x + 2
প্রশ্ন: দুইটি সংখ্যার ল,সা, গু 4x2 + 12x2 - 16x - 48, গ,সা,গু 2x+4। একটি সংখ্যা 4x2 + 20x + 24 হলে অপরটি-
সমাধান:
[মূল প্রশ্নে 4x2 + 12x2 - 16x - 48 অংশটি ভুল দেওয়া আছে, এটি: 4x3 + 12x2 - 16x - 48 হবে, তাই ল,সা, গু 4x3 + 12x2 - 16x - 48 ধরে সমাধান করা হয়েছে]
ল,সা, গু = 4x3 + 12x2 - 16x - 48
গ,সা,গু = 2x + 4
একটি সংখ্যা = 4x2 + 20x + 24
অপর সংখ্যা = ?
আমরা জানি,
প্রথম সংখ্যা × দ্বিতীয় সংখ্যা = ল.সা.গু × গ.সা.গু
গ,সা,গু = 2x + 4 = 2(x + 2)
একটি সংখ্যা = 4x2 + 20x + 24
= 4(x2 + 5x + 6)
= 4(x + 2)(x + 3)
ল,সা, গু = 4x3 + 12x2 - 16x - 48
= 4(x3 + 3x2 - 4x - 12)
= 4[x2(x + 3) - 4(x + 3)]
= 4(x + 3)(x2 - 4)
= 4(x + 3)(x - 2)(x + 2)
প্রথম সংখ্যা × দ্বিতীয় সংখ্যা = ল.সা.গু × গ.সা.গু
দ্বিতীয় সংখ্যা = [4(x + 3)(x - 2)(x + 2) × 2(x + 2)] / [4(x + 2)(x + 3)]
= [8(x + 3)(x - 2)(x + 2)2] / [4(x + 2)(x + 3)]
= 2(x - 2)(x + 2)
= 2(x2 - 4)
0
Updated: 2 weeks ago
দুইটি সংখ্যার ল.সা.গু ও গ.সা.গু যথাক্রমে ২০০ এবং ৫। একটি সংখ্যা ৪০ হলে অপর সংখ্যাটি কত?
Created: 2 weeks ago
A
২৫
B
৩৪
C
৩৬
D
৩৯
সমাধান:
অপর সংখ্যাটি = (ল.সা.গু × গ.সা.গু)/একটি সংখ্যা
= (২০০ × ৫)/৪০
= ২৫
∴ অপর সংখ্যাটি = ২৫
অপর সংখ্যাটি = (ল.সা.গু × গ.সা.গু)/একটি সংখ্যা
= (২০০ × ৫)/৪০
= ২৫
∴ অপর সংখ্যাটি = ২৫
0
Updated: 2 weeks ago
What is the H.C.F. of the following fractions?
2/4, 4/6, 6/8.
Created: 3 weeks ago
A
1/6
B
1/12
C
1/8
D
1/4
Solution:
আমরা জানি, ভগ্নাংশের গসাগু = (লবের গসাগু)/(হরের লসাগু)
এখানে লব = 2, 4 এবং 6
2 = 2 × 1
4 = 2 × 2
6 = 2 × 3
∴ লবের গসাগু (H.C.F.) = 2
হর = 4, 6 এবং 8
4 = 22
6 = 2 × 3
8 = 23
∴ হরের লসাগু (L.C.M.) = 23 × 3 = 8 × 3 = 24
ভগ্নাংশের গসাগু = লবের গসাগু/হরের লসাগু
= 2/24
= 1/12
আমরা জানি, ভগ্নাংশের গসাগু = (লবের গসাগু)/(হরের লসাগু)
এখানে লব = 2, 4 এবং 6
2 = 2 × 1
4 = 2 × 2
6 = 2 × 3
∴ লবের গসাগু (H.C.F.) = 2
হর = 4, 6 এবং 8
4 = 22
6 = 2 × 3
8 = 23
∴ হরের লসাগু (L.C.M.) = 23 × 3 = 8 × 3 = 24
ভগ্নাংশের গসাগু = লবের গসাগু/হরের লসাগু
= 2/24
= 1/12
0
Updated: 3 weeks ago