কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে, কোন যতিচিহ্নটি বসবে?
A
কোলন
B
ড্যাস
C
হাইফেন
D
সেমিকোলন
উত্তরের বিবরণ
কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে, সেমিকোলন বসে। কমার বিরতি কাল ১ বলতে যে সময় লাগে ওই সময় সেমিকোলন এর বিরতিকাল ১ বলার দ্বিগুন সময় কোলনের বিরতিকাল ১ সেকেন্ড হাইফেন এর বিরতি কাল নেই অর্থাৎ থামার প্রয়োজন নেই তাই কমার চেয়ে বেশি বিরতির প্রয়োজন হলে সেমিকোলন ব্যবহার হয়
0
Updated: 1 month ago
কমা (Comma)- এর বাংলা কী?
Created: 2 months ago
A
পূর্ণচ্ছেদ
B
দৃষ্টান্তছেদ
C
পাদচ্ছেদ
D
অর্ধচ্ছেদ
কমা (,) হলো একটি বিরামচিহ্ন।
এর কাজ হলো বাক্যের মধ্যে অল্প বিরতি বা থামা বোঝানো।
বাংলা ভাষায় Comma (,)-কে "অর্ধচ্ছেদ" বলা হয়।
কেন "অর্ধচ্ছেদ"?
-
কারণ "পূর্ণচ্ছেদ (।)" সম্পূর্ণ বিরতি নির্দেশ করে।
-
আর কমা (,) নির্দেশ করে আংশিক বিরতি বা অর্ধেক ছেদ।
-
তাই একে অর্ধচ্ছেদ বলা হয়।
0
Updated: 2 months ago
বাক্যে সেমিকোলন (;) থাকলে কতক্ষণ থামতে হয়?
Created: 1 month ago
A
১ বলার যে সময় লাগে
B
এক সেকেন্ডে
C
১ বলার দ্বিগুণ সময়
D
থামার প্রয়োজন নাই
বাংলা ব্যাকরণে সেমিকোলন (;) ব্যবহার করা হয় পূর্ণচ্ছেদের (।) চেয়ে ছোট এবং কমার (,) চেয়ে বড় বিরতি বোঝাতে।
-
কমা (,) এ থামা হয় ছোট সময়ের জন্য, প্রায় ১ বলার সময়।
-
সেমিকোলন (;) এ থামা হয় কমার তুলনায় দ্বিগুণ সময়, অর্থাৎ ১ বলার দ্বিগুণ সময়।
-
পূর্ণচ্ছেদ (।) এ থামা হয় আরও বেশি সময়, প্রায় এক সেকেন্ড।
তাই, সেমিকোলনে থামতে হয় কমার থেকে একটু বেশি, কিন্তু পূর্ণচ্ছেদের থেকে কম সময়।
0
Updated: 1 month ago
‘কমা’ কোথায় বসে?
Created: 3 months ago
A
বাক্যের মাঝে কোনো পদ ব্যাখ্যা করার জন্য
B
প্রশ্ন বোঝানোর জন্য
C
সম্বোধন পদের পর
D
কোনো অপূর্ণ বাক্যের পর
বাক্য পাঠকালে সুস্পষ্টতা বা অর্থ - বিভাগ দেখাবার জন্য যেখানে স্বল্প বিরতির প্রয়োজন, সেখানে কমা ব্যবহৃত হয়। যেমন সুখ চাও, সুখ পাবে পরিশ্রমে। পরস্পর সম্বন্ধযুক্ত একাধিক বিশেষ্য বা বিশেষণ পদ এক সঙ্গে বসলে শেষ পদটি ছাড়া বাকি সবগুলোর পরই কমা বসবে।
0
Updated: 3 months ago