কোন স্কুলের একটি শেণিকক্ষে ছাত্র ও ছাত্রীদের অনুপাত ১৩ : ১৯। যদি শ্রেণিকক্ষে ১ জন শিক্ষক এবং ৩১ জন মূল্যায়নকারীসহ মোট ২২৪ জন লোক থাকে, তবে শ্রেণিকক্ষে ছাত্রীর সংখ্যা কতজন?
A
১১২ জন
B
১১৪ জন
C
১১৮ জন
D
১২৪ জন
উত্তরের বিবরণ
সমাধান:
ছাত্র-ছাত্রীর অনুপাতের যোগফল = ১৩ + ১৯ = ৩২
শেণিকক্ষে মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা = ২২৪ - (১ + ৩১) জন
= ১৯২ জন
∴ শেণিকক্ষে ছাত্রীর সংখ্যা = ১৯২ × (১৯/৩২) জন
= ১১৪ জন

0
Updated: 12 hours ago
A 35-liter mixture contains milk and water in a 3 : 4 ratio. How much milk should be added to the mixture to make the ratio equal?
Created: 1 month ago
A
3 liters
B
5 liters
C
7 liters
D
8 liters
Initial ratio: Milk : Water = 3 : 4
Total mixture = 35 liters → Total parts = 3 + 4 = 7-
Quantities in mixture:
-
Milk = liters
-
Water = liters
-
-
Let x = milk to be added
New ratio Milk : Water = 1 : 1 → -
Solve for x:
Answer: 5 liters of milk should be added.

0
Updated: 1 month ago
৪ : ৭, ৫ : ৯, ৩ : ৮ অনুপাত গুলোর মিশ্র অনুপাত কত?
Created: 6 days ago
A
৬ : ৫৯
B
৪ : ৪৯
C
৮ : ৫১
D
৫ : ৪২
প্রশ্ন: ৪ : ৭, ৫ : ৯, ৩ : ৮ অনুপাত গুলোর মিশ্র অনুপাত কত?
সমাধান:
দেওয়া আছে,
অনুপাতগুলো = ৪ : ৭, ৫ : ৯ এবং ৩ : ৮
অনুপাত তিনটির পূর্ব রাশিগুলোর গুণফল = (৪ × ৫ × ৩) = ৬০
অনুপাত তিনটির উত্তর রাশিগুলোর গুণফল = (৭ × ৯ × ৮) = ৫০৪
∴ নির্ণেয় মিশ্র অনুপাত = ৬০ : ৫০৪
= ৫ : ৪২

0
Updated: 6 days ago
কুমিল্লায় বর্তমান জনসংখ্যা ২৪ লক্ষ। শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে ৩০ জন হলে, ২ বছর পর কুমিল্লা শহরের জনসংখ্যা কত হবে?
Created: 6 days ago
A
৩২,২৪,০০০ জন
B
৩২,৮২,০০০ জন
C
২৫,৭২,০০০ জন
D
২৫,৪৬,১৬০ জন
প্রশ্ন: কুমিল্লায় বর্তমান জনসংখ্যা ২৪ লক্ষ। শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে ৩০ জন হলে, ২ বছর পর কুমিল্লা শহরের জনসংখ্যা কত হবে?
সমাধান:
এখানে,
শহরটির বর্তমান জনসংখ্যা, P = ২৪০০০০০
জনসংখ্যা বৃদ্ধির হার, r = ৩০/১০০০ = ৩/১০০
সময়, n = ২ বছর
সুতরাং ২ বছর পর মোট জনসংখ্যা হবে, C = ২৪০০০০০{১ + (৩/১০০)}২
= ২৪০০০০০ × (১০৩/১০০)× (১০৩/১০০)
= ২৫,৪৬,১৬০ জন

0
Updated: 6 days ago