XY দণ্ডটি Y এর দিকে অগ্রসর হলে B গিয়ারটির ঘূর্ণনের দিক কেমন হবে?
A
ঘড়ির কাঁটার দিকে
B
ঘড়ির কাঁটার বিপরীত দিকে
C
যেকোনো দিকে
D
কোনদিকেই ঘুরবে না
উত্তরের বিবরণ
সমাধান:
XY দণ্ডটি Y এর দিকে অগ্রসর হলে A গিয়ারটির ঘূর্ণনের দিক হবে ঘড়ির কাঁটার দিকে।
B গিয়ারটি A গিয়ারটির সাথে যুক্ত থাকায়,
B গিয়ারটির ঘূর্ণনের দিক হবে A গিয়ারটির বিপরীত দিকে অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে।
0
Updated: 1 month ago
সামিয়ার বয়স ১৬ বছর। তার বয়স তার ভাইয়ের বয়সের ৪গুণ। সামিয়ার বয়স যখন তার ভাইয়ের বয়সের ২গুণ হবে তখন সামিয়ার বয়স কত হবে?
Created: 2 months ago
A
২০ বছর
B
২৪ বছর
C
২৫ বছর
D
নির্ণয় করা সম্ভব নয়।
সমাধান:
সামিয়ার বয়স ১৬ বছর
∴ ভাইয়ের বয়স = ১৬/৪ বছর = ৪ বছর
ধরি,
ক বছর পর সামিয়ার বয়স তার ভাইয়ের বয়সের দ্বিগুণ হবে।
∴ ১৬ + ক = ২(৪ + ক)
বা, ১৬ + ক = ৮ + ২ক
বা, ক = ৮
∴ ভাইয়ের বয়সের দ্বিগুণ হবে যখন সামিয়ার বয়স = ১৬ + ৮ = ২৪ বছর হবে।
0
Updated: 2 months ago
প্রদত্ত সিরিজের পরবর্তী চিত্র কোনটি হবে?
Created: 2 months ago
A
2
B
3
C
4
D
1
সমাধান:
উপরে প্রদত্ত চিত্রগুলির ভিত্তিতে আমরা পাই,
প্রতিটি পরবর্তী চিত্রে তিনটি ছোট স্কোয়ার অ্যান্টিক্লকওয়াইজ দিক দিয়ে চলে যায়।
তাহলে, চিত্র (4) প্রশ্ন চিত্রে ? এর স্থানে আসবে।
0
Updated: 2 months ago
সিরিজের প্রশ্নবোধক (?) স্থানে নিচের কোন সংখ্যাটি বসবে?
৬, ৪, ৩৬, ২০, ২১৬, ১০০, ?, ৫০০
Created: 1 month ago
A
৮৪০
B
১০২৪
C
৪৯২
D
১২৯৬
সমাধান:
এখানে দুইটি অনুক্রম বিদ্যমান।
প্রথম অনুক্রম: ৬, ৩৬, ২১৬, ১২৯৬
প্রথম অনুক্রমটিতে ৬ গুণ করে বৃদ্ধি পাচ্ছে।
১ম পদ = ৬
২য় পদ = ৬ × ৬ = ৩৬
৩য় পদ = ৩৬ × ৬ = ২১৬
৪র্থ পদ = ২১৬ × ৬ = ১২৯৬
দ্বিতীয় অনুক্রম:
৪, ২০, ১০০, ?
দ্বিতীয় অনুক্রমটিতে ৫ গুণ করে বৃদ্ধি পাচ্ছে।
১ম পদ = ৪
২য় পদ = ৪ × ৫ = ২০
৩য় পদ = ২০ × ৫ = ১০০
৪র্থ পদ = ১০০ × ৫ = ৫০০
0
Updated: 1 month ago