‘নেই আঁকড়া’ বাগধারাটির অর্থ-
A
একই স্বভাবের
B
নিরেট মূর্খ
C
একগুঁয়ে
D
সহায় সম্বলহীন
উত্তরের বিবরণ
‘নেই আঁকড়া’ বাগধারাটির অর্থ–একগুয়ে স্বভাবের। উদাহরণ: তোমার মত নেই আঁকড়াকে দিয়ে কিছুই হবে না।
0
Updated: 1 month ago
‘ইদুর কপালে’ বাগধারাটি কোন অৰ্থে ব্যবহৃত হয়?
Created: 2 months ago
A
মন্দ বাক্য
B
হাস্যকর চেহারা
C
ইদুরাকৃতি কপাল
D
মন্দ ভাগ্য
ইঁদুর কপালে একটি বাগধারা। প্রদত্ত বাগধারাটির অর্থ - হতভাগ্য বা নিতান্ত মন্দ ভাগ্য। যেমন: আমার মতো ইঁদুর কপালে লোকের দাম এক কানাকড়িও না।
0
Updated: 2 months ago
‘তামার বিষ’ বাগধারাটির অর্থ কোনটি?
Created: 1 month ago
A
অহংকার
B
ক্ষণস্থায়ী
C
অর্থের কুপ্রভাব
D
টনক নড়া
তামার বিষ এটি একটি বাগধারা যার অর্থ হলো অর্থের কুপ্রভাব অপশনে অন্য গুলোর কোনো অর্থ নেই। সুতরাং সঠিক উত্তর - অর্থের কুপ্রভাব।
0
Updated: 1 month ago
যার কোনো মূল্য নেই, তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কোনটি হয়?
Created: 5 months ago
A
ডাকাবুকা
B
তুলশী বনের বাঘ
C
তামার বিষ
D
ঢাকের বাঁয়া
ঢাকের বাঁয়া: যার কোনো মূল্য নেই বা অপ্রয়োজনীয় অর্থে ব্যবহৃত হয়। অর্থাৎ, অমূল্য বা অপ্রয়োজনীয় কিছু বোঝাতে এই বাগধারাটি ব্যবহৃত হয়।
অন্য কিছু বাগধারার অর্থ:
-
ডাকাবুকো: নির্ভীক, সাহসী ব্যক্তি।
-
তামার বিষ: অর্থের দূরাচার বা কুপ্রভাব।
-
তুলসি বনের বাঘ: ভণ্ড বা ভণ্ডামি করার প্রবণতা সম্পন্ন ব্যক্তি।
গুরুত্বপূর্ণ অন্যান্য বাগধারা:
-
ঢাকের কাঠি: তোষামুদ বা মিথ্যা প্রশংসা করা ব্যক্তি।
-
কচু বনের কালাচাঁদ: অপদার্থ বা অকেজো ব্যক্তি।
-
ঢেঁকি অবতার: নির্বোধ বা বোকা লোক।
-
নারকের ঢেঁকি: বিবাদের কারণ বা বিষয়।
-
সোনার কাঠি রূপার কাঠি: বাঁচামরার (অপ্রয়োজনীয়) লড়াই বা ঝগড়া।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
0
Updated: 5 months ago