৩৬, ২৮, ২১, ১৫, ১০,........... ধারার পরবর্তী সংখ্যাটি কত?
A
১১
B
৭
C
৬
D
৫
উত্তরের বিবরণ
প্রশ্ন: ৩৬, ২৮, ২১, ১৫, ১০..... ধারার পরবর্তী সংখ্যাটি কত?
সমাধান:
৩৬ - ২৮ = ৮
২৮ - ২১ = ৭
২১ - ১৫ = ৬
১৫ - ১০ = ৫
∴ ১০ - পরবর্তী সংখ্যা = ৪
বা, পরবর্তী সংখ্যা = ১০ - ৪
∴ পরবর্তী সংখ্যা = ৬

0
Updated: 15 hours ago
আপনার কাছে পাঁচটি ৫০ পয়সার মুদ্রা, ৮টি ২৫ পয়সার মুদ্রা আছে। আর কয়টি ১০ পয়সার মুদ্রা হলে মোট ৫ টাকা হবে?
Created: 15 hours ago
A
৩টি
B
৫টি
C
১০টি
D
১৫টি
প্রশ্ন: আপনার কাছে পাঁচটি ৫০ পয়সার মুদ্রা, ৮টি ২৫ পয়সার মুদ্রা আছে। আর কয়টি ১০ পয়সার মুদ্রা হলে মোট ৫ টাকা হবে?
সমাধান:
আমরা জানি,
১০০ পয়সা = ১ টাকা
৫০ পয়সার মুদ্রায় মোট টাকা = (৫০/১০০) × ৫ = ২.৫ টাকা
২৫ পয়সার মুদ্রায় মোট টাকা = (২৫/১০০) × ৮ = ২ টাকা
৫০ পয়সা ও ২৫ পয়সায় মোট টাকা = ২.৫ + ২ টাকা
= ৪.৫ টাকা
∴ ৫ টাকা হতে ১০ পয়সার মুদ্রা লাগবে = {৫ - ৪.৫}/০.১০
= ০.৫/০.১০
= ৫টি

0
Updated: 15 hours ago
Z গিয়ারটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে A গিয়ারটি কোন দিকে ঘুরবে?
Created: 3 weeks ago
A
ঘড়ির কাঁটার দিকে
B
ঘড়ির কাঁটার বিপরীতে
C
যে কোনো দিকে
D
গিয়ারটি ঘুরবে না
প্রশ্ন: Z গিয়ারটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে A গিয়ারটি কোন দিকে ঘুরবে?

সমাধান:
Z গিয়ারটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে A গিয়ারটিও ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে।
A, B, X, Y এবং Z পাঁচটি গিয়ার পরস্পর সংযুক্ত অবস্থায় আছে।
এমতাবস্থায় Z গিয়ারটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে প্রদত্ত গিয়ারগুলোর ঘূর্ণন হবে নিম্নরূপ-
Z(ঘড়ির কাঁটার বিপরীতে) - Y(ঘড়ির কাঁটার দিকে) - X(ঘড়ির কাঁটার বিপরীতে) - B(ঘড়ির কাঁটার দিকে) - A(ঘড়ির কাঁটার বিপরীতে)

0
Updated: 3 weeks ago
জটিল বাক্যে বাক্যের অন্তর্গত প্রত্যেক খণ্ড বাক্যের পরে কোন যতিচিহ্ন ব্যবহৃত হয়?
Created: 3 days ago
A
কোলন-ড্যাশ
B
হাইফেন
C
কমা
D
সেমিকোলন
জটিল বাক্যে বাক্যের অন্তর্গত প্রত্যেক খণ্ড বাক্যের পরে কমা (,) ব্যবহৃত হয়।
-
কমা (,): সামান্য বিরতি নির্দেশ করে এবং শব্দ, পদবর্গ বা অধীন বাক্যকে আলাদা করতে ব্যবহৃত হয়।
উদাহরণ:
-
গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত বাংলাদেশ এই ছয়টি ঋতুর দেশ।
-
কাল তুমি যাকে দেখেছ, তিনি আমার বাবা।
-
রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, "পাপকে ঠেকাবার জন্যে কিছু না করাই তো পাপ।"
উৎস:

0
Updated: 3 days ago