Y দক্ষিণ দিকে মুখ করে ৪ কি. মি. হাঁটার পর বামদিকে ঘুরল এবং ৫ কি. মি. হাঁটল। আবার ডানদিকে ঘুরে ৬ কি. মি. হাঁটল। শেষের দিকে Y কোন দিকে মুখ করে হাঁটছিল?
A
উত্তর
B
দক্ষিণ
C
পশ্চিম
D
পূর্ব
উত্তরের বিবরণ
প্রশ্ন: Y দক্ষিণ দিকে মুখ করে ৪ কি. মি. হাঁটার পর বামদিকে ঘুরল এবং ৫ কি. মি. হাঁটল। আবার ডানদিকে ঘুরে ৬ কি. মি. হাঁটল। শেষের দিকে Y কোন দিকে মুখ করে হাঁটছিল?
সমাধান:
প্রদত্ত তথ্যগুলোকে চিত্রের মাধ্যমে সাজিয়ে পাই,
∴ শেষের দিকে Y দক্ষিণ দিকে মুখ করে হাঁটছিল।

0
Updated: 15 hours ago
কজন লোক উত্তর-পূর্ব দিকে মুখ করে আছে। সে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ৯০° ঘুরে, তারপরে ঘড়ির কাঁটার দিকে ১৮০° ঘুরে এবং তারপর একই দিকে আরো ৯০° ঘুরে। এখন সে কোন দিকে মুখ করে আছে?
Created: 14 hours ago
A
দক্ষিণ-পশ্চিম
B
পশ্চিম
C
উত্তর
D
দক্ষিণ-পূর্ব
প্রশ্ন: একজন লোক উত্তর-পূর্ব দিকে মুখ করে আছে। সে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ৯০° ঘুরে, তারপরে ঘড়ির কাঁটার দিকে ১৮০° ঘুরে এবং তারপর একই দিকে আরো ৯০° ঘুরে। এখন সে কোন দিকে মুখ করে আছে? সমাধান: - লোকটি প্রথমে উত্তর-পূর্ব দিকে মুখ করে ছিলো।- ঘড়ির কাঁটার বিপরীত দিকে ৯০° ঘুরে উত্তর- পশ্চিমে মুখ করে ছিলো।- তারপরে ঘড়ির কাঁটার দিকে ১৮০° ঘুরে দক্ষিণ-পূর্ব দিকে মুখ করে ছিলো।- তারপর একই দিকে অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে আরো ৯০° ঘুরে দক্ষিণ-পশ্চিম দিকে মুখ করে ছিলো।
সে দক্ষিণ-পশ্চিম দিকে মুখ করে আছে।


0
Updated: 14 hours ago
১, ৫, ১৩, ২৯, ৬১,.................. অনুক্রমটির পরবর্তী সংখ্যা কত?
Created: 3 days ago
A
৭৬
B
১০২
C
১০৬
D
১২৫
প্রশ্ন: ১, ৫, ১৩, ২৯, ৬১,.................. অনুক্রমটির পরবর্তী সংখ্যা কত?
সমাধান:
অনুক্রমটিতে
৫ - ১ = ৪
১৩ - ৫ = ৮
২৯ - ১৩ = ১৬
৬১ - ২৯ = ৩২
অনুক্রমটিতে সংখ্যার অন্তরগুলো দ্বিগুণ হারে বৃদ্ধি পেয়েছে।
অর্থাৎ ক্রমটিতে দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার অন্তর হবে প্রথম ও দ্বিতীয় সংখ্যাদ্বয়ের অন্তরের দ্বিগুণ।
সুতরাং অনুক্রমটির পরবর্তী সংখ্যাটি হবে = ৬১ + (৩২ × ২) = ৬১ + ৬৪ = ১২৫

0
Updated: 3 days ago
10 ওয়াটের একটি মিনি ফ্যান দৈনিক 8 ঘণ্টা চললে 2 দিনে কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে?
Created: 3 days ago
A
8 Kwh
B
0.8 Kwh
C
0.16 Kwh
D
1.6 Kwh
প্রশ্ন: 10 ওয়াটের একটি মিনি ফ্যান দৈনিক 8 ঘণ্টা চললে 2 দিনে কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে?
সমাধান:
দেওয়া আছে,
ক্ষমতা, P = 10 ওয়াট
সময়, t = 8 × 2 = 16 ঘণ্টা
আমরা জানি,
W = Pt
= 10 × 16
= 160 W-h
= 160/1000 Kw-h
= 0.16 Kw-h

0
Updated: 3 days ago