কোন শ্রেণিতে যতজন শিক্ষার্থী তাদের প্রত্যেকে ততটি করে দশ পয়সা চাঁদা দেয়াতে ৯০ টাকা সংগৃহীত হলো। শ্রেণির শিক্ষার্থীর সংখ্যা কত?
A
৬০ জন
B
১৫ জন
C
৩০ জন
D
৯০ জন
উত্তরের বিবরণ
প্রশ্ন: কোন শ্রেণিতে যতজন শিক্ষার্থী তাদের প্রত্যেকে ততটি করে দশ পয়সা চাঁদা দেয়াতে ৯০ টাকা সংগৃহীত হলো। শ্রেণির শিক্ষার্থীর সংখ্যা কত?
সমাধান:
ধরি,
শিক্ষার্থী সংখ্যা x জন।
প্রত্যেকে চাঁদা দেয় 10x টাকা
প্রশ্নমতে,
x × 10x = 9000
⇒ 10x2 = 9000
⇒ x2 = 9000/10
⇒ x2 = 900
⇒ x = √900
∴ x = 30
∴ শিক্ষার্থী সংখ্যা 30 জন।
0
Updated: 1 month ago
স্প্রিং A-তে একটি বল প্রয়োগের ফলে সেটি 60 সে.মি. সংকুচিত হলে স্প্রিং B-তে একই বল প্রয়োগ করা হলে সেটি কতটুকু সংকুচিত হবে?
Created: 1 month ago
A
30 সে.মি.
B
60 সে.মি.
C
90 সে.মি.
D
120 সে.মি.
প্রশ্ন: স্প্রিং A-তে একটি বল প্রয়োগের ফলে সেটি 60 সে.মি. সংকুচিত হলে স্প্রিং B-তে একই বল প্রয়োগ করা হলে সেটি কতটুকু সংকুচিত হবে?
সমাধান:
আমরা জানি,
সমান্তরালভাবে থাকা স্প্রিংগুলি তাদের মধ্যে প্রয়োগকৃত বলকে সমানভাবে ভাগ করে।
স্প্রিং A-তে বল প্রয়োগের ফলে সেটি 60 সে.মি. সংকুচিত হলে স্প্রিংদ্বয়ের প্রত্যেকটি 60 সে.মি. সংকুচিত হয়।
∴ একই বল স্প্রিং B-তে প্রয়োগ করা হলে সেটির সংকোচন হবে স্প্রিং A-এর প্রতিটি স্প্রিং এর দ্বিগুণ।
∴ সংকোচনের পরিমাণ হবে = (60 × 2) সে.মি. = 120 সে.মি.
0
Updated: 1 month ago
যদি PLAY = ৮১২৩ এবং RHYME = ৪৯৩৬৭ হয়, তাহলে MALE =?
Created: 1 month ago
A
৬১৯৮
B
৬২৮৫
C
৬৩২৩
D
৬২১৭
প্রশ্ন: যদি PLAY = ৮১২৩ এবং RHYME = ৪৯৩৬৭ হয়, তাহলে MALE =?
সমাধান:
PLAY = ৮১২৩
P = ৮
L = ১
A = ২
Y = ৩
RHYME = ৪৯৩৬৭
R = ৪
H = ৯
Y = ৩
M = ৬
E = ৭
∴ MALE = ৬২১৭
0
Updated: 1 month ago
অনগ্রসর ব্যক্তিকে কী বলা হয়?
Created: 1 month ago
A
র দা আ পা রী ব্যা
B
ড় উ ন্ডী চ ন
C
গ লু উ খা ড়া
D
ক কূ ণ্ডূ ম প
প্রদত্ত অক্ষরগুলোর থেকে সঠিক শব্দ হলো উলুখাগড়া, যা অনগ্রসর ব্যক্তি বা নিরীহ প্রজা বোঝায়।
অন্যদিকে:
-
রদা আপারী ব্যা → আদার ব্যাপারী: নগণ্য ব্যক্তি
-
ড়ু ন্ডী চ ন → উড়নচণ্ডী: অমিতব্যয়ী
-
ককূ ণ্ডূ মপ → কূপমণ্ডূক: সীমাবদ্ধ জ্ঞানসম্পন্ন ব্যক্তি
উৎস:
0
Updated: 1 month ago