প্রদত্ত চিত্রে কতটি ত্রিভুজ আছে?
A
15 টি
B
18 টি
C
13 টি
D
12 টি
উত্তরের বিবরণ
১টি করে ফাঁকা ঘর নিয়ে ত্রিভুজ (1, 2, 3, 4, 5, 6) = 6 টি
২টি করে ফাঁকা ঘর নিয়ে ত্রিভুজ (1, 3) (3, 5) (2, 4) (4, 6) (5, 6) = 5 টি
৩টি করে ফাঁকা ঘর নিয়ে ত্রিভুজ (1, 3, 5) (2, 4, 6) = 2 টি
৪টি করে ফাঁকা ঘর নিয়ে ত্রিভুজ (3, 4, 5, 6) = 1টি
৬টি করে ফাঁকা ঘর নিয়ে ত্রিভুজ (1, 2, 3, 4, 5, 6) = 1 টি
∴ মোট ত্রিভুজ = (6 + 5 + 2 + 1 + 1) = 15 টি
0
Updated: 1 month ago
Virus : Smallpox : : Bacteria : ?
Created: 1 month ago
A
Influenza
B
Chickenpox
C
Jaundice
D
Pneumonia
সমাধান:
Virus : Smallpox : : Bacteria : Pneumonia
• ভাইরাস ঘটিত রোগ:
- ভাইরাস দ্বারা আক্রান্ত রোগকে ভাইরাস জনিত রোগ বলে।
- কয়েকটি উল্লেখযোগ্য ভাইরাস জনিত রোগ: জন্ডিস, পোলিও, জলাতঙ্ক, কোভিড-১৯, হার্পিস, দাদ, গুটি বসন্ত, জল বসন্ত, হাম, মাম্পস, ইনফ্লুয়েঞ্জা, বার্ড ফ্লু, সোয়াইন ফ্লু ইত্যাদি।
• ব্যাকটেরিয়াজনিত রোগ:
- ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত রোগকে ব্যাকটেরিয়া জনিত রোগ বলে।
- কয়েকটি উল্লেখযোগ্য ব্যাকটেরিয়া জনিত রোগ: যক্ষ্মা, ডিপথেরিয়া, হুপিংকাশি, ধনুষ্টংকার, নিউমোনিয়া, মেনিনজাইটিস, কলেরা, গনোরিয়া, সিফিলিস, টাইফয়েড, আমাশয়, প্লেগ, কুষ্ঠ ইত্যাদি।
0
Updated: 1 month ago
কোন ব্যক্তিকে বেশি বল প্রয়োগ করতে হবে?
Created: 1 month ago
A
A
B
B
C
উভয়েই সমান বল প্রয়োগ করবে
D
কোনটিই নয়
সমাধানটি বিশ্লেষণ করলে দেখা যায়:
-
A ব্যক্তির জন্য: বল প্রয়োগের হিসাব:
-
B ব্যক্তির জন্য: বল প্রয়োগের হিসাব:
সুতরাং, B ব্যক্তিকে বেশি বল প্রয়োগ করতে হবে।
0
Updated: 1 month ago
যদি A একটি নির্দিষ্ট দিকে চলে, তাহলে নিচের কোনটি সত্য?
Created: 1 month ago
A
B ঘড়ির কাঁটার দিকে ঘুরবে এবং C ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে
B
B এবং C ঘড়ির কাঁটার দিকে ঘুরবে
C
B এবং C বিপরীত ঘড়ির কাঁটার দিকে ঘুরবে
D
B ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে এবং C ঘড়ির কাঁটার দিকে ঘুরবে
সমাধান:
আমরা জানি,
পরস্পর সংযুক্ত দুটি চাকা সমান্তরাল-বেল্ট দ্বারা যুক্ত থাকলে একই দিকে ঘুরবে।
প্রদত্ত চিত্রে A চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরছে এবং চাকাগুলো সমান্তরাল বেল্ট দ্বারা যুক্ত আছে, তাই B ও C চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরবে।
0
Updated: 1 month ago