কথারীতি সমন্বয়ে শিষ্টজনের ব্যবহৃত ভাষাকে কী বলে?
A
সাধু ভাষা
B
আদর্শ চলিত ভাষা
C
আঞ্চলিক ভাষা
D
দেশি ভাষা
উত্তরের বিবরণ
বিশ শতকের সূচনায় কলকাতার শিক্ষিত লোকের কথ্য ভাষাকে লেখ্য রীতির আদর্শ হিসেবে চালু করার চেষ্টা হয়। এটি তখন চলিত রীতি নামে পরিচিতি পায়। এই রীতিতে ক্রিয়া সর্বনাম, অনুসর্গ প্রভৃতি শ্রেণির শব্দ হ্রস্ব হয় এবং তৎসম শব্দের ব্যবহার অপ্রক্ষাকৃত কমে।
প্রথম দিকে চলিত রীতিতে শুধু সাহিত্য রচনা হত; দাপ্তরিক কাজ ও বিদ্যাচর্চা ইত্যাদি হতো সাধু ভাষায়। বিশ শতকের মাঝামাঝি নাগাদ চলিত রীতি সাধু রীতির জায়গা দখল করে।

0
Updated: 12 hours ago
চলিত ভাষার শব্দ কোনটি?
Created: 1 month ago
A
তুলো
B
জুতা
C
শুষ্ক
D
মস্তক
• সাধু ও চলিত ভাষায় বিশেষ্য ও সর্বনাম পদের রূপ:
-
আসিয়া → এসে
-
মস্তক → মাথা
-
জুতা → জুতো
-
তুলা → তুলো
-
শুষ্ক / শুকনা → শুকনো
-
বন্য → বুনো

0
Updated: 1 month ago
বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তনে কোন পত্রিকাটির ভূমিকা সবচেয়ে বেশী?
Created: 2 weeks ago
A
শিখা
B
সংবাদ প্রভাকর
C
সবুজপত্র
D
বঙ্গদর্শন
‘সবুজপত্র’ পত্রিকা সম্পর্কে তথ্য:
-
বাংলা সাহিত্যে চলিত গদ্যরীতি প্রবর্তক হলেন প্রমথ চৌধুরী
-
‘সবুজপত্র’ হলো ১৯১৪ সালে প্রমথ চৌধুরীর সম্পাদিত একটি বিশিষ্ট সাহিত্য পত্রিকা
-
প্রথম প্রকাশ: বৈশাখ ১৩২১ বঙ্গাব্দে
-
প্রকাশকাল: প্রায় ১৩ বছর
-
পত্রিকাটি চলিত রীতি প্রবর্তনে মূল ভূমিকা পালন করে

0
Updated: 2 weeks ago
সাধু ও চলিত রীতিতে অভিন্নরূপে ব্যবহৃত হয়?
Created: 1 month ago
A
অব্যয়
B
সম্বোধন পদ
C
সর্বনাম
D
ক্রিয়া
সাধু ও চলিত রীতিতে অভিন্নরূপে ব্যবহৃত অব্যয়গুলোর মধ্যে প্রধান কিছু নিম্নে উল্লেখ করা হলো: এবং, অথচ, কেন, কিন্তু, তবে, যদিও, যদি, তাই, বরং, অথবা।

0
Updated: 1 month ago