'A' 'B'-এর চেয়ে দ্বিগুণ কাজ করতে পারে; তারা দুজন একত্রে একটি কাজ ১৪ দিনে শেষ করতে পারে। 'A' একা কাজটি কতদিনে করতে পারবে?
A
২১ দিনে
B
১২ দিনে
C
২৪ দিনে
D
১৫ দিনে
উত্তরের বিবরণ
প্রশ্ন: 'A' 'B'-এর চেয়ে দ্বিগুণ কাজ করতে পারে; তারা দুজন একত্রে একটি কাজ ১৪ দিনে শেষ করতে পারে। 'A' একা কাজটি কতদিনে করতে পারবে?
সমাধান:
A একটা কাজ ক দিনে করলে B ঐ কাজ ২ক দিনে করতে পারে।
A, ক দিনে করে ১টি কাজ
A, ১ দিনে করে ১/ক অংশ
আবার,
B, ২ক দিনে করে ১টি কাজ
B, ১ দিনে করে ১/২ক অংশ
A ও B একত্রে ১ দিনে করে (১/ক + ১/২ক) অংশ বা (৩/২ক) অংশ
A ও B একত্রে (৩/২ক) অংশ করে ১ দিনে
A ও B একত্রে ১ বা সম্পূর্ণ অংশ করে (২ক/৩) দিনে।
প্রশ্নানুসারে,
২ক/৩ = ১৪
বা, ক = (১৪ × ৩)/২
∴ ক = ২১
∴ A একা কাজটি ২১ দিনে করতে পারে।
0
Updated: 1 month ago
ভারসাম্য বজায় রাখতে B প্রান্তে কত কেজি ভরের বস্তু স্থাপন করতে হবে?
Created: 1 month ago
A
15 kg
B
20 kg
C
24 kg
D
30 kg
প্রশ্ন: ভারসাম্য বজায় রাখতে B প্রান্তে কত কেজি ভরের বস্তু স্থাপন করতে হবে?
সমাধান:
সমাধান:
ধরি,
B প্রান্তে ভর স্থাপন করতে হবে = x কেজি
প্রশ্নমতে,
30 × 12 = 15x
⇒ 15x = 360
⇒ x = 360/15
⇒ x = 24
অতএব লিভার টি তে ভারসাম্য বজায় রাখতে B প্রান্তে 24 কেজি ভরের বস্তু স্থাপন করতে হবে।
0
Updated: 1 month ago
টাকায় ১২টি কলা ক্রয় করে টাকায় কয়টি বিক্রয় করলে ২০% লাভ হবে?
Created: 1 month ago
A
৬টি
B
৮টি
C
৯টি
D
১০টি
প্রশ্ন: টাকায় ১২টি কলা ক্রয় করে টাকায় কয়টি বিক্রয় করলে ২০% লাভ হবে?
সমাধান:
২০% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১২০ টাকা
∴ ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য ১২০/১০০ টাকা = ১.২ টাকা
১.২ টাকায় বিক্রয় করতে হবে ১২টি
∴ ১ টাকায় বিক্রয় করতে হবে ১২/১.২ = ১০টি
0
Updated: 1 month ago
বাক্য অসম্পূর্ণ থাকলে বাক্যের শেষে ব্যবহৃত হয়
Created: 1 month ago
A
কমা
B
সেমিকোলন
C
ড্যাশ
D
কোনটিই নয়
প্রশ্ন: বাক্য অসম্পূর্ণ থাকলে বাক্যের শেষে কোন চিহ্ন ব্যবহৃত হয়?
সমাধান:
ড্যাশ (_) চিহ্ন ব্যবহার করা হয়। ড্যাশ এবং হাইফেনের মধ্যে পার্থক্য হলো—ড্যাশ হাইফেনের চেয়ে বেশি লম্বা, এবং দুটি হাইফেন পাশাপাশি জোড়া দিলে তা ড্যাশ হিসেবে ব্যবহৃত হয়।
ড্যাশ চিহ্নের ব্যবহার:
-
কথার দৃষ্টান্ত বা বিস্তার বোঝাতে:
-
উদাহরণ: "আমার একমাত্র সম্মল_আপনাদের তরুণদের প্রতি আমার অপরিসীম ভালোবাসা, প্রাণের টান।"
-
-
বাক্য অসম্পূর্ণ থাকলে বাক্যের শেষে:
-
উদাহরণ:
-
"বেহাই, আমি তো কিছু বলিতে পারি না। একবার তাহলে বাড়ির মধ্যে_"
-
বাবা গর্জিয়া উঠিলেন, "বটে রে_"
-
-
-
গল্প বা উপন্যাসে প্রসঙ্গ পরিবর্তন বা ব্যাখ্যা বোঝাতে:
-
উদাহরণ:
-
"শিশির_না, এ নামটা আর ব্যবহার করা চলিল না।"
-
"অ্যাঁ_এ হইল কী? কলি কি সত্যই উল্টাইতে বসিল?"
-
-
-
নাটক বা সংলাপের আগে:
-
উদাহরণ: "_হ গীত না তর মাথা। _অপরাধ স্বীকার করলে?"
-
উৎস:
0
Updated: 1 month ago