প্রশ্নবোধকস্থানে কোন সংখ্যাটি বসবে?
A
60
B
52
C
56
D
65
উত্তরের বিবরণ
প্রশ্ন: প্রশ্নবোধকস্থানে কোন সংখ্যাটি বসবে? 
সমাধান:
6 + 6 = 12
12 + 8 = 20
20 + 10 = 30
30 + 12 = 42
42 + 14 = 56
56 + 16 = 72
72 + 18 = 90
অথবা,
22 + 2 = 6
32 + 3 = 12
42 + 4 = 20
52 + 5 = 30
62 + 6 = 42
72 + 7 = 56
82 + 8 = 72
92 + 9 = 90
0
Updated: 1 month ago
প্রশ্নবোধক (?) চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?
Created: 1 month ago
A
4
B
6
C
8
D
12
প্রশ্ন: প্রশ্নবোধক (?) চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?
সমাধান:
3 × 6 = 9 × 2 = 18.
4 × 3 = 6 × 2 = 12.
9 × 4 = 6 × 6 = 36.
0
Updated: 1 month ago
নিচের কোন সংখ্যা যুগল সহ-মৌলিক?
Created: 2 months ago
A
(২১, ১৪)
B
(২১, ১৪)
C
(২৭, ১২)
D
(৯, ১৬)
প্রশ্ন: নিচের কোন সংখ্যা যুগল সহ-মৌলিক?
সমাধান:
(৯, ১৬) সংখ্যা যুগলটি সহ-মৌলিক।
দুইটি সংখ্যার সাধারণ গুণনীয়ক যদি ১ হয় অর্থাৎ সংখ্যাদ্বয়ের ১ ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক না থাকে তাহলে সংখ্যাদ্বয় পরস্পর সহ-মৌলিক হয়।
প্রদত্ত সংখ্যা যুগল গুলোর মধ্যে ৯ এবং ১৬ এর ১ ভিন্ন অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই।
অর্থাৎ (৯, ১৬) সংখ্যা যুগলটি সহ-মৌলিক।
0
Updated: 2 months ago
নিচের কোনটি অন্যগুলোর সাথে অসামঞ্জস্যপূর্ণ?
Created: 1 month ago
A
নীলদর্পন
B
বহিপির
C
বিলেতে সাড়ে সাতশ দিন
D
রক্তাক্ত প্রান্তর
প্রশ্ন: নিচের কোনটি অন্যগুলোর সাথে অসামঞ্জস্যপূর্ণ?
সমাধান:
-
'নীলদর্পণ' (১৮৬০): দীনবন্ধু মিত্র রচিত একটি বিখ্যাত নাটক
-
'বহিপীর' (১৯২২): সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত একটি বিখ্যাত নাটক
-
'রক্তাক্ত প্রান্তর' (১৯৬২): মুনীর চৌধুরী রচিত একটি বিখ্যাত নাটক
তুলনায়, 'বিলেতে সাড়ে সাতশ দিন' একটি বাংলা ভ্রমণকাহিনী, যা লিখেছেন মুহম্মদ আবদুল হাই।
সুতরাং, অসামঞ্জস্যপূর্ণ শব্দটি হলো: বিলেতে সাড়ে সাতশ দিন
0
Updated: 1 month ago