বাংলাদেশে বর্তমানে কয় স্তরবিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু আছে?
A
৩
B
৪
C
৫
D
৬
উত্তরের বিবরণ
স্থানীয় সরকার কাঠামো
বাংলাদেশে স্থানীয় সরকার একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক ব্যবস্থা, যা পল্লী ও শহর – উভয় অঞ্চলে পৃথক কাঠামোর মাধ্যমে পরিচালিত হয়।
পল্লী এলাকাগুলোর জন্য তিন স্তরে গঠিত স্থানীয় সরকার ব্যবস্থা বিদ্যমান। এ তিনটি স্তর হলো:
-
ইউনিয়ন পরিষদ,
-
উপজেলা পরিষদ,
-
জেলা পরিষদ।
অন্যদিকে, শহরাঞ্চলে দুই স্তরের স্থানীয় সরকার কাঠামো কার্যকর রয়েছে, যা হলো:
-
সিটি কর্পোরেশন,
-
পৌরসভা।
তথ্যসূত্র: পৌরনীতি ও নাগরিকতা (নবম-দশম শ্রেণি), বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
0
Updated: 3 months ago
বর্তমান সরকারের 'জিরো টলারেন্স' নীতি ঘোষণা করা হয়েছে কিসের বিরুদ্ধে?
Created: 6 days ago
A
সন্ত্রাস ও জঙ্গিবাদ
B
সন্ত্রাসবাদ
C
ধর্মীয় উগ্রবাদ
D
সাম্প্রদায়িক দাঙ্গা বাদ
বর্তমান সরকার সন্ত্রাস দমন ও দুর্নীতি প্রতিরোধে কঠোর অবস্থান গ্রহণ করেছে। এ লক্ষ্যে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে, যাতে দেশের স্থিতিশীলতা ও জননিরাপত্তা বজায় থাকে।
-
সন্ত্রাস দমনে সরকার দিন-রাত সড়ক ও নৌপথে টহল ও নজরদারি জোরদার করেছে।
-
আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অপরাধমূলক কর্মকাণ্ড সনাক্ত ও নিয়ন্ত্রণের ব্যবস্থা নেওয়া হয়েছে।
-
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে শক্তিশালী ও প্রশিক্ষিত করে সন্ত্রাসীদের মূলোৎপাটন কার্যক্রম চালানো হচ্ছে।
-
দুর্নীতির ক্ষেত্রেও সরকার কার্যকর ও যুগোপযোগী পদক্ষেপ নিয়েছে, যাতে প্রশাসন স্বচ্ছ ও জবাবদিহিমূলক হয়।
-
এসব উদ্যোগের ফলে দেশের অর্থনীতি, বিনিয়োগ ও জননিরাপত্তা উল্লেখযোগ্যভাবে উন্নত হচ্ছে।
0
Updated: 6 days ago
কোনটি স্থানীয় সরকার নয়?
Created: 3 months ago
A
পৌরসভা
B
পল্লী বিদ্যুৎ
C
সিটি কর্পোরেশন
D
উপজেলা পরিষদ
পল্লী বিদ্যুৎ' - স্থানীয় সরকার নয়।
• সরকার ব্যবস্থা:
- বর্তমান বাংলাদেশে শহুরে ও গ্রামীণ দুই ধরনের স্থানীয় সরকার কার্যকর রয়েছে।
- বাংলাদেশে শহরের জন্য দুই স্তর বিশিষ্ট ও পল্লীর জন্য তিন স্তর বিশিষ্ট স্থানীয় সরকার কাঠামো রয়েছে।
• পল্লী স্থানীয় সরকার:
- জেলা পরিষদ,
- উপজেলা পরিষদ,
- ইউনিয়ন পরিষদ।
- জেলা পরিষদ এ তিনস্তর বিশিষ্ট স্থানীয় সরকার কাঠামোর সর্বোচ্চ স্তর।
• শহরভিত্তিক স্থানীয় সরকার:
- সিটি কর্পোরেশন।
- পৌরসভা।
তথ্যসূত্র: পৌরনীতি ও নাগরিকতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
0
Updated: 3 months ago
নিচের কোনটি বাংলাদেশ সরকারের রাজস্ব আয়ের প্রধান উৎস?
Created: 1 month ago
A
বৈদেশিক বাণিজ্য
B
পোশাক শিল্প
C
কর রাজস্ব
D
রেমিট্যান্স
বাংলাদেশ সরকারের আয়ের উৎসসমূহের সংক্ষিপ্ত বিবরণ হলো:
বাংলাদেশ সরকার বার্ষিক রাজস্ব ও উন্নয়ন ব্যয় নির্বাহের জন্য যে সমস্ত উৎস থেকে সম্পদ সংগ্রহ করে, সেগুলোকে সরকারের আয়ের উৎস বলা হয়। মোট প্রাপ্তি সংগ্রহকে মূলত দু’ভাগে ভাগ করা যায়:
-
কর রাজস্ব
-
কর বহির্ভূত রাজস্ব
কর রাজস্ব বাংলাদেশ সরকারের রাজস্ব আয়ের প্রধান উৎস। সরকারের কর রাজস্বের প্রধান উৎসসমূহ হলো:
-
আয় ও মুনাফা কর
-
আমদানি শুল্ক
-
মূল্য সংযোজন কর (ভ্যাট)
-
আবগারি শুল্ক
-
সম্পূরক শুল্ক
-
যানবাহন কর
-
ভূমি রাজস্ব
-
নন-জুডিশিয়াল স্ট্যাম্প বিক্রয়
-
অন্যান্য কর ও শুল্ক
0
Updated: 1 month ago