বাড়ি বা রাস্তার নম্বরের পরে কোন চিহ্ন বসে?
A
দাঁড়ি
B
কোলন
C
কমা
D
সেমিকোলন
উত্তরের বিবরণ
কমা (,) এর ব্যবহার: ১) বাক্য সুস্পষ্ট করতে বাক্যকে কয়েকটি ভাগে ভাগ করে প্রতিটি ভাগের মাঝে কমা বসে। যেমন- সুখ চাও, সুখ পাবে বই পড়ে। ২) পরস্পর সম্পর্কিত একাধিক বিশেষ্য বা বিশেষণ পদ একসঙ্গে ব্যবহৃত হলে শেষ পদটি ছাড়া প্রতিটির পরে কমা বসে।
যেমন- ১৬ ডিসেম্বর আমাদের মন সুখ, স্বাচ্ছন্দ্য, ভালবাসা, আনন্দে ভরে থাকে। ৩) সম্বোধনের পরে কমা বসে। যেমন- রশিদ, এদিকে এসো। ৪) জটিল বাক্যের প্রত্যেকটি খন্ডবাক্যের পরে কমা বসে। যেমন- যে পরিশ্রম করে, সেই সুখ লাভ করে। ৫) কোন বাক্যে উদ্ধৃতি থাকলে, তার আগের খন্ডবাক্যের শেষে কমা (,) বসে।
যেমন- আহমদ ছফা বলেন, ‘মানুষের উপর বিশ্বাস হারানো পাপ।’ তুমি বললে, ‘আমি কালকে আবার আসবো।’ ৬) মাসের তারিখ লেখার সময় বার ও মাসের পর কমা বসে। যেমন- ২৫ বৈশাখ, ১৪১৮, বুধবার। ৭) ঠিকানা লেখার সময় বাড়ির নাম্বার বা রাস্তার নামের পর কমা বসে।
যেমন- ৬৮, নবাবপুর রোড, ঢাকা- ১০০০। ৮) ডিগ্রী পদবি লেখার সময় কমা ব্যবহৃত হয়। যেমন- ডক্টর মুহম্মদ এনামুল হক, এম,এ, পি-এইচ,ডি।
0
Updated: 1 month ago
উদ্ধৃতি চিহ্ন কোথায় বসে?
Created: 2 months ago
A
বাক্যের শেষে
B
শ্লেষাত্মক বাক্যের মাঝে
C
সংলাপে
D
প্রশ্নবোধক বাক্যে
উদ্ধরণ চিহ্ন (" ") বক্তার প্রত্যক্ষ উক্তিকে এই চিহ্নের অন্তর্ভুক্ত করতে হয়। যথা - শিক্ষক বললেন, "গতকাল ইরানে ভয়ানক ভূমিকম্প হয়েছে।"
0
Updated: 2 months ago
বাক্যে দাঁড়ি (।) থাকলে কতক্ষণ থাকতে হয়?
Created: 2 months ago
A
এক সেকেন্ড বিপরীত প্রয়োজন
B
এক যে সময় লাগে
C
এক বলার দ্বিগুণ সময়
D
দুই সেকেন্ড
বাক্যের পরিসমাপ্তি বোঝাতে দাঁড়ি বা পূর্ণচ্ছেদ ব্যবহার করতে হয়। যথা - চুয়াডাঙ্গায় বাংলাদেশের প্রথম ডাকঘর স্থাপতি হয়। দাঁড়ি বা পূর্ণচ্ছেদের বিরতিকাল এক সেকেন্ড। জিজ্ঞাসা চিহ্ন (?), বিস্ময় চিহ্ন (!) কোলন (:) কোলন ড্যাস (: -) ও ড্যাস (-) থাকলে এক সেকেন্ড থামতে হয়।
0
Updated: 2 months ago
ঠিকানা লেখার সময় রাস্তার নামের পর কোন যতিচিহ্ন বসে?
Created: 1 month ago
A
ড্যাশ
B
কমা
C
কোলন
D
সেমিকোলন
কমা যতিচিহ্ন সামান্য বিরতি নির্দেশ করে। এটি পূর্ণযতি নয়, তাই কোনো বাক্য কমা দিয়ে শেষ হয় না। বাংলায় কমাকে পাদচ্ছেদ বলা হয়।
কমা (,) এর ব্যবহার:
-
বাক্যকে কয়েকটি ভাগে ভাগ করে প্রতিটি ভাগের মাঝে কমা বসিয়ে বাক্যকে সুস্পষ্ট করা। উদাহরণ: সুখ চাও, সুখ পাবে বই পড়ে।
-
পরস্পর সম্পর্কিত একাধিক বিশেষ্য বা বিশেষণ পদ একসঙ্গে লিখলে শেষ পদ ছাড়া প্রতিটির পরে কমা বসানো। উদাহরণ: ১৬ ডিসেম্বর আমাদের মন সুখ, স্বাচ্ছন্দ্য, ভালবাসা, আনন্দে ভরে থাকে।
-
সম্বোধনের পরে কমা বসানো। উদাহরণ: রশিদ, এদিকে এসো।
-
জটিল বাক্যের প্রত্যেক খণ্ডবাক্যের পরে কমা বসানো। উদাহরণ: যে পরিশ্রম করে, সেই সুখ লাভ করে।
-
উদ্ধৃতি থাকলে উদ্ধৃতির আগে খণ্ডবাক্যের শেষে কমা ব্যবহার। উদাহরণ: আহমদ ছফা বলেন, 'মানুষের উপর বিশ্বাস হারানো পাপ।' তুমি বললে, 'আমি কালকে আবার আসবো।'
-
মাসের তারিখ লেখার সময় বার ও মাসের পরে কমা বসানো। উদাহরণ: ২৫ বৈশাখ, ১৪১৮, বুধবার।
-
ঠিকানা লেখার সময় বাড়ি বা রাস্তার নামের পরে কমা বসানো। উদাহরণ: ৬৮, নবাবপুর রোড, ঢাকা-১০০০।
-
ডিগ্রী বা পদবি লেখার সময় কমা ব্যবহার। উদাহরণ: ডক্টর মুহম্মদ এনামুল হক, এম, এ, পি-এইচ, ডি।
0
Updated: 1 month ago