কোন শ্রেণিতে যতজন শিক্ষার্থী তাদের প্রত্যেকে ততটি করে দশ পয়সা চাঁদা দেয়াতে ৯০ টাকা সংগৃহীত হলো। শ্রেণির শিক্ষার্থীর সংখ্যা কত?
A
৬০ জন
B
১৫ জন
C
৩০ জন
D
৯০ জন
উত্তরের বিবরণ
প্রশ্ন: কোন শ্রেণিতে যতজন শিক্ষার্থী তাদের প্রত্যেকে ততটি করে দশ পয়সা চাঁদা দেয়াতে ৯০ টাকা সংগৃহীত হলো। শ্রেণির শিক্ষার্থীর সংখ্যা কত?
সমাধান:
ধরি,
শিক্ষার্থী সংখ্যা x জন।
প্রত্যেকে চাঁদা দেয় 10x টাকা
প্রশ্নমতে,
x × 10x = 9000
⇒ 10x2 = 9000
⇒ x2 = 9000/10
⇒ x2 = 900
⇒ x = √900
∴ x = 30
∴ শিক্ষার্থী সংখ্যা 30 জন।

0
Updated: 15 hours ago
সিরিজের প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি যথার্থ হবে?
৪, ১৮, ?, ১০০, ১৮০, ২৯৪
Created: 11 hours ago
A
৫৬
B
৪২
C
৪৮
D
৫২
প্রশ্ন: সিরিজের প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি যথার্থ হবে?
৪, ১৮, ?, ১০০, ১৮০, ২৯৪
সমাধান:
২৩ - ২২ = ৮ - ৪ = ৪
৩৩ - ৩২ = ২৭ - ৯ = ১৮
৪৩ - ৪২ = ৬৪ - ১৬ = ৪৮
৫৩ - ৫২ = ১২৫ - ২৫ = ১০০
৬৩ - ৬২ = ২১৬ - ৩৬ = ১৮০
৭৩ - ৭২ = ৩৪৩ - ৪৯ = ২৯৪

0
Updated: 11 hours ago
প্রদত্ত X চিত্রটিকে পানিতে নিচের কোনটির মত প্রতিবিম্ব দেখাবে?
Created: 1 week ago
A
D
B
A
C
B
D
C
প্রদত্ত ছবিটির পানিতে প্রতিবিম্ব:

0
Updated: 1 week ago
কোন
বস্তুটিকে টেনে তোলা তুলনামূলক
কম কষ্টকর?
Created: 3 days ago
A
A
B
B
C
দুইটিই সমান কষ্টকর হবে
D
কোনটিকেই তোলা যাবে না
প্রশ্ন:
কোন বস্তুটিকে টেনে তোলা তুলনামূলক
কম কষ্টকর হবে?

0
Updated: 3 days ago