প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?
A
৭
B
১২
C
২১
D
১৪
উত্তরের বিবরণ
প্রশ্ন: প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?
সমাধান:
১ম চিত্রে, (৩৬ + ১২)/১৬ = ৩
২য় চিত্রে = (২৪ + ১৮)/১৪ = ৩
৩য় চিত্রে, (৩০ + ২৭)/১৯ = ৩
∴ প্রশ্নবোধক চিহ্নিত স্থানে ১৪ বসবে।

0
Updated: 15 hours ago
আপনার কাছে পাঁচটি ৫০ পয়সার মুদ্রা, ৮টি ২৫ পয়সার মুদ্রা আছে। আর কয়টি ১০ পয়সার মুদ্রা হলে মোট ৫ টাকা হবে?
Created: 15 hours ago
A
৩টি
B
৫টি
C
১০টি
D
১৫টি
প্রশ্ন: আপনার কাছে পাঁচটি ৫০ পয়সার মুদ্রা, ৮টি ২৫ পয়সার মুদ্রা আছে। আর কয়টি ১০ পয়সার মুদ্রা হলে মোট ৫ টাকা হবে?
সমাধান:
আমরা জানি,
১০০ পয়সা = ১ টাকা
৫০ পয়সার মুদ্রায় মোট টাকা = (৫০/১০০) × ৫ = ২.৫ টাকা
২৫ পয়সার মুদ্রায় মোট টাকা = (২৫/১০০) × ৮ = ২ টাকা
৫০ পয়সা ও ২৫ পয়সায় মোট টাকা = ২.৫ + ২ টাকা
= ৪.৫ টাকা
∴ ৫ টাকা হতে ১০ পয়সার মুদ্রা লাগবে = {৫ - ৪.৫}/০.১০
= ০.৫/০.১০
= ৫টি

0
Updated: 15 hours ago
‘আলো’ এর সমার্থক নয় নিচের কোন শব্দটি?
Created: 1 week ago
A
দ্যুতি
B
আভা
C
দীপ্ত
D
ময়ূখ
দীপ্ত শব্দের অর্থ হলো প্রজ্বলিত বা জ্বলছে এমন অবস্থা। তবে এটি সরাসরি আলো এর সমার্থক নয়।
আলো এর সমার্থক শব্দের মধ্যে রয়েছে:
আলোক, প্রভা, অংশু, দ্যুতি, ঔজ্জ্বল্য, কর, দীপ্তি, আভা, বিভা, ময়ূখ, ভাতি, জেল্লা, জৌলুস, নুর

0
Updated: 1 week ago
১৭, ১৮, ২০, ২৩, ২৭, ?, ৩৮,..............
উপর্যুক্ত অনুক্রমটির প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
Created: 3 days ago
A
২৯
B
৩০
C
৩২
D
৩৪
উপর্যুক্ত অনুক্রমে সংখ্যাগুলো একটি ধাপে ধাপে বৃদ্ধি পায়। প্রথম পদ থেকে শুরু করে প্রতিটি পরবর্তী সংখ্যায় ক্রমবর্ধমান ধাপ যোগ করা হয়। তাই প্রশ্নবোধক স্থানে বসার সংখ্যা হলো ৩২।
-
প্রদত্ত অনুক্রম: ১৭, ১৮, ২০, ২৩, ২৭, ?, ৩৮
-
অনুক্রমের নিয়ম:
-
১৭ + ১ = ১৮
-
১৮ + ২ = ২০
-
২০ + ৩ = ২৩
-
২৩ + ৪ = ২৭
-
২৭ + ৫ = ৩২
-
৩২ + ৬ = ৩৮
-
-
সুতরাং, প্রশ্নবোধক স্থানে বসবে ৩২।

0
Updated: 1 day ago