Choose the correct sentence.
A
The man that said that was a fool
B
The man who said that was a fool
C
The man that said that was a fool
D
The man which said that was a fool
উত্তরের বিবরণ
Who এর পর সরাসরি verb আসে আর whom এর পর আসে noun বা pronoun.
ব্যক্তিবাচক noun এর relative pronoun form হিসেবে তাই এখানে who ব্যবহৃত হবে৷
সুতরাং সঠিক বাক্যটি হবে, The man who said that was a fool.

0
Updated: 5 months ago
What kind of noun is 'Girl'?
Created: 4 months ago
A
Proper
B
Common
C
Collective
D
Material
• Common noun:
A common noun is one which is common to each member of class of persons or things.
অর্থাৎ, যে noun কোন এক শ্রেণির ব্যাক্তি বা বস্তুর প্রত্যেকের সাধারণ নাম বুঝায় তাকে common noun বলে।
Examples of common nouns:
- Flower
- Poet
- Girl
- Planet
- Dress
Source: A Passage to the English Language, S M Zakir Hussain.

0
Updated: 4 months ago
Which of the following sentences is correct?
Created: 3 months ago
A
That shirt which he bought is blue in colour
B
The shirt that which he bought is blue in colour
C
Which shirt he bought is blue in colour
D
The shirt which he bought is blue in colour
• যে adjective clause কোনো noun সম্পর্কে অতিরিক্ত তথ্য যোগ করে, তাকে non-restrictive clause বলা হয়।
-
এর সঠিক গঠন সাধারণত হয়: Subject + which + subject + verb + extension।
• অর্থের অস্পষ্টতা এড়াতে relative pronoun এবং antecedent সাধারণত পাশাপাশি বসে।
-
যদি antecedent ব্যক্তি হয়, তবে relative pronoun হিসেবে সাধারণত who ব্যবহৃত হয়।
-
তবে who অনুপস্থিত থাকলে, that ব্যবহৃত হতে পারে।
-
আর যদি antecedent বস্তু হয়, তবে সাধারণত which ব্যবহৃত হয়।
• উপরের নিয়ম অনুসারে প্রদত্ত অপশনগুলোর মধ্যে সঠিক বাক্যটি হলো:
— The shirt which he bought is blue in colour.

0
Updated: 3 months ago
Choose the correct sentence:
Created: 2 weeks ago
A
All of it depend on you
B
All of it are depending on you
C
All of it depends on you
D
All of it are depended on you
সঠিক উত্তর: All of it depends on you.
“All of it” একবচন:
-
বাক্যে “all of it” একটি একবচন (singular) বিষয় বোঝায়।
-
ইংরেজিতে, যখন Subject 3rd person singular হয়, তখন Present Indefinite Tense-এ verb-এর সাথে -s / -es যুক্ত হয়।
-
-
সঠিক ক্রিয়ার ব্যবহার:
-
সুতরাং, “depend” ক্রিয়াটি “depends” আকারে ব্যবহার করতে হবে:
-
All of it depends on you. ✅
-
-
যদি “are” ব্যবহার করা হয় বা verb passive বা continuous tense-এ ব্যবহার করা হয়, তা ভুল হবে:
-
❌ All of it are depending on you
-
❌ All of it are depended on you
-
-
-
মূল কারণ:
-
“All of it” একবচন অর্থ প্রকাশ করে, তাই singular verb depends ব্যবহার করতে হবে, “are” ব্যবহার করা ভুল।
-
উৎস: Michael Swan, Practical English Usage, Oxford University Press.

0
Updated: 2 weeks ago