প্রদত্ত চিত্রে কতটি ত্রিভুজ আছে?
A
15 টি
B
18 টি
C
13 টি
D
12 টি
উত্তরের বিবরণ
১টি করে ফাঁকা ঘর নিয়ে ত্রিভুজ (1, 2, 3, 4, 5, 6) = 6 টি
২টি করে ফাঁকা ঘর নিয়ে ত্রিভুজ (1, 3) (3, 5) (2, 4) (4, 6) (5, 6) = 5 টি
৩টি করে ফাঁকা ঘর নিয়ে ত্রিভুজ (1, 3, 5) (2, 4, 6) = 2 টি
৪টি করে ফাঁকা ঘর নিয়ে ত্রিভুজ (3, 4, 5, 6) = 1টি
৬টি করে ফাঁকা ঘর নিয়ে ত্রিভুজ (1, 2, 3, 4, 5, 6) = 1 টি
∴ মোট ত্রিভুজ = (6 + 5 + 2 + 1 + 1) = 15 টি

0
Updated: 12 hours ago
XY দণ্ডটি Y এর দিকে অগ্রসর হলে B গিয়ারটির ঘূর্ণনের দিক কেমন হবে?
Created: 12 hours ago
A
ঘড়ির কাঁটার দিকে
B
ঘড়ির কাঁটার বিপরীত দিকে
C
যেকোনো দিকে
D
কোনদিকেই ঘুরবে না
সমাধান:
XY দণ্ডটি Y এর দিকে অগ্রসর হলে A গিয়ারটির ঘূর্ণনের দিক হবে ঘড়ির কাঁটার দিকে।
B গিয়ারটি A গিয়ারটির সাথে যুক্ত থাকায়,
B গিয়ারটির ঘূর্ণনের দিক হবে A গিয়ারটির বিপরীত দিকে অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে।

0
Updated: 12 hours ago
কোন ব্যক্তিকে বেশি বল প্রয়োগ করতে হবে?
Created: 19 hours ago
A
A
B
B
C
উভয়েই সমান বল প্রয়োগ করবে
D
কোনটিই নয়
সমাধানটি বিশ্লেষণ করলে দেখা যায়:
-
A ব্যক্তির জন্য: বল প্রয়োগের হিসাব:
-
B ব্যক্তির জন্য: বল প্রয়োগের হিসাব:
সুতরাং, B ব্যক্তিকে বেশি বল প্রয়োগ করতে হবে।

0
Updated: 19 hours ago
SECOND-এর কোড যদি IWYMNX হয় তাহলে AVENUE-এর কোড কী হবে?
Created: 3 weeks ago
A
AFWNGW
B
ZFWMGM
C
GFKMGM
D
FKGMGM
ইংরেজি বর্ণগুলোকে Ascending ও Descending অর্ডারে সাজিয়ে তার পরের বর্ণটি নিয়ে পাই,
SECOND =
S = H; H এর পরের বর্ণটি ⇒ I
E = V + 1 ⇒ W
C = X + 1 ⇒ Y
O = L + 1 ⇒ M
N = M + 1 ⇒ N
D = W + 1 ⇒ X
∴ AVENUE = AFWNGM
A = Z + 1 ⇒ A
V = E + 1 ⇒ F
E = v + 1 ⇒ W
N = M + 1 ⇒ N
U = F + 1 ⇒ G
E = v + 1 ⇒ W

0
Updated: 3 weeks ago