(প্রশ্নটি তৎকালীন সাম্প্রতিক ছিলো) বাংলাদেশের অষ্টম জাতীয় সংসদে কোন সদস্য নিজেই নিজের কাছে সংসদ সদস্য হিসেবে শপথ নেন?
A
বেগম খালেদা জিয়া
B
শেখ হাসিনা
C
জমির উদ্দীন সরকার
D
আবদুল হামিদ
উত্তরের বিবরণ
বাংলাদেশের সংবিধানের তৃতীয় তফসিলে জাতীয় সংসদ সদস্যদের শপথ গ্রহণ সংক্রান্ত বিষয়াবলি নির্ধারিত রয়েছে। এই বিধান অনুযায়ী, নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের জন্য বিদায়ী স্পিকারের,
অথবা তার অনুপস্থিতিতে ডেপুটি স্পিকারের, সামনে উপস্থিত হয়ে শপথ নিতে হয় এবং একইসঙ্গে শপথনামায় স্বাক্ষর করতে হয়।
এই নিয়ম অনুযায়ী সংসদ সদস্যরা সাধারণত বিদায়ী স্পিকারের কাছে শপথ গ্রহণ করেন। তবে কিছু ব্যতিক্রম ঘটনা ঘটেছে।
যেমন, অষ্টম জাতীয় সংসদে আবদুল হামিদ নিজেই ছিলেন বিদায়ী স্পিকার এবং একইসঙ্গে পুনরায় নির্বাচিত সংসদ সদস্য। ফলে তিনি নিজেই নিজের শপথ বাক্য পাঠ করেন।
একইভাবে, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নির্বাচিত হয়ে নিজেই শপথ গ্রহণ করেন, কারণ তিনি তখন বিদায়ী স্পিকারের দায়িত্বে ছিলেন।
তথ্যসূত্র: বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা।
0
Updated: 3 months ago
বাংলাদেশ জাতীয় সংসদে কোরাম হয় কত সদস্যের উপস্থিতিতে?
Created: 3 months ago
A
৫৭ জন
B
৬০ জন
C
৬২ জন
D
৬৫ জন
বাংলাদেশ জাতীয় সংসদে কোরাম
বাংলাদেশের সংবিধানের ৭৫ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, জাতীয় সংসদের কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত ন্যূনতম সদস্যসংখ্যা অর্থাৎ কোরামের প্রয়োজন হয়। সংবিধানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, অন্তত ৬০ জন সংসদ সদস্য উপস্থিত না থাকলে সংসদের কার্যক্রম বৈধভাবে চলতে পারে না।
সংসদ অধিবেশনের সময় যদি কোনো পর্যায়ে ৬০ জনের কম সদস্য উপস্থিত থাকার বিষয়টি সভাপতির নজরে আনা হয়, সেক্ষেত্রে তিনি অধিবেশন মুলতবি কিংবা স্থগিত করতে বাধ্য থাকবেন যতক্ষণ না নির্ধারিত সংখ্যক সদস্য উপস্থিত হন।
কোরাম কী?
কোরাম বলতে বোঝায়, একটি বৈধ সভা পরিচালনার জন্য পূর্বনির্ধারিত ন্যূনতম সংখ্যক ভোটাধিকারপ্রাপ্ত সদস্যের উপস্থিতি। এই সংখ্যা সংশ্লিষ্ট সংগঠন বা প্রতিষ্ঠানের আইন অনুযায়ী নির্ধারিত হয় এবং সভার শুরু থেকে শেষ পর্যন্ত তা বজায় রাখা আবশ্যক।
উৎস: বাংলাদেশ সংবিধান
0
Updated: 3 months ago
সংসদ-কক্ষের সামনের দিকের আসনগুলোকে কী বলা হয়?
Created: 1 month ago
A
বিরোধী বেঞ্চ
B
ট্রেজারি বেঞ্চ
C
ব্যাকবেঞ্চার
D
মেম্বার বেঞ্চ
সংসদে আসন ব্যবস্থা:
-
ট্রেজারি বেঞ্চ (Treasury Bench / Front Bench):
-
সংসদ-কক্ষের সামনের দিকের আসনগুলোকে ট্রেজারি বেঞ্চ বলা হয়।
-
সরকারি দলের মন্ত্রী ও নেতৃস্থানীয় ব্যক্তিরা এখানে বসেন।
-
স্পীকারের আসনের ডানদিকে থাকে ট্রেজারি বেঞ্চ।
-
এটি ‘ফ্রন্ট বেঞ্চ’ হিসেবেও পরিচিত।
-
-
বিরোধী দলের সামনের আসন:
-
স্পীকারের আসনের বিপরীত দিকে বিরোধী দলের নেতা, উপনেতা, হুইপ ও অন্যান্য নেতৃবৃন্দ বসেন।
-
-
ব্যাকবেঞ্চার (Backbencher):
-
সরকারি বা বিরোধী দলের সদস্য যারা গুরুত্বপূর্ণ পদে নেই, তারা পেছনের সারিতে বসেন।
-
সরকারি দলের ব্যাকবেঞ্চার মন্ত্রী নয়।
-
বিরোধী দলের ব্যাকবেঞ্চারও নেতৃস্থানীয় নয়।
-
সারসংক্ষেপ:
ট্রেজারি বেঞ্চ হলো সরকারি দলের প্রধান নেতৃত্বের আসন, বিরোধী দলের নেতা সামনের সারির বিপরীত পাশে বসেন, আর গুরুত্বপূর্ণ পদে না থাকা সদস্যরা পেছনের সারিতে (ব্যাকবেঞ্চে) অবস্থান করেন।
0
Updated: 1 month ago
বাংলাদেশে জাতীয় সংসদের অধিবেশন কে আহ্বান করেন?
Created: 3 months ago
A
প্রধানমন্ত্রী
B
রাষ্ট্রপতি
C
স্পিকার
D
প্রধান বিচারপতি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুযায়ী:
-
সংবিধানের ধারা ৭২(১) অনুযায়ী জাতীয় সংসদের অধিবেশন ডাকেন রাষ্ট্রপতি।
-
তবে এই অধিবেশন আহ্বানের কাজটি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ অনুযায়ী সম্পাদন করেন।
-
নতুন সংসদের প্রথম অধিবেশন এবং প্রতি নতুন বছরের শুরুতে রাষ্ট্রপতি সংসদে ভাষণ প্রদান করেন।
-
রাষ্ট্রপতির ভাষণের উপর সংসদ সদস্যদের মধ্যে আলোচনাও অনুষ্ঠিত হয়।
-
প্রয়োজনীয় সময়ে রাষ্ট্রপতি সংসদে বাণী পাঠাতে পারেন।
-
তিনি সংসদ মুলতবি ঘোষণা করার ক্ষমতা রাখেন এবং প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শক্রমে সংসদ ভঙ্গের সিদ্ধান্ত নিতে পারেন।
-
সংবিধানে বর্ণিত বিশেষ পরিস্থিতিতে যেমন রাষ্ট্রপতির অভিশংসনের প্রক্রিয়ায় স্পিকার সংসদ আহ্বান করার ক্ষমতা পান।
উল্লেখযোগ্য তথ্য:
-
দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে ৩০ জানুয়ারি, ২০২৪।
-
সংসদীয় রীতিনীতি মেনে প্রতি বছর রাষ্ট্রপতি জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেন।
-
২০২৪ সালের প্রথম সংসদ অধিবেশনও রাষ্ট্রপতি সংবিধানের ৭২(১) ধারার অধীনে আহ্বান করেন।
-
মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় সংসদের নেতা, এবং মাননীয় স্পিকার সংসদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
তথ্যসূত্র: বাংলাদেশের সংবিধান
0
Updated: 3 months ago