আমার কক্ষে আমি বসে ছিলাম, এমন সময় এক নিঃসন্তান বৃদ্ধ দম্পতি ও তাদের সাথে চার দম্পতি প্রত্যেকে একজন করে সন্তানসহ আমার কক্ষে প্রবেশ করলেন। আমার কক্ষে মোট কতজন লোক হলো?
A
১২ জন
B
১৬ জন
C
১৫ জন
D
১০ জন
উত্তরের বিবরণ
প্রশ্ন: আমার কক্ষে আমি বসে ছিলাম, এমন সময় এক নিঃসন্তান বৃদ্ধ দম্পতি ও তাদের সাথে চার দম্পতি প্রত্যেকে একজন করে সন্তানসহ আমার কক্ষে প্রবেশ করলেন। আমার কক্ষে মোট কতজন লোক হলো?
সমাধান:
প্রতি দম্পতিতে ২ জন করে ৫ দম্পতি = ১০ জন ও ৪ দম্পতির সাথে ১ জন করে ৪ জন সন্তান।
মোট ১০ + ৪ = ১৪ জন।
আমার ঘরে আমি সহ সর্বমোট ১৪ + ১ = ১৫ জন।

0
Updated: 14 hours ago
নিচের কোনটি 'কেশ' এর প্রতিশব্দ -
Created: 6 days ago
A
লহরী
B
অনল
C
বিধু
D
কবরী
প্রশ্ন: নিচের কোনটি 'কেশ' এর প্রতিশব্দ?
সমাধান:
-
'কেশ' এর প্রতিশব্দ হলো কবরী
-
'কেশ' এর আরও কিছু প্রতিশব্দ: চুল, অলক, কেশ, চিকুর, কুন্তল, কবরী
অন্যদিকে:
-
'লহরী': ঢেউ
-
'বিধু': চাঁদ
-
'অনল': আগুন
উৎস:

0
Updated: 6 days ago
P বস্তু Q বস্তুর চেয়ে ভারি, R বস্তু S বস্তুর চেয়ে হালকা, P বস্তু R বস্তুর চেয়ে হালকা হলে, সবচেয়ে হালকা বস্তু কোনটি?
Created: 6 days ago
A
R
B
S
C
Q
D
P
প্রশ্ন: P বস্তু Q বস্তুর চেয়ে ভারি, R বস্তু S বস্তুর চেয়ে হালকা, P বস্তু R বস্তুর চেয়ে হালকা হলে, সবচেয়ে হালকা বস্তু কোনটি?
সমাধান:
P বস্তু Q বস্তুর চেয়ে ভারি, P > Q
R বস্তু S বস্তুর চেয়ে হালকা, S > R
P বস্তু R বস্তুর চেয়ে হালকা, R > P
সবগুলো সম্পর্ক থেকে পাই, Q < P < R < S
∴ সবচেয়ে হালকা বস্তু হবে Q.

0
Updated: 6 days ago
নিচের এলোমেলো বর্ণ দিয়ে গঠিত অর্থপূর্ণ শব্দের শেষ অক্ষরটি হবে-
Created: 6 days ago
A
ব
B
ও
C
আ
D
য়া
প্রশ্ন: নিচের এলোমেলো বর্ণ দিয়ে গঠিত অর্থপূর্ণ শব্দের শেষ অক্ষরটি হবে-
হা ব আ ও য়া
সমাধান:
এলোমেলো বর্ণ দিয়ে গঠিত অর্থপূর্ণ শব্দটি হবে আবহাওয়া।
∴ শব্দের শেষ অক্ষরটি 'য়া'।

0
Updated: 6 days ago