সিরিজের প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি যথার্থ হবে?
৪, ১৮, ?, ১০০, ১৮০, ২৯৪
A
৫৬
B
৪২
C
৪৮
D
৫২
উত্তরের বিবরণ
প্রশ্ন: সিরিজের প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি যথার্থ হবে?
৪, ১৮, ?, ১০০, ১৮০, ২৯৪
সমাধান:
২৩ - ২২ = ৮ - ৪ = ৪
৩৩ - ৩২ = ২৭ - ৯ = ১৮
৪৩ - ৪২ = ৬৪ - ১৬ = ৪৮
৫৩ - ৫২ = ১২৫ - ২৫ = ১০০
৬৩ - ৬২ = ২১৬ - ৩৬ = ১৮০
৭৩ - ৭২ = ৩৪৩ - ৪৯ = ২৯৪
0
Updated: 1 month ago
Y চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরলে X চাকাটি কোন দিকে ঘুরবে?
Created: 1 month ago
A
ঘড়ির কাঁটার বিপরীত দিকে
B
ঘড়ির কাঁটার দিকে
C
যে কোন দিকে
D
স্থির থাকবে
প্রশ্ন: Y চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরলে X চাকাটি কোন দিকে ঘুরবে?
সমাধান:
দুটি চাকা পরস্পর সংলগ্নভাবে সংযুক্ত থাকলে একটি অপরটির বিপরীত দিকে ঘুরবে।
প্রদত্ত চিত্রে,
Y চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরলে ২য় চাকাটি ঘড়ির কাঁটার বিপরীতি দিকে ঘুরবে।
২য় চাকাটি ঘড়ির কাঁটার বিপরীতি দিকে ঘুরলে ৩য় চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরবে।
৩য় চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরলে ৪র্থ চাকাটি ঘড়ির কাঁটার বিপরীতি দিকে ঘুরবে।
৪র্থ চাকাটি ঘড়ির কাঁটার বিপরীতি দিকে ঘুরলে X চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরবে।
0
Updated: 1 month ago
২.৩ × ০.১৫ × ৪০০ = কত?
Created: 1 month ago
A
১.৩৮
B
১৩৮
C
১৩.৮
D
১৩৮০
প্রশ্ন: ২.৩ × ০.১৫ × ৪০০ = কত?
সমাধান:
২.৩ × ০.১৫ × ৪০০
= (২৩/১০) × (১৫/১০০) × ৪০০
= ১৩৮
0
Updated: 1 month ago
নিম্নোক্ত বর্তনীতে অন্তত দুইটি বাতি জ্বালানোর জন্য কমপক্ষে কতটি সুইচ বন্ধ(পূর্ণ) করতে হবে?
Created: 1 month ago
A
১ টি
B
২ টি
C
৩ টি
D
৪ টি
প্রশ্ন: নিম্নোক্ত বর্তনীতে অন্তত দুইটি বাতি জ্বালানোর জন্য কমপক্ষে কতটি সুইচ বন্ধ(পূর্ণ) করতে হবে?
সমাধান:
প্রদত্ত বর্তনীতে কমপক্ষে ২ টি সুইচ বন্ধ (পূর্ণ) করলে বর্তনীটি পূর্ণ হবে এবং দুইটি বাতি জ্বলে উঠবে। 
0
Updated: 1 month ago