XY দণ্ডটি Y এর দিকে অগ্রসর হলে B গিয়ারটির ঘূর্ণনের দিক কেমন হবে?
A
ঘড়ির কাঁটার দিকে
B
ঘড়ির কাঁটার বিপরীত দিকে
C
যেকোনো দিকে
D
কোনদিকেই ঘুরবে না
উত্তরের বিবরণ
সমাধান:
XY দণ্ডটি Y এর দিকে অগ্রসর হলে A গিয়ারটির ঘূর্ণনের দিক হবে ঘড়ির কাঁটার দিকে।
B গিয়ারটি A গিয়ারটির সাথে যুক্ত থাকায়,
B গিয়ারটির ঘূর্ণনের দিক হবে A গিয়ারটির বিপরীত দিকে অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে।

0
Updated: 12 hours ago
২০২৫ সালের পহেলা জানুয়ারি বুধবার হলে ২০২৭ সালের পহেলা জানুয়ারি কী বার হবে?
Created: 3 weeks ago
A
রবিবার
B
বৃহস্পতিবার
C
শুক্রবার
D
শনিবার
সমাধান:
সাধারণ বছর (অধিবর্ষ নয়) এর প্রথম দিন এবং শেষ দিন একই বার হয়।
অধিবর্ষ হলে বছরের দৈর্ঘ্য ১ দিন বেশি হওয়ায় শেষ দিনটি পরের দিনের সাথে স্থানান্তরিত হয়।
উদাহরণ:
২০২৫ সাল অধিবর্ষ নয়।
২০২৫ সালের ১লা জানুয়ারি: বুধবার
২০২৫ সালের ৩১শে ডিসেম্বর: বুধবার
২০২৬ সাল অধিবর্ষ নয়।
২০২৬ সালের ১লা জানুয়ারি: বৃহস্পতিবার
২০২৬ সালের ৩১শে ডিসেম্বর: বৃহস্পতিবার
২০২৭ সালের ১লা জানুয়ারি: শুক্রবার

0
Updated: 3 weeks ago
Virus : Smallpox : : Bacteria : ?
Created: 12 hours ago
A
Influenza
B
Chickenpox
C
Jaundice
D
Pneumonia
সমাধান:
Virus : Smallpox : : Bacteria : Pneumonia
• ভাইরাস ঘটিত রোগ:
- ভাইরাস দ্বারা আক্রান্ত রোগকে ভাইরাস জনিত রোগ বলে।
- কয়েকটি উল্লেখযোগ্য ভাইরাস জনিত রোগ: জন্ডিস, পোলিও, জলাতঙ্ক, কোভিড-১৯, হার্পিস, দাদ, গুটি বসন্ত, জল বসন্ত, হাম, মাম্পস, ইনফ্লুয়েঞ্জা, বার্ড ফ্লু, সোয়াইন ফ্লু ইত্যাদি।
• ব্যাকটেরিয়াজনিত রোগ:
- ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত রোগকে ব্যাকটেরিয়া জনিত রোগ বলে।
- কয়েকটি উল্লেখযোগ্য ব্যাকটেরিয়া জনিত রোগ: যক্ষ্মা, ডিপথেরিয়া, হুপিংকাশি, ধনুষ্টংকার, নিউমোনিয়া, মেনিনজাইটিস, কলেরা, গনোরিয়া, সিফিলিস, টাইফয়েড, আমাশয়, প্লেগ, কুষ্ঠ ইত্যাদি।

0
Updated: 12 hours ago
কোন ব্যক্তিকে বেশি বল প্রয়োগ করতে হবে?
Created: 19 hours ago
A
A
B
B
C
উভয়েই সমান বল প্রয়োগ করবে
D
কোনটিই নয়
সমাধানটি বিশ্লেষণ করলে দেখা যায়:
-
A ব্যক্তির জন্য: বল প্রয়োগের হিসাব:
-
B ব্যক্তির জন্য: বল প্রয়োগের হিসাব:
সুতরাং, B ব্যক্তিকে বেশি বল প্রয়োগ করতে হবে।

0
Updated: 19 hours ago