Y দক্ষিণ দিকে মুখ করে ৪ কি. মি. হাঁটার পর বামদিকে ঘুরল এবং ৫ কি. মি. হাঁটল। আবার ডানদিকে ঘুরে ৬ কি. মি. হাঁটল। শেষের দিকে Y কোন দিকে মুখ করে হাঁটছিল?
A
উত্তর
B
দক্ষিণ
C
পশ্চিম
D
পূর্ব
উত্তরের বিবরণ
প্রশ্ন: Y দক্ষিণ দিকে মুখ করে ৪ কি. মি. হাঁটার পর বামদিকে ঘুরল এবং ৫ কি. মি. হাঁটল। আবার ডানদিকে ঘুরে ৬ কি. মি. হাঁটল। শেষের দিকে Y কোন দিকে মুখ করে হাঁটছিল?
সমাধান:
প্রদত্ত তথ্যগুলোকে চিত্রের মাধ্যমে সাজিয়ে পাই,
∴ শেষের দিকে Y দক্ষিণ দিকে মুখ করে হাঁটছিল।
0
Updated: 1 month ago
নিচের কোন বানানটি শুদ্ধ?
Created: 1 month ago
A
একান্নবত্তী
B
একান্নবর্তি
C
একান্নবর্তী
D
একান্নবর্ত্তী
নিচের বানানটির মধ্যে শুদ্ধটি হলো একান্নবর্তী। এটি বোঝায় এমন পরিবার বা গোষ্ঠী যা একসাথে আহার-সভার ব্যবস্থা এবং বসবাসের মাধ্যমে যৌথভাবে জীবন যাপন করে, অর্থাৎ যৌথ পরিবার।
-
শব্দের অর্থ: একসাথে আহার ও বসবাস করে এমন পরিবার বা যৌথ পরিবার
0
Updated: 1 month ago
প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন সংখ্যাটি বসবে?
Created: 1 month ago
A
7
B
8
C
10
D
11
প্রশ্ন: প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন সংখ্যাটি বসবে?
সমাধান:
নির্ণেয় সংখ্যা = 10
প্রথম চিত্রে,
(4 × 4) - (5 × 3)
= 16 - 15 = 1
দ্বিতীয় চিত্রে,
(6 × 8) - (6 × 7)
= 48 - 42 = 6
তৃতীয় চিত্রে,
(5 × 8) - (5 × 6)
= 40 - 30 = 10
0
Updated: 1 month ago
'Amicus Curiae' এর বাংলা পরিভাষা কোনটি?
Created: 1 month ago
A
শালীনতা
B
আদালতের বন্ধু
C
শিষ্টাচার
D
বিস্তার
প্রশ্ন: 'Amicus Curiae' এর বাংলা পরিভাষা কোনটি?
সমাধান:
-
'Amicus Curiae' এর বাংলা পরিভাষা হলো আদালতের বন্ধু
অন্য পরিভাষাসমূহ:
-
'Etiquette': শিষ্টাচার
-
'Modesty': শালীনতা
-
'Amplitude': বিস্তার
উৎস:
0
Updated: 1 month ago