কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে, কোন যতিচিহ্নটি বসবে?
A
কোলন
B
ড্যাস
C
হাইফেন
D
সেমিকোলন
উত্তরের বিবরণ
কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে, সেমিকোলন বসে। কমার বিরতি কাল ১ বলতে যে সময় লাগে ওই সময় সেমিকোলন এর বিরতিকাল ১ বলার দ্বিগুন সময় কোলনের বিরতিকাল ১ সেকেন্ড হাইফেন এর বিরতি কাল নেই অর্থাৎ থামার প্রয়োজন নেই তাই কমার চেয়ে বেশি বিরতির প্রয়োজন হলে সেমিকোলন ব্যবহার হয়

0
Updated: 12 hours ago
বাংলা ভাষায় যতি বা ছেদচিহ্ন মোট কতটি?
Created: 3 weeks ago
A
৯টি
B
১০টি
C
১১টি
D
১২টি
বাংলা ভাষার যতি বা ছেদ চিহ্ন হলো ১৫ টি নবম দশম শ্রেণির নতুন ব্যাকরণ অনুযায়ী। পুরাতন নবম দশম শ্রেণির ব্যাকরণ অনুযায়ী ১২টি (এটাই গ্রহণযোগ্য)। অন্যান্য ব্যাকরণে দেওয়া ১২টি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাঁর 'বেতাল পঞ্চবিংশতি' (১৮৪৭) গ্রন্থ প্রথম যতিচিহ্নের ব্যবহার দেখান। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর মতে যতি বা ছেদ চিহ্ন ১৩টি।

0
Updated: 3 weeks ago
ইলেক বা লোপ চিহ্ন দিতে হয়-
Created: 3 weeks ago
A
প্রত্যক্ষ উক্তির জন্য
B
উদ্ধারণ চিহ্নের পূর্বে
C
বিলুপ্ত বর্ণের জন্য
D
সমাসবদ্ধ পদের জন্য
ইলেক বা লোপ চিহ্ন থাকলে থামার প্রয়োজন নেই। কোন বর্ণ বিশেষের লোপ বোঝাতে বিলুপ্ত বর্ণের জন্য (') লোপ চিহ্ন দেয়া হয়। যেমন: মাথার 'পরে জ্বলছে রবি। ('পরে = ওপরে)

0
Updated: 3 weeks ago
বাড়ী বা রাস্তার নম্বরের পর নিচের কোন চিহ্নটি বসে?
Created: 3 weeks ago
A
দাঁড়ি
B
সেমিকোলন
C
কোলন
D
কমা
বাক্য পাঠকালে সুস্পষ্টতা দেখানোর জন্য যেখানে স্বল্প বিরতির প্রয়োজন, সেখানে কমা ব্যবহৃত হয়। বাড়ি বা রাস্তার নম্বরের পরে কমা বসে যেমন - ৬৮, নবাব সিরাজউদৌলা রোড, কুষ্টিয়া - ৭০০০।

0
Updated: 3 weeks ago