একটি সঠিক ঘড়িতে সকাল ৯ টা দেখাচ্ছে। যখন ঘড়িটির ঘণ্টার কাঁটা ১৮০ ডিগ্রি ঘুরে তখন ঘড়িতে কয়টা বাজবে?
A
দুপুর ২ টা ৩০ মিনিট
B
দুপুর ৩ টা
C
দুপুর ৩ টা ২৫ মিনিট
D
দুপুর ৪ টা
উত্তরের বিবরণ
সমাধান:
ঘড়িতে ঘণ্টার কাঁটা,
১২ ঘণ্টায় ৩৬০ ডিগ্রি ঘুরে।
সুতরাং, ১ ঘণ্টায় ঘুরে = ৩৬০/১২
=৩০ ডিগ্রি
এখন,
ঘড়িটির কাঁটা ৩০ ডিগ্রি ঘুরে ১ ঘন্টায়
১৮০ ডিগ্রি ঘুরে= ১৮০/৩০
= ৬ ঘণ্টায়
তাহলে, নির্ণেয় সময় সকাল ৯ টা + ৬ ঘণ্টা = দুপুর ৩ টা

0
Updated: 12 hours ago
'GEORGE' শব্দটির পানিতে সঠিক প্রতিবিম্ব কোনটি?
Created: 12 hours ago
A
1
B
2
C
3
D
4
সঠিক উত্তর 1 নং

0
Updated: 12 hours ago
রতন তার বাড়ি থেকে রওয়ানা করে 10 কি.মি. পূর্বে যায়। এরপর বামে ঘুরে 6 কি.মি. যায় ও পরে আবার বামে ঘুরে 5 কি.মি. যায়। এখন বাম দিকে ঘুরে হাঁটলে, কোন দিকে হাঁটবে?
Created: 19 hours ago
A
পশ্চিম দিকে
B
উত্তর দিকে
C
পুর্ব দিকে
D
দক্ষিণ দিকে
বাম দিকে ঘুরে হাঁটলে, দক্ষিণ দিকে হাঁটবে।

0
Updated: 19 hours ago
যদি A, B এর পিতা হয় এবং B, C এর মাতা হয় এবং C, D এর কন্যা হয় তাহলে A এবং D এর মধ্যে সম্পর্ক কী হবে?
Created: 19 hours ago
A
শ্বশুড় - জামাই
B
ভাই - ভাই
C
বাবা - ছেলে
D
নানা - নাতী
সমাধান:
A, B এর পিতা হয় এবং B, C এর মাতা হয়
∴ A, C এর নানা হবে।
C, D এর কন্যা হয় এবং B, C এর মাতা হয়
∴ B এর স্বামী হলো D
A, B এর পিতা হলে এবং B এর স্বামী D হলে
A, D এর শ্বশুর হবে
∴ A এবং D এর মধ্যে সম্পর্ক হলো শ্বশুড় - জামাই।

0
Updated: 19 hours ago